ETV Bharat / state

শান্তিনিকেতনে বাংলাদেশের শিল্পী-সাংবাদিককে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে - শান্তিনিকেতনে বাংলাদেশের শিল্পী-সাংবাদিককে হেনস্থার অভিযোগ

শান্তিনিকেতনে বাংলাদেশের শিল্পী-সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷

বাংলাদেশ
author img

By

Published : Oct 17, 2019, 1:40 PM IST

বোলপুর, 17 অক্টোবর : বাংলাদেশের এক শিল্পী ও সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ তাঁদের হুমকি দেওয়া বলে অভিযোগ ৷ বিষয়টি নিয়ে পুলিশ সুপার শ্যাম সিংয়ের সঙ্গে যোগাযোগ করে তিনি বলেন, "আমরা বিষয়টা দেখছি ।"

মঙ্গলবার শান্তিনিকেতনের প্রাচী প্রতীচী আর্ট গ্যালারিতে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের শিল্পকলা অ্যাকাডেমির পরিচালক আশাফুল আলম পাপলু ও সাংবাদিক ইমদাদুল হক সোফি । গ্যালারির মালিক তাপস মল্লিক জানান, রাত 11টার সময় গ্যালারির নিচের তলা থেকে চিৎকার-চেঁচামেচি শুনে সেখানে যান তাঁরা ৷ সেই সময় পুলিশ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ । তাপস বলেন, "আমরা প্রথমে ভেবেছিলাম, মদ খেয়ে কেউ এরকম করছে ৷ আমরা পুলিশে জানানোর হুঁশিয়ারি দিই ৷ তখন ওরা বলে, আমরাই পুলিশ ৷ ডিউটি অফিসারের খোঁজ করি ৷ প্রত্যেকেই সাদা পোশাকে ছিলেন ৷ " পরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর হুঁশিয়ারি দিলে তাপসকে পুলিশের গাড়িতে তোলা হয় ৷ পরে অবশ্য সেখানেই ছেড়ে দেওয়া হয় ৷

গতকাল গ্যারারিতে একটি সাংবাদিক বৈঠক করেন দুই বাংলাদেশি নাগরিক ৷ আশাফুল বলেন, "আমাদের সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত অবাঞ্চনীয় ৷ ভারতকে আমরা শিল্প-সংস্কৃতির দেশ বলে জানি । ভারতকে সবসময়ে অন্য চোখে দেখি ৷ আর ভারতের শিল্প-সংস্কৃতির পীঠস্থানে এরকম ঘটনায় আশাহত, মর্মাহত ও হতবাক ৷ আমাদের পরিচয়টুকুও শুনতে চায়নি ওরা ৷" একই বক্তব্য ইমদাদুলের ৷ তাঁর কথায়, "শান্তিনিকেতন আমাদের কাছে তীর্থস্থান ৷ এরকম ঘটনা হয়ত কিছু দেশে হয় ৷ কিন্তু, ভারতের মতো দেশে এরকম ঘটনা আশা করিনি ৷ " বিষয়টি নিয়ে পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "আমরা দেখছি ।"

বোলপুর, 17 অক্টোবর : বাংলাদেশের এক শিল্পী ও সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ তাঁদের হুমকি দেওয়া বলে অভিযোগ ৷ বিষয়টি নিয়ে পুলিশ সুপার শ্যাম সিংয়ের সঙ্গে যোগাযোগ করে তিনি বলেন, "আমরা বিষয়টা দেখছি ।"

মঙ্গলবার শান্তিনিকেতনের প্রাচী প্রতীচী আর্ট গ্যালারিতে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের শিল্পকলা অ্যাকাডেমির পরিচালক আশাফুল আলম পাপলু ও সাংবাদিক ইমদাদুল হক সোফি । গ্যালারির মালিক তাপস মল্লিক জানান, রাত 11টার সময় গ্যালারির নিচের তলা থেকে চিৎকার-চেঁচামেচি শুনে সেখানে যান তাঁরা ৷ সেই সময় পুলিশ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ । তাপস বলেন, "আমরা প্রথমে ভেবেছিলাম, মদ খেয়ে কেউ এরকম করছে ৷ আমরা পুলিশে জানানোর হুঁশিয়ারি দিই ৷ তখন ওরা বলে, আমরাই পুলিশ ৷ ডিউটি অফিসারের খোঁজ করি ৷ প্রত্যেকেই সাদা পোশাকে ছিলেন ৷ " পরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর হুঁশিয়ারি দিলে তাপসকে পুলিশের গাড়িতে তোলা হয় ৷ পরে অবশ্য সেখানেই ছেড়ে দেওয়া হয় ৷

গতকাল গ্যারারিতে একটি সাংবাদিক বৈঠক করেন দুই বাংলাদেশি নাগরিক ৷ আশাফুল বলেন, "আমাদের সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত অবাঞ্চনীয় ৷ ভারতকে আমরা শিল্প-সংস্কৃতির দেশ বলে জানি । ভারতকে সবসময়ে অন্য চোখে দেখি ৷ আর ভারতের শিল্প-সংস্কৃতির পীঠস্থানে এরকম ঘটনায় আশাহত, মর্মাহত ও হতবাক ৷ আমাদের পরিচয়টুকুও শুনতে চায়নি ওরা ৷" একই বক্তব্য ইমদাদুলের ৷ তাঁর কথায়, "শান্তিনিকেতন আমাদের কাছে তীর্থস্থান ৷ এরকম ঘটনা হয়ত কিছু দেশে হয় ৷ কিন্তু, ভারতের মতো দেশে এরকম ঘটনা আশা করিনি ৷ " বিষয়টি নিয়ে পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "আমরা দেখছি ।"

Intro:বোলপুর, ১৬ অক্টোবরঃ বাংলাদেশের শিল্পী, সাংবাদিকদের হেনস্থা ও দুর্ব্যবহার করার অভিযোগ উঠল বোলপুর পুলিশের বিরুদ্ধে। এদিন একটি সাংবাদিক বৈঠক করে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উদ্রে দেন বাংলাদেশের দুই নাগরিক। Body:বোলপুর, ১৬ অক্টোবরঃ বাংলাদেশের শিল্পী, সাংবাদিকদের হেনস্থা ও দুর্ব্যবহার করার অভিযোগ উঠল বোলপুর পুলিশের বিরুদ্ধে। এদিন একটি সাংবাদিক বৈঠক করে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উদ্রে দেন বাংলাদেশের দুই নাগরিক।

শান্তিনিকেতনের প্রাচী প্রতীচী আর্ট গ্যালারিতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন বাংলাদেশের শিল্পকলা একাডেমির পরিচালক আশাফুল আলম পাপলু ও ইমদাদুল হক সোফি। মঙ্গলবার রাত্রি ১১ টা নাগাদ তাঁরা আর্ট গ্যালারি থেকে যখন বেরচ্ছিলন সেই সময় পুলিশ তাদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। আরও অভিযোগ, পোষাক ছাড়া বোলপুর থানার রক পুলিশ অফিসার তাদের বিভিন্ন ভাবে হেনস্থা করে। তারা তাদের পরিচয় দিতে গেলেও পুলিশ শুনতে চাননি। পরে প্রাচী প্রতীচী আর্ট গ্যালারির মালিক তাপস মল্লিক কে পুলিশ আটক করে পুলিশ ভ্যানে তোলে। পরে যদিও সেখান থেকেই ছেড়ে দেওয়া হয়। এদিন, প্রাচী প্রতীচী আর্ট গ্যারারিতে একটি সাংবাদিক বৈঠক করেন ওই দুই বাংলাদেশী নাগরিক।

বাংলাদেশের শিল্পকলা একাডেমির পরিচালক আশাফুল আলম পাপলু বলেন, "আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে পুলিশ। ভারতকে আমরা সংস্কৃতির দেশ বলে জানি। সেখানের প্রশাসন আমাদের সঙ্গে যে রকম ব্যবহার করেছে তাতে আমরা আশাহত।"
সাংবাদিক ইমদাদুল হক সোফি বলেন, "বোলপুর থানার এক অফিসার অনুকুল পাল আমাদের বিভিন্ন ভাবে হেনস্থা করেন। আমাদের কথা শুনতে চাননি। আমরা ভারতের এসে এমন।অভিজ্ঞতা হবে ভাবিনি। পোষাক ছাড়া ওই অফিসার আমাদের হুমকিও দিতে থাকেন।"
জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "আমরা বিষয়টা দেখছি।"Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.