ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : বিজেপিকে সাজিয়ে গুছিয়ে মারতে হবে, মন্ত্রীর মন্তব্যে বিতর্ক - Bengal civic polls 2022

বোলপুর পৌরসভার 7নং ওয়ার্ডে তৃণমূলের প্রচারে বিতর্কিত মন্তব্য ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Controversial Statement by Minister Chandranath Sinha in Birbhum) ৷ বিজেপিকে মারার আগে সাজিয়ে গুছিয়ে নেওয়ার কথা বলেছেন তিনি ৷ যা পৌরসভা ভোটে (Bengal civic polls 2022) অশান্তিতে ইন্ধন জোগাবে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের ৷

Bengal civic polls 2022 Controversial Statement by Minister Chandranath Sinha in Birbhum
Bengal civic polls 2022 Controversial Statement by Minister Chandranath Sinha in Birbhum
author img

By

Published : Feb 22, 2022, 5:27 PM IST

বোলপুর, 22 ফেব্রুয়ারি : বিজেপিকে সাজিয়ে গুছিয়ে মারার নিদান মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ! বোলপুর পৌরসভার 7নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রীর এই নিদানকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক (Controversial Statement by Minister Chandranath Sinha in Birbhum) ৷ পৌরসভা ভোটে অশান্তির আবহ তৈরি করতে তিনি উস্কানিমূলক মন্তব্য করছেন বলে অভিযোগ করেছে জেলা বিজেপি নেতৃত্ব ৷

বোলপুর পৌরসভার 7নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুকান্ত হাজরা ৷ সোমবার সন্ধ্যায় তাঁর হয়ে প্রচার করেন বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা ৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘দিল্লিতে যে সরকার আছে তারা তো দশ মাসে মুছে গেল বাংলা থেকে ৷ একটা টিকিট দিতে পারল না ৷ তাই আমরাই বললাম দে একটা টিকিট ৷ তাঁদের এমনই দুর্দশা যে সিম্বলটাই আমাদের হাতে দিয়ে দিল ৷ বলছে তোমরা একটা দাঁড় করিয়ে দাও ৷ তাই একটা ছেলেকে দাঁড় করিয়ে দিলাম ৷ সর্বভারতীয় দল একটা সম্মান থাকুক ৷’’

এর পরেই আসে তাঁর সেই বিতর্কিত মন্তব্য ৷ তিনি বলেন, ‘‘এই দলটাকে মারতে হবে তো ৷ তাই মারার আগে একটি সাজিয়ে গুছিয়ে নিতে হবে ৷ যেমনটা করতে হয় ৷’’ বোলপুরের বিধায়কের এই মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ৷ নির্বাচনী প্রচারে প্রকাশ্যে এমন হুমকি দিয়ে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ তবে, এই বোলপুর পৌরসভায় (Bengal civic polls 2022) বিজেপির তরফে কোনও প্রার্থী নেই ৷

বিজেপিকে সাজিয়ে গুছিয়ে মারতে হবে, মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

আরও পড়ুন : Bengal civic polls 2022: অনুব্রতর গড়ে বিজেপিকে মনোনয়ন পেশে বাধা-মারধর ! আটকে রাখা হল প্রার্থীকে

বোলপুরের 22টি ওয়ার্ডের মধ্যে 10টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল ইতিমধ্যে জয়ী ৷ বাকি 12টি ওয়ার্ডে নির্বাচন হবে ৷ সেখানে 3টি ওয়ার্ডে বিজেপির প্রার্থীরা মনোনয়ন পেশ করলেও, পরে তাঁরাও মনোনয়ন প্রত্যাহার করে নেয় ৷ ফলে বোলপুর পৌরসভা পুরোপুরি বিজেপি শূন্য ৷

বোলপুর, 22 ফেব্রুয়ারি : বিজেপিকে সাজিয়ে গুছিয়ে মারার নিদান মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ! বোলপুর পৌরসভার 7নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রীর এই নিদানকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক (Controversial Statement by Minister Chandranath Sinha in Birbhum) ৷ পৌরসভা ভোটে অশান্তির আবহ তৈরি করতে তিনি উস্কানিমূলক মন্তব্য করছেন বলে অভিযোগ করেছে জেলা বিজেপি নেতৃত্ব ৷

বোলপুর পৌরসভার 7নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুকান্ত হাজরা ৷ সোমবার সন্ধ্যায় তাঁর হয়ে প্রচার করেন বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা ৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘দিল্লিতে যে সরকার আছে তারা তো দশ মাসে মুছে গেল বাংলা থেকে ৷ একটা টিকিট দিতে পারল না ৷ তাই আমরাই বললাম দে একটা টিকিট ৷ তাঁদের এমনই দুর্দশা যে সিম্বলটাই আমাদের হাতে দিয়ে দিল ৷ বলছে তোমরা একটা দাঁড় করিয়ে দাও ৷ তাই একটা ছেলেকে দাঁড় করিয়ে দিলাম ৷ সর্বভারতীয় দল একটা সম্মান থাকুক ৷’’

এর পরেই আসে তাঁর সেই বিতর্কিত মন্তব্য ৷ তিনি বলেন, ‘‘এই দলটাকে মারতে হবে তো ৷ তাই মারার আগে একটি সাজিয়ে গুছিয়ে নিতে হবে ৷ যেমনটা করতে হয় ৷’’ বোলপুরের বিধায়কের এই মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ৷ নির্বাচনী প্রচারে প্রকাশ্যে এমন হুমকি দিয়ে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ তবে, এই বোলপুর পৌরসভায় (Bengal civic polls 2022) বিজেপির তরফে কোনও প্রার্থী নেই ৷

বিজেপিকে সাজিয়ে গুছিয়ে মারতে হবে, মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

আরও পড়ুন : Bengal civic polls 2022: অনুব্রতর গড়ে বিজেপিকে মনোনয়ন পেশে বাধা-মারধর ! আটকে রাখা হল প্রার্থীকে

বোলপুরের 22টি ওয়ার্ডের মধ্যে 10টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল ইতিমধ্যে জয়ী ৷ বাকি 12টি ওয়ার্ডে নির্বাচন হবে ৷ সেখানে 3টি ওয়ার্ডে বিজেপির প্রার্থীরা মনোনয়ন পেশ করলেও, পরে তাঁরাও মনোনয়ন প্রত্যাহার করে নেয় ৷ ফলে বোলপুর পৌরসভা পুরোপুরি বিজেপি শূন্য ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.