বোলপুর, 18 এপ্রিল: নানুরের প্রায় 270টি রাজনৈতিক সন্ত্রাসে গ্রামছাড়া পরিবারকে ঘরে ফেরানোর উদ্যোগ নিল বিজেপি । গ্রামছাড়া এই পরিবারগুলির তালিকা তৈরি করা হয়েছে ৷ নির্বাচনের আগে প্রশাসনের মদতে তাদের ঘরে ফেরানো হবে বলে জানান বিজেপি নেতারা ৷ রবিবার গ্রামছাড়া পরিবারের সদস্যদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি সামাদ শেখ ৷ তিনি বলেন, "তৃণমূলের নেতাদের অত্যাচারে গ্রামছাড়া বহু মানুষ ৷ আমরা এসপি, ডিএমকে জানাচ্ছি তাঁদের ভোটের আগে ঘরে ফেরানোর জন্য । না ফেরালে আমরা ধর্নায় বসব ।"
2009-10 সাল ও তার পরবর্তীকালে রাজনৈতিক সংঘর্ষ, হানাহানি, বোমাবাজিতে ঘরছাড়া বহু পরিবার । নানুরের পাপুড়ি, সাওতা, চারকলগ্রাম, দাতিনা, চণ্ডীপুর, বেলুটির মতো গ্রামগুলি থেকে ঘরছাড়া একাধিক পরিবার । তাঁদের মধ্যে বেশিরভাগই সিপিএমের কর্মী-সমর্থক ছিলেন । ঘরছাড়া এই পরিবারগুলি বোলপুরের বিভিন্ন জায়গায় এতকাল কোনও রকমে বসবাস করছিলেন । বিধানসভা নির্বাচনের আগে তাঁদের ঘরে ফেরানোর উদ্যোগ নিল বিজেপি । এদিন ওই পরিবারের সদস্যদের নিয়ে একটি সাংবাদিক বৈঠক করে বিজেপির সংখ্যালঘু মোর্চা ৷ তাঁরা জানান, এই ঘরছাড়ারা অধিকাংশই সংখ্যালঘু । বিজেপির তরফে প্রায় ২৭০টি ঘরছাড়া পরিবারের তালিকা ইতিমধ্যে তৈরি করা হয়েছে । প্রশাসনের সহযোগিতা তাদের ঘরে ফেরানোর প্রস্তুতি নিচ্ছে বিজেপি ।