বোলপুর, 17 অক্টোবর : বাংলাদেশের এক শিল্পী ও সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ তাঁদের হুমকি দেওয়া বলে অভিযোগ ৷ বিষয়টি নিয়ে পুলিশ সুপার শ্যাম সিংয়ের সঙ্গে যোগাযোগ করে তিনি বলেন, "আমরা বিষয়টা দেখছি ।"
মঙ্গলবার শান্তিনিকেতনের প্রাচী প্রতীচী আর্ট গ্যালারিতে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের শিল্পকলা অ্যাকাডেমির পরিচালক আশাফুল আলম পাপলু ও সাংবাদিক ইমদাদুল হক সোফি । গ্যালারির মালিক তাপস মল্লিক জানান, রাত 11টার সময় গ্যালারির নিচের তলা থেকে চিৎকার-চেঁচামেচি শুনে সেখানে যান তাঁরা ৷ সেই সময় পুলিশ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ । তাপস বলেন, "আমরা প্রথমে ভেবেছিলাম, মদ খেয়ে কেউ এরকম করছে ৷ আমরা পুলিশে জানানোর হুঁশিয়ারি দিই ৷ তখন ওরা বলে, আমরাই পুলিশ ৷ ডিউটি অফিসারের খোঁজ করি ৷ প্রত্যেকেই সাদা পোশাকে ছিলেন ৷ " পরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর হুঁশিয়ারি দিলে তাপসকে পুলিশের গাড়িতে তোলা হয় ৷ পরে অবশ্য সেখানেই ছেড়ে দেওয়া হয় ৷
গতকাল গ্যারারিতে একটি সাংবাদিক বৈঠক করেন দুই বাংলাদেশি নাগরিক ৷ আশাফুল বলেন, "আমাদের সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত অবাঞ্চনীয় ৷ ভারতকে আমরা শিল্প-সংস্কৃতির দেশ বলে জানি । ভারতকে সবসময়ে অন্য চোখে দেখি ৷ আর ভারতের শিল্প-সংস্কৃতির পীঠস্থানে এরকম ঘটনায় আশাহত, মর্মাহত ও হতবাক ৷ আমাদের পরিচয়টুকুও শুনতে চায়নি ওরা ৷" একই বক্তব্য ইমদাদুলের ৷ তাঁর কথায়, "শান্তিনিকেতন আমাদের কাছে তীর্থস্থান ৷ এরকম ঘটনা হয়ত কিছু দেশে হয় ৷ কিন্তু, ভারতের মতো দেশে এরকম ঘটনা আশা করিনি ৷ " বিষয়টি নিয়ে পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "আমরা দেখছি ।"