ETV Bharat / state

এবার কেষ্টকে নজরবন্দি করলে কোর্টে যেতে বলেছি : মমতা - Birbhum

এদিন বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে ভার্চুয়াল সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, সাংসদ শতাব্দী রায়-সহ 11 টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা ।

এবার কেষ্টকে নজরবন্দি করলে কোর্টে যেতে বলেছি : মমতা
এবার কেষ্টকে নজরবন্দি করলে কোর্টে যেতে বলেছি : মমতা
author img

By

Published : Apr 24, 2021, 4:14 PM IST

বোলপুর, 24 এপ্রিল : "এবার কেষ্টকে নজরবন্দি করলে কোর্টে যেতে বলেছি ৷" বোলপুরের ভার্চুয়াল সভা থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি আরও বলেন, "নজরবন্দি করা ক্রাইম ।"

এদিন বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে ভার্চুয়াল সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, সাংসদ শতাব্দী রায়-সহ 11 টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা ।

এদিন সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত, 2016 বিধানসভার নির্বাচন ও 2019 লোকসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করেছিল নির্বাচন কমিশন । এমনকি, তাঁর ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল । সেই প্রসঙ্গত এদিন মুখ্যমন্ত্রী বলেন, "কেষ্টর উপর ওদের খুব রাগ । প্রতিবার কেষ্টকে নজরবন্দি করে রাখে । কেন এটা করবে ? নজরবন্দি করা ক্রাইম ।" এরপরেই তৃণমূল নেত্রী বলেন, "এবার কেষ্টকে যদি নজরবন্দি করে, আমি কেষ্টকে বলে দিয়েছি কোর্টে চলে যাবি ।"

আরও পড়ুন : করোনা নিয়ে সচেতনতায় পাহাড়ে পোস্টার বিমলপন্থী মোর্চার

উল্লেখ্য, ইতিমধ্যেই নির্বাচন কমিশনে বিজেপির তরফে একাধিক অভিযোগ করা হয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে । কমিশন অনুব্রতকে দু’বার শোকজও করেছে । অষ্টম দফায় বীরভূমে নির্বাচনের আগে ফের অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করতে পারে কমিশন বলে আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

বোলপুর, 24 এপ্রিল : "এবার কেষ্টকে নজরবন্দি করলে কোর্টে যেতে বলেছি ৷" বোলপুরের ভার্চুয়াল সভা থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি আরও বলেন, "নজরবন্দি করা ক্রাইম ।"

এদিন বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে ভার্চুয়াল সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, সাংসদ শতাব্দী রায়-সহ 11 টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা ।

এদিন সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত, 2016 বিধানসভার নির্বাচন ও 2019 লোকসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করেছিল নির্বাচন কমিশন । এমনকি, তাঁর ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল । সেই প্রসঙ্গত এদিন মুখ্যমন্ত্রী বলেন, "কেষ্টর উপর ওদের খুব রাগ । প্রতিবার কেষ্টকে নজরবন্দি করে রাখে । কেন এটা করবে ? নজরবন্দি করা ক্রাইম ।" এরপরেই তৃণমূল নেত্রী বলেন, "এবার কেষ্টকে যদি নজরবন্দি করে, আমি কেষ্টকে বলে দিয়েছি কোর্টে চলে যাবি ।"

আরও পড়ুন : করোনা নিয়ে সচেতনতায় পাহাড়ে পোস্টার বিমলপন্থী মোর্চার

উল্লেখ্য, ইতিমধ্যেই নির্বাচন কমিশনে বিজেপির তরফে একাধিক অভিযোগ করা হয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে । কমিশন অনুব্রতকে দু’বার শোকজও করেছে । অষ্টম দফায় বীরভূমে নির্বাচনের আগে ফের অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করতে পারে কমিশন বলে আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.