ETV Bharat / state

ভোটের আগেই নানুরে বোমাবাজি, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ - নানুরে বোমাবাজি

ভোট শুরুর আগেই উত্তপ্ত নানুর । বেলুটি গ্রামে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ । চলে বোমাবাজিও । অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।

ভোটের আগেই নানুরে বোমাবাজি
ভোটের আগেই নানুরে বোমাবাজি, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ
author img

By

Published : Apr 29, 2021, 8:27 AM IST

Updated : Apr 29, 2021, 11:27 AM IST

নানুর, 29 এপ্রিল: ভোটের আগেই উত্তপ্ত নানুর । নানুর বিধানসভার বেলুটি গ্রামে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল । চলল বোমাবাজিও । অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ।

শেষ দফায় ভোট রয়েছে বীরভূমের 11টি আসনে । তার আগেই তীব্র উত্তেজনা ছড়াল নানুরে । বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । ভোটের ঠিক আগেই চলে বোমাবাবাজি ।

ভোটের আগেই নানুরে বোমাবাজি

আরও পড়ুন কোভিড বিধি মেনে ভোটদানের আবেদন মোদির, বাংলায় টুইট অমিতের

বিজেপির এজেন্টকে বুথে না-যেতে দেওয়ারও অভিযোগ উঠেছে । ঘটনায় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে অভিযোগ । আতঙ্কে সকাল থেকে ভোটাররা লাইন দিতে যেতে পারছেন না । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে নানুর ।

নানুর, 29 এপ্রিল: ভোটের আগেই উত্তপ্ত নানুর । নানুর বিধানসভার বেলুটি গ্রামে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল । চলল বোমাবাজিও । অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ।

শেষ দফায় ভোট রয়েছে বীরভূমের 11টি আসনে । তার আগেই তীব্র উত্তেজনা ছড়াল নানুরে । বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । ভোটের ঠিক আগেই চলে বোমাবাবাজি ।

ভোটের আগেই নানুরে বোমাবাজি

আরও পড়ুন কোভিড বিধি মেনে ভোটদানের আবেদন মোদির, বাংলায় টুইট অমিতের

বিজেপির এজেন্টকে বুথে না-যেতে দেওয়ারও অভিযোগ উঠেছে । ঘটনায় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে অভিযোগ । আতঙ্কে সকাল থেকে ভোটাররা লাইন দিতে যেতে পারছেন না । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে নানুর ।

Last Updated : Apr 29, 2021, 11:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.