ETV Bharat / state

প্রচারে বেরিয়ে ঝাঁটা-জুতো দেখলেন লাভপুরের বিজেপি প্রার্থী - Shoes and broom shown to BJP candidate

প্রচারে যেতেই বিজেপি প্রার্থী ও কর্মীদের জুতো-ঝাঁটা দেখানো হয় লাভপুরের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ সাহাকে । যদিও, তারমধ্যেই প্রচার করেন তিনি ।

West Bengal Assembly Election 2021
ছবি
author img

By

Published : Apr 8, 2021, 4:40 PM IST

Updated : Apr 8, 2021, 4:53 PM IST

লাভপুর, 8 এপ্রিল : লাভপুর বিজেপি প্রার্থী প্রচারে যাওয়ার আগে ঝুলিয়ে রাখা হল জুতো-ঝাঁটা । তৃণমূল এই কাজ করেছে বলে অভিযোগ লাভপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ সাহার ।

আজ লাভপুর বিধানসভার সোমডাঙার দাসপাড়ায় প্রচারের কর্মসূচি ছিল বিজেপি প্রার্থী বিশ্বজিৎ সাহার । পাড়ার রাস্তায় রাস্তায় জুতো ও ঝাঁটা ঝুলিয়ে রাখা হয়েছিল মালা বানিয়ে । এমনকি, প্রচারে যেতেই বিজেপি প্রার্থী ও কর্মীদের জুতো-ঝাঁটা দেখানো হয় । যদিও, তারমধ্যেই প্রচার করেন বিজেপি প্রার্থী ।

বিশ্বজিৎ সাহার অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূল এই কাজ করেছে । তিনি বলেন, "জুতো মাথায় নিয়েই প্রচার করব । মানুষকে ওরা ভুল বুঝিয়ে রেখেছে । সঠিকটা মানুষের সামনে তুলে ধরব ।" যদিও, তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

প্রচারে বেরিয়ে জুতো-ঝাঁটা দেখতে হল বিজেপি প্রার্থীকে

আরও পড়ুন : উত্তরে কামব্যাক, দক্ষিণে ক্ষমতা ধরে রাখাই চতুর্থ দফায় চ্যালেঞ্জ শাসক দলের

তৃণমূলের লাভপুর বিধানসভার প্রার্থী অভিজিৎ সিংহ বলেন, "মানুষ পছন্দ করে না বিজেপিকে । তাই মানুষ জবাব দিয়েছে ।" এদিকে, বিজেপিকে প্রার্থীকে জুতো-ঝাঁটা দেখানোয় উত্তেজনার সৃষ্টি হয় । পরে দলের নেতারাই পরিস্থিতি সামাল দেন ।

লাভপুর, 8 এপ্রিল : লাভপুর বিজেপি প্রার্থী প্রচারে যাওয়ার আগে ঝুলিয়ে রাখা হল জুতো-ঝাঁটা । তৃণমূল এই কাজ করেছে বলে অভিযোগ লাভপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ সাহার ।

আজ লাভপুর বিধানসভার সোমডাঙার দাসপাড়ায় প্রচারের কর্মসূচি ছিল বিজেপি প্রার্থী বিশ্বজিৎ সাহার । পাড়ার রাস্তায় রাস্তায় জুতো ও ঝাঁটা ঝুলিয়ে রাখা হয়েছিল মালা বানিয়ে । এমনকি, প্রচারে যেতেই বিজেপি প্রার্থী ও কর্মীদের জুতো-ঝাঁটা দেখানো হয় । যদিও, তারমধ্যেই প্রচার করেন বিজেপি প্রার্থী ।

বিশ্বজিৎ সাহার অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূল এই কাজ করেছে । তিনি বলেন, "জুতো মাথায় নিয়েই প্রচার করব । মানুষকে ওরা ভুল বুঝিয়ে রেখেছে । সঠিকটা মানুষের সামনে তুলে ধরব ।" যদিও, তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

প্রচারে বেরিয়ে জুতো-ঝাঁটা দেখতে হল বিজেপি প্রার্থীকে

আরও পড়ুন : উত্তরে কামব্যাক, দক্ষিণে ক্ষমতা ধরে রাখাই চতুর্থ দফায় চ্যালেঞ্জ শাসক দলের

তৃণমূলের লাভপুর বিধানসভার প্রার্থী অভিজিৎ সিংহ বলেন, "মানুষ পছন্দ করে না বিজেপিকে । তাই মানুষ জবাব দিয়েছে ।" এদিকে, বিজেপিকে প্রার্থীকে জুতো-ঝাঁটা দেখানোয় উত্তেজনার সৃষ্টি হয় । পরে দলের নেতারাই পরিস্থিতি সামাল দেন ।

Last Updated : Apr 8, 2021, 4:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.