ETV Bharat / state

Visva Bharati University: বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনে নামার ডাক বাংলা সংস্কৃতি মঞ্চের - বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বিরোধী আন্দোলন

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন পড়ুয়ারা ৷ মঙ্গলবার এই ছাত্র আন্দোলনের পাশে এসে দাঁড়াল বাংলা সংস্কৃতি মঞ্চ (protest in Visva Bharati University) ।

ETV Bharat
বিশ্বভারতীতে উপাচার্য বিরোধী আন্দোলনে যোগ বাংলা সংস্কৃতি মঞ্চের
author img

By

Published : Dec 27, 2022, 8:00 PM IST

বিশ্বভারতীতে উপাচার্য বিরোধী আন্দোলনে যোগ বাংলা সংস্কৃতি মঞ্চের

বোলপুর, 27 ডিসেম্বর: নভেম্বরের শেষ থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati University) শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও চলছে ৷ মূলত এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও তাঁর নেওয়া একাধিক সিদ্ধান্তের প্রতিবাদে এই আন্দোলনে নেমেছেন বিশ্বভারতীর পড়ুয়ারা ৷ উপাচার্য বিরোধী এই আন্দোলনে এবার পড়ুয়াদের পাশে দাঁড়াল বাংলা সংস্কৃতি মঞ্চ (protest in Visva Bharati University) ।

মঙ্গলবার বিকল্প পৌষমেলার মাঠে তাদের স্টলে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন বাংলা সংস্কৃতি মঞ্চের (Bangla Sanskriti Mancha) রাজ্য সভাপতি সামিরুল ইসলাম ৷ তিনি বলেন, "বাংলা সংস্কৃতি মঞ্চ সর্বত ভাবে পড়ুয়াদের পাশে আছে ৷ পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে উপাচার্যের বিরুদ্ধে পথে নামব আমরা ৷ কারণ এই উপাচার্য বিশ্বভারতীর পক্ষে ক্ষতিকর, রবীন্দ্র আদর্শকে ধ্বংস করছেন তিনি । তাই আর বসে থাকা নয়, পথে নামতে হবে ।" ছাত্রীদের পক্ষে মীনাক্ষী ভট্টাচার্য এদিন বলেন, "বাংলা সংস্কৃতি মঞ্চ-সহ আরও যদি কোনও সংগঠন আমাদের পাশে এসে দাঁড়ায় আমরা স্বাগত জানাই ৷ উপাচার্য আমাদের 6 জন সহপাঠীকে 1 বছরের জন্য সাসপেন্ড করে তাঁদের ভবিষ্যত নিয়ে খেলছেন ৷"

আরও পড়ুন: শিলিগুড়িতে করোনায় সংক্রমিত 3 বছরের শিশু, নমুনা গেল জিনোম সিকোয়েন্সিংয়ে

প্রসঙ্গত, আন্দোলনকারী 6 পড়ুয়াকে 1 বছরের জন্য সাসপেন্ড ও এক অধ্যাপককে বহিষ্কার করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্তের প্রতিবাদে দীর্ঘ 4 বছর ধরে বহুবার সরব হয়েছেন এখানকার পড়ুয়া, আশ্রমিক, আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকা, কর্মী, প্রাক্তনীদের একটা বড় অংশ৷ পৌষমেলা-বসন্তোৎসবও বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে উপাচার্যের বিরুদ্ধে ৷ এছাড়াও এক ছাত্রীকে গবেষণাপত্র জমা দিতে না দেওয়া, একাধিক পড়ুয়াকে শোকজ করার মতো অভিযোগও উঠেছে উপাচার্যর বিরুদ্ধে (student protest against VC in Visva Bharati University) ৷

সদ্য ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় 6 জন পড়ুয়াকে 1 বছরের জন্য সাসপেন্ড করে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । এমনকি, 1 অধ্যাপকে বরখাস্ত করে দেওয়া হয়েছে ৷ বিশ্বভারতীর উপাচার্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূলের ছাত্র সংগঠনের পাশাপাশি সরব হয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইও ৷ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Visva Bharati University VC Bidyut Chakrabarty) পদত্যাগের দাবিকে সামনে রেখে 5 জানুয়ারি 'বিশ্বভারতী চলো অভিযান'-এর ডাক দিয়েছে এসএফআই ৷

বিশ্বভারতীতে উপাচার্য বিরোধী আন্দোলনে যোগ বাংলা সংস্কৃতি মঞ্চের

বোলপুর, 27 ডিসেম্বর: নভেম্বরের শেষ থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati University) শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও চলছে ৷ মূলত এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও তাঁর নেওয়া একাধিক সিদ্ধান্তের প্রতিবাদে এই আন্দোলনে নেমেছেন বিশ্বভারতীর পড়ুয়ারা ৷ উপাচার্য বিরোধী এই আন্দোলনে এবার পড়ুয়াদের পাশে দাঁড়াল বাংলা সংস্কৃতি মঞ্চ (protest in Visva Bharati University) ।

মঙ্গলবার বিকল্প পৌষমেলার মাঠে তাদের স্টলে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন বাংলা সংস্কৃতি মঞ্চের (Bangla Sanskriti Mancha) রাজ্য সভাপতি সামিরুল ইসলাম ৷ তিনি বলেন, "বাংলা সংস্কৃতি মঞ্চ সর্বত ভাবে পড়ুয়াদের পাশে আছে ৷ পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে উপাচার্যের বিরুদ্ধে পথে নামব আমরা ৷ কারণ এই উপাচার্য বিশ্বভারতীর পক্ষে ক্ষতিকর, রবীন্দ্র আদর্শকে ধ্বংস করছেন তিনি । তাই আর বসে থাকা নয়, পথে নামতে হবে ।" ছাত্রীদের পক্ষে মীনাক্ষী ভট্টাচার্য এদিন বলেন, "বাংলা সংস্কৃতি মঞ্চ-সহ আরও যদি কোনও সংগঠন আমাদের পাশে এসে দাঁড়ায় আমরা স্বাগত জানাই ৷ উপাচার্য আমাদের 6 জন সহপাঠীকে 1 বছরের জন্য সাসপেন্ড করে তাঁদের ভবিষ্যত নিয়ে খেলছেন ৷"

আরও পড়ুন: শিলিগুড়িতে করোনায় সংক্রমিত 3 বছরের শিশু, নমুনা গেল জিনোম সিকোয়েন্সিংয়ে

প্রসঙ্গত, আন্দোলনকারী 6 পড়ুয়াকে 1 বছরের জন্য সাসপেন্ড ও এক অধ্যাপককে বহিষ্কার করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্তের প্রতিবাদে দীর্ঘ 4 বছর ধরে বহুবার সরব হয়েছেন এখানকার পড়ুয়া, আশ্রমিক, আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকা, কর্মী, প্রাক্তনীদের একটা বড় অংশ৷ পৌষমেলা-বসন্তোৎসবও বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে উপাচার্যের বিরুদ্ধে ৷ এছাড়াও এক ছাত্রীকে গবেষণাপত্র জমা দিতে না দেওয়া, একাধিক পড়ুয়াকে শোকজ করার মতো অভিযোগও উঠেছে উপাচার্যর বিরুদ্ধে (student protest against VC in Visva Bharati University) ৷

সদ্য ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় 6 জন পড়ুয়াকে 1 বছরের জন্য সাসপেন্ড করে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । এমনকি, 1 অধ্যাপকে বরখাস্ত করে দেওয়া হয়েছে ৷ বিশ্বভারতীর উপাচার্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূলের ছাত্র সংগঠনের পাশাপাশি সরব হয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইও ৷ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Visva Bharati University VC Bidyut Chakrabarty) পদত্যাগের দাবিকে সামনে রেখে 5 জানুয়ারি 'বিশ্বভারতী চলো অভিযান'-এর ডাক দিয়েছে এসএফআই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.