ETV Bharat / state

দিনভর ঘরবন্দি থেকে সন্ধ্যায় অনুব্রত বললেন, ফাইন খেলা হল

এদিন অষ্টম দফায় বীরভূমের সবক’টি আসনে ভোট ছিল । ভোটের আগেই অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করা হয় নির্বাচন কমিশনের তরফে ৷ তার পরও এতটুকু বিচলিত না হয়ে দিনভর স্বমেজাজেই রইলেন কেষ্ট মণ্ডল ৷

দিনভর ঘরবন্দি থেকে সন্ধ্যায় অনুব্রত বললেন, ফাইন খেলা হল
দিনভর ঘরবন্দি থেকে সন্ধ্যায় অনুব্রত বললেন, ফাইন খেলা হল
author img

By

Published : Apr 29, 2021, 9:48 PM IST

Updated : Apr 29, 2021, 10:43 PM IST

বীরভূম, 29 এপ্রিল : তিনি অনুব্রত মণ্ডল ৷ বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ৷ লালমাটির জেলায় তাঁর এতটাই দাপট যে তাঁর নামের পাশে দোর্দণ্ডপ্রতাপ বিশেষণটিও ফিকে হয়ে যায় ৷ স্বাভাবিক ভাবেই তাই ভোটের দিন তাঁর কী ভূমিকা হয়, সেদিকেই নজর থাকে সকলের ৷ যেমন রইল আজ, বৃহস্পতিবার ৷

এদিন অষ্টম দফায় বীরভূমের সবক’টি আসনে ভোট ছিল । ভোটের আগেই অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করা হয় নির্বাচন কমিশনের তরফে ৷ তার পরও এতটুকু বিচলিত না হয়ে দিনভর স্বমেজাজেই রইলেন কেষ্ট মণ্ডল ৷ আর দিন শেষে চওড়া হাসি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, "ফাইন খেলা হল, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এমনিই ফরওয়ার্ডে রাখেননি ৷"

তবে সারাদিনে তাঁকে একবার দেখা গিয়েছিল এদিন ৷ যখন তিনি মেয়েকে নিয়ে ভোট দিতে গেলেন ৷ তার পর চলে আসেন বোলপুরে দলীয় কার্যালয়ে ৷ তার পর সেখানই দ্বাররুদ্ধ করে বসে রইলেন ৷

দিনভর ঘরবন্দি থেকে সন্ধ্যায় অনুব্রত বললেন, ফাইন খেলা হল
দিনভর ঘরবন্দি থাকার পর সন্ধ্যায় হাসিমুখে অনুব্রত

কিন্তু তাঁকে ঘিরে আগ্রহের এতটুকু ঘাটতি ছিল না কারও মধ্যে ৷ সকাল থেকে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে ভিড় দেখা গেল সাংবাদিকদের । বাড়ির বাইরে দেখা যায় নির্বাচন কমিশনের ম্যাজিস্ট্রেট ও কেন্দ্রীয় বাহিনীর 8 জওয়ানকে । ঠিক দুপুর 12 টায় তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য বোলপুর মহকুমা হাসপাতাল থেকে এক চিকিৎসক ও এক স্বাস্থ্যকর্মী আসেন । নজরবন্দি থাকাকালীন নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের তরফে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ।

জানা গিয়েছে, সকালে ঘুম থেকে উঠে নিত্যদিনের মতো ব্যায়াম করেন অনুব্রত মণ্ডল । পরে স্নান করে পুজো দেন । সাড়ে 12 টা নাগাদ তিনি মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে বাড়ি থেকে বের হন । নিরাপত্তারক্ষীর বাইকে চেপে বাড়ির পিছনের ভোট গ্রহণ কেন্দ্রে যান অনুব্রত । তাঁকে নজরে রাখতে পিছনে ছিলেন কমিশনের নিযুক্ত ম্যাজিস্ট্রেট ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ।

বীরভূমের ভোটের শেষে আত্মবিশ্বাসী অনুব্রত মণ্ডল

বোলপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের ভোটার তিনি৷ মেয়েকে সঙ্গে নিয়ে গিয়ে ভোট দেন । ভোট কক্ষ থেকে সাংবাদিকদের দিকে ভোট দেওয়ার পর ভিকট্রি সাইন দেখান বাবা ও মেয়ে । পরে ফের নিরাপত্তারক্ষী বাইকে করে বাড়িতে যান অনুব্রত । মেয়েকে রেখে তৃণমূলের দলীয় কার্যালয়ে আসেন তিনি । তবে সকাল থেকে সাংবাদিকদের কিছু বলতে চাননি তিনি ।

অন্যান্য বছর দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলকে ঘিরে বসে থাকতেন সাংবাদিকরা । কিন্তু, এবার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল । রুদ্ধদ্বার ভোট পরিচালনা করেন তিনি । জানা গিয়েছে, দলীয় কার্যালয়ে বসেই দলীয় প্রার্থী, নেতাদের কাছ থেকে ফোন করে ভোট কেমন চলছে খোঁজ নেন তিনি ।

দিনের শেষে সন্ধ্যা সাড়ে 6 টায় সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল । চওড়া হাসি দেখা গেল তাঁর মুখে । তিনি বলেন, "ফাইন খেলা হল, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এমনিই ফরওয়ার্ডে রাখেননি ৷" সঙ্গে যোগ করেন, "আমি এসপিকে বলেছিলাম বীরভূমে কোনও ঝামেলা হবে না৷ হয়নি ।’’

আরও পড়ুন : বিজেপি বাংলায় সরকার গড়ছে, 2 তারিখ সংখ্যাটা বলে দেব : দিলীপ ঘোষ

একই সঙ্গে বিজেপি ও নির্বাচন কমিশনকে কটাক্ষ করতে ছাড়েননি ৷ তিনি বলেন, "বিজেপি ও অন্ধ ধৃতরাষ্ট্র (নির্বাচন কমিশন) একই ।’’ এর পরই তাঁর মন্তব্য, "ফাইন খেলা হল । খেলব বলেছিলাম, খেললাম । ভালো টিমের সঙ্গে খেললাম । বিজেপি টিম আর অন্ধ ধৃতরাষ্ট্র টিম (নির্বাচন কমিশন) । বিজেপি আর ধৃতরাষ্ট্র এক সঙ্গে ছিল । খেলা দেখিয়ে দিলাম ।"

বীরভূম, 29 এপ্রিল : তিনি অনুব্রত মণ্ডল ৷ বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ৷ লালমাটির জেলায় তাঁর এতটাই দাপট যে তাঁর নামের পাশে দোর্দণ্ডপ্রতাপ বিশেষণটিও ফিকে হয়ে যায় ৷ স্বাভাবিক ভাবেই তাই ভোটের দিন তাঁর কী ভূমিকা হয়, সেদিকেই নজর থাকে সকলের ৷ যেমন রইল আজ, বৃহস্পতিবার ৷

এদিন অষ্টম দফায় বীরভূমের সবক’টি আসনে ভোট ছিল । ভোটের আগেই অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করা হয় নির্বাচন কমিশনের তরফে ৷ তার পরও এতটুকু বিচলিত না হয়ে দিনভর স্বমেজাজেই রইলেন কেষ্ট মণ্ডল ৷ আর দিন শেষে চওড়া হাসি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, "ফাইন খেলা হল, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এমনিই ফরওয়ার্ডে রাখেননি ৷"

তবে সারাদিনে তাঁকে একবার দেখা গিয়েছিল এদিন ৷ যখন তিনি মেয়েকে নিয়ে ভোট দিতে গেলেন ৷ তার পর চলে আসেন বোলপুরে দলীয় কার্যালয়ে ৷ তার পর সেখানই দ্বাররুদ্ধ করে বসে রইলেন ৷

দিনভর ঘরবন্দি থেকে সন্ধ্যায় অনুব্রত বললেন, ফাইন খেলা হল
দিনভর ঘরবন্দি থাকার পর সন্ধ্যায় হাসিমুখে অনুব্রত

কিন্তু তাঁকে ঘিরে আগ্রহের এতটুকু ঘাটতি ছিল না কারও মধ্যে ৷ সকাল থেকে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে ভিড় দেখা গেল সাংবাদিকদের । বাড়ির বাইরে দেখা যায় নির্বাচন কমিশনের ম্যাজিস্ট্রেট ও কেন্দ্রীয় বাহিনীর 8 জওয়ানকে । ঠিক দুপুর 12 টায় তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য বোলপুর মহকুমা হাসপাতাল থেকে এক চিকিৎসক ও এক স্বাস্থ্যকর্মী আসেন । নজরবন্দি থাকাকালীন নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের তরফে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ।

জানা গিয়েছে, সকালে ঘুম থেকে উঠে নিত্যদিনের মতো ব্যায়াম করেন অনুব্রত মণ্ডল । পরে স্নান করে পুজো দেন । সাড়ে 12 টা নাগাদ তিনি মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে বাড়ি থেকে বের হন । নিরাপত্তারক্ষীর বাইকে চেপে বাড়ির পিছনের ভোট গ্রহণ কেন্দ্রে যান অনুব্রত । তাঁকে নজরে রাখতে পিছনে ছিলেন কমিশনের নিযুক্ত ম্যাজিস্ট্রেট ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ।

বীরভূমের ভোটের শেষে আত্মবিশ্বাসী অনুব্রত মণ্ডল

বোলপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের ভোটার তিনি৷ মেয়েকে সঙ্গে নিয়ে গিয়ে ভোট দেন । ভোট কক্ষ থেকে সাংবাদিকদের দিকে ভোট দেওয়ার পর ভিকট্রি সাইন দেখান বাবা ও মেয়ে । পরে ফের নিরাপত্তারক্ষী বাইকে করে বাড়িতে যান অনুব্রত । মেয়েকে রেখে তৃণমূলের দলীয় কার্যালয়ে আসেন তিনি । তবে সকাল থেকে সাংবাদিকদের কিছু বলতে চাননি তিনি ।

অন্যান্য বছর দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলকে ঘিরে বসে থাকতেন সাংবাদিকরা । কিন্তু, এবার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল । রুদ্ধদ্বার ভোট পরিচালনা করেন তিনি । জানা গিয়েছে, দলীয় কার্যালয়ে বসেই দলীয় প্রার্থী, নেতাদের কাছ থেকে ফোন করে ভোট কেমন চলছে খোঁজ নেন তিনি ।

দিনের শেষে সন্ধ্যা সাড়ে 6 টায় সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল । চওড়া হাসি দেখা গেল তাঁর মুখে । তিনি বলেন, "ফাইন খেলা হল, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এমনিই ফরওয়ার্ডে রাখেননি ৷" সঙ্গে যোগ করেন, "আমি এসপিকে বলেছিলাম বীরভূমে কোনও ঝামেলা হবে না৷ হয়নি ।’’

আরও পড়ুন : বিজেপি বাংলায় সরকার গড়ছে, 2 তারিখ সংখ্যাটা বলে দেব : দিলীপ ঘোষ

একই সঙ্গে বিজেপি ও নির্বাচন কমিশনকে কটাক্ষ করতে ছাড়েননি ৷ তিনি বলেন, "বিজেপি ও অন্ধ ধৃতরাষ্ট্র (নির্বাচন কমিশন) একই ।’’ এর পরই তাঁর মন্তব্য, "ফাইন খেলা হল । খেলব বলেছিলাম, খেললাম । ভালো টিমের সঙ্গে খেললাম । বিজেপি টিম আর অন্ধ ধৃতরাষ্ট্র টিম (নির্বাচন কমিশন) । বিজেপি আর ধৃতরাষ্ট্র এক সঙ্গে ছিল । খেলা দেখিয়ে দিলাম ।"

Last Updated : Apr 29, 2021, 10:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.