সিউড়ি, 29 মার্চ : বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠল বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের জানুরি গ্রামে । রবিবার রাতে তৃণমূল কর্মী সমর্থকদের বাড়ির সামনে 10 থেকে 12 টি বোমাবাজি করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা । এমনই অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের ।
এই ঘটনার পর উত্তেজনা ছড়ানোয় সোমবার সকাল থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।
আরও পড়ুন : মদন মিত্রের সঙ্গে দোল খেলায় কর্মীদের অসন্তোষ, ক্ষমা চাইলেন পায়েল
স্থানীয় তৃণমূল নেতা বলরাম বাগদি বলেন, "জনসংযোগ বাড়ানোর জন্য আমাদের তৃণমূল কর্মীরা যখন বাড়ি গিয়ে ভোট প্রচার করতে শুরু করেন সেই সময় বিজেপি কর্মীরা আমাদের উপর চড়াও হয় এবং বোমাবাজি করে । শান্তিপূর্ণ এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকরা । "
যদিও এই ঘটনাকে অস্বীকার করে স্থানীয় বিজেপি নেতা বৃন্দাবন ডোমের অভিযোগ, বিজেপির তরফ থেকে এমনটা করা হয়নি । বরং তৃণমূল নেতারাই এলাকায় এসে বাড়ি গিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছেন । ওরা হারছে এটা বুঝতে পেরেই এমন অভিযোগ তুলছে বিজেপির দিকে ।