বোলপুর, 22 এপ্রিল : যত দিন যাচ্ছে দেশজুড়ে তত বাড়ছে মারন ভাইরাসের দাপট ৷ তার মধ্যে বঙ্গে চলছে গণতন্ত্রের উৎসব ৷ মিছিল, রোড শো ,সভা প্রভৃতির মাঝে ক্রমেই বেড়ে চলেছে ভাইরাসের প্রকোপ ৷ এবার এগুলিতে রাশ টানল কমিশন ৷ কমিশনের ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই সরাসরি সভা নয় বরং ভার্চুয়াল সভা করার কথা ঘোষণা করেছেন মোদি ও মমতা উভয়েই ৷ সেই নিরিখে সাংবাদিক বৈঠক করে, বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বাতিলের কথা ঘোষণা করলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ তবে 500-600 লোক নিয়ে ছোটো ছোটো মিটিং চলবে বলে জানিয়েছেন তিনি ৷
তৃণমূল নেত্রীর চারটি ও অভিষেকের তিনটি ৷ মোট সাতটি সভা হওয়ার কথা ছিল অনুব্রত গড়ে ৷ তার মধ্যে 23 এপ্রিল বোলপুর ডাকবাংলা মাঠে জনসভা করার কথা ছিল তৃণমূল সুপ্রিমোর ৷ কিন্তু করোনার বাড়বাড়ন্ত পরিস্থিতিতে বীরভূমের পাশাপাশি মালদা ও মুর্শিদাবাদেও সভা বাতিলের কথা বললেন অনুব্রত ৷
মমতাকে বাংলার মেয়ে বলে সম্বোধন করে বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার মেয়ে তা এর থেকেই প্রমাণিত হয় ৷ উনি যদি বোলপুরে সভা করতেন কম করে তিন লাখ লোকের জমায়েত হত ৷ তাতে করোনা বাড়ত ৷ তাই উনি মানুষের কথা ভেবে সভা বাতিলের সিদ্ধান্ত নেন ৷ "
আরও পড়ুন :করোনা নিয়ে আজ দিনভর দফায় দফায় বৈঠক মোদির
যদিও এই পরিস্থিতিতে বাংলায় চলছে বিজেপির ম্যারাথন সভা ৷ এই প্রসঙ্গে বলেন "যারা দিল্লি থেকে আসছে তারা বাংলাকে ভালোবাসে না ৷ বাংলার মানুষকে তারা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ৷ " সভা বাতিলের ফলে নির্বাচনে কিছু প্রভাব পড়বে ? তাঁর সরাসরি জবাব , "না , কোনও প্রভাব পড়বে না ৷ বরং বাংলার মানুষ নেত্রীকে আশীর্বাদ করবেন ৷ " কমিশনকে 'অন্ধ ধৃতরাষ্ট্র ' বলে তাঁর মন্তব্য," মোদি যা বলবেন , কমিশন তাই করবে ৷ এই বিষয়ে আমার আর কিছু বলার নেই ৷"