শান্তিনিকেতন, 6 মার্চ : কোরোনা আতঙ্কের জেরে এবার হচ্ছে না শান্তিনিকেতনের বসন্ত উৎসব । পরে এই উৎসব হবে কি না তা নিয়ে চিন্তা-ভাবনা করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ । দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
প্রস্তুতি নিয়েও স্থগিত করা হল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব । আগেই টুইট করে এবছরের হোলিতে অংশ না নেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কোরোনা ভাইরাসের জেরে কোনও রকম জমায়েত করা যাবে না, প্রতিটি বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দিয়েছিল মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক । ফলে শান্তিনিকেতনে আদৌ বসন্ত উৎসব হচ্ছে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায় । এই বিষয়ে বিশ্বভারতীর রথীন্দ্র অতিথি গৃহে তিনটে থেকে শুরু হয় কর্মসমিতির বৈঠক । উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে দীর্ঘ সাড়ে চার ঘণ্টার বৈঠকের পর এবারের মতো বসন্ত উৎসব স্থগিত করা হল । পরবর্তীকালে বসন্ত উৎসব হবে কি না তা নিয়ে চিন্তা-ভাবনা করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ ।
ভিড় সামাল দেওয়ার জন্য আশ্রম মাঠ ছেড়ে পৌষ মেলার মাঠে বসন্ত উৎসবের আয়োজনের কথা ছিল । এই প্রথম 82 লাখ টাকা বরাদ্দ করে রাজ্য সরকার বসন্ত উৎসবের আয়োজন করছিল । সেই মতো সমস্ত রকম প্রস্তুতিও নেওয়া হয়ে গিয়েছিল । কিন্তু কোরোনার জেরে শেষ মুহূর্তে বাতিল হল বসন্ত উৎসব । রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতীর কর্মসমিতির সদস্য সুশোভন বন্দ্যোপাধ্যায় বলেন, "কোরোনা ভাইরাসের কথা মাথায় রেখে এবার বাতিল করা হল বসন্ত উৎসব ।"