ETV Bharat / state

Dilip Ghosh : আগে পৌরসভা ভোট চেয়েছিলাম, তবে উপনির্বাচন চাইনি এটা নয় : দিলীপ - দিলীপ ঘোষ

এই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ আজ সিউড়িতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে তিনি বলেন, "শান্তিপূর্ণভাবে হোক উপনির্বাচন ৷"

dilip ghosh
dilip ghosh
author img

By

Published : Sep 4, 2021, 4:09 PM IST

সিউড়ি, 4 সেপ্টেম্বর : 30 সেপ্টেম্বর উপনির্বাচনের দিন নির্ধারিত করা হয়েছে ৷ তবে, শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রেই উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ ওইদিনই নির্বাচন হবে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ৷ ভোটগ্রহণের আগেই ওই দুই কেন্দ্রের প্রার্থী মারা যান ৷ এই তিন কেন্দ্রেরই ফল ঘোষণা হবে 3 অক্টোবর ৷ এই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ আজ সিউড়িতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে তিনি বলেন, "শান্তিপূর্ণভাবে হোক উপনির্বাচন ৷"

তিনি আরও বলেন, "উপনির্বাচন আমরা চাইনি এটা নয় । আমরা শুধু বলেছিলাম পরিস্থিতি অনুকূল নয় । আমরা চেয়েছিলাম আগে হোক পৌরসভা ভোট, তারপর বিধানসভা উপনির্বাচন ৷ সেটা হয়নি ৷ তবে যেটার ঘোষণা হয়েছে তা যথসময়েই হোক এটাই চাইব ৷" কেমন হতে পারে উপনির্বাচন ? দিলীপ ঘোষ বললেন, আশা করব শান্তিপূর্ণ ভোট হবে ৷ মানুষ নিজের ইচ্ছে অনুযায়ী যেন ভোট দিতে পারে ৷

উপনির্বাচন নিয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া

আরও পড়ুন : By-Election : উপনির্বাচনকে স্বাগত তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের, সতর্ক প্রতিক্রিয়া বিজেপির

অন্যদিকে রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন, "এই সিদ্ধান্ত নিশ্চয় ভাবনা চিন্তা করেই নির্বাচন কমিশন নিয়েছে । তাই আমরা এই সিদ্ধান্তকে শিরোধার্য করছি এবং সম্মানের সঙ্গে গ্রহণ করছি । আমাদের দল সম্পূর্ণভাবে প্রস্তুত আছে । আশা করব করোনাবিধি মেনে যেন হিংসাবিহীন একটা নির্বাচন হয় ।"

সিউড়ি, 4 সেপ্টেম্বর : 30 সেপ্টেম্বর উপনির্বাচনের দিন নির্ধারিত করা হয়েছে ৷ তবে, শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রেই উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ ওইদিনই নির্বাচন হবে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ৷ ভোটগ্রহণের আগেই ওই দুই কেন্দ্রের প্রার্থী মারা যান ৷ এই তিন কেন্দ্রেরই ফল ঘোষণা হবে 3 অক্টোবর ৷ এই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ আজ সিউড়িতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে তিনি বলেন, "শান্তিপূর্ণভাবে হোক উপনির্বাচন ৷"

তিনি আরও বলেন, "উপনির্বাচন আমরা চাইনি এটা নয় । আমরা শুধু বলেছিলাম পরিস্থিতি অনুকূল নয় । আমরা চেয়েছিলাম আগে হোক পৌরসভা ভোট, তারপর বিধানসভা উপনির্বাচন ৷ সেটা হয়নি ৷ তবে যেটার ঘোষণা হয়েছে তা যথসময়েই হোক এটাই চাইব ৷" কেমন হতে পারে উপনির্বাচন ? দিলীপ ঘোষ বললেন, আশা করব শান্তিপূর্ণ ভোট হবে ৷ মানুষ নিজের ইচ্ছে অনুযায়ী যেন ভোট দিতে পারে ৷

উপনির্বাচন নিয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া

আরও পড়ুন : By-Election : উপনির্বাচনকে স্বাগত তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের, সতর্ক প্রতিক্রিয়া বিজেপির

অন্যদিকে রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন, "এই সিদ্ধান্ত নিশ্চয় ভাবনা চিন্তা করেই নির্বাচন কমিশন নিয়েছে । তাই আমরা এই সিদ্ধান্তকে শিরোধার্য করছি এবং সম্মানের সঙ্গে গ্রহণ করছি । আমাদের দল সম্পূর্ণভাবে প্রস্তুত আছে । আশা করব করোনাবিধি মেনে যেন হিংসাবিহীন একটা নির্বাচন হয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.