বোলপুর, 6 এপ্রিল : 144 ধারা অমান্য় করে কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দিলেন বিজেপির প্রার্থীরা ৷ ঘটনাটি বোলপুরে ৷ তৃণমূলের মনোনয়ন জমার দিনেও একই চিত্র দেখা যায় ৷ যা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে ৷
আজ বোলপুর, লাভপুর ও নানুর কেন্দ্রের বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দেন ৷ বোলপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন অনির্বাণ গঙ্গোপাধ্য়ায়, নানুরের প্রার্থী তারকেশ্বর সাহা ও লাভপুরের প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল। আজ সকলেই তাঁরা মনোনয়ন জমা দেন ৷ কিন্তু মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে ৷
আরও পড়ুন -গোঘাটে ধাক্কাধাক্কিতে পড়ে মৃত্যু তৃণমূল নেতার, বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ
বোলপুর ডাকবাংলা মাঠ থেকে মিছিল করে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে যান। সর্বক্ষণের জন্য মহকুমা শাসকের দপ্তরের চতুর্দিক 100 মিটার পর্যন্ত 144 ধারা জারি থাকে। মনোনয়ন চলাকালীন 200 মিটার পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছিল। সেই মতো মহকুমা শাসকের দপ্তর থেকে 100 ও 200 মিটার দূরত্বে দুটি পুলিশ ব্যারিকেড করা হয়েছিল। দেখা গেল বিজেপি কর্মী-সমর্থকরা স্লোগান দিতে দিতে পুলিশের ব্যারিকেড সরিয়ে 144 ধারা ভঙ্গ করে মহকুমা শাসকের দপ্তরে সামনে চলে আসেন। যা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে।
প্রসঙ্গত, গতকাল একইভাবে তৃণমূল নেতাকর্মীরা 144 ধারা ভঙ্গ করে মনোনয়নপত্র জমা দেন।