ETV Bharat / state

"BJP-র জন্য ভালো খবর অপেক্ষা করছে", মুনমুনের সঙ্গে ছবি পোস্ট করেও ডিলিট অনুপমের - facebook

ফেসবুকে অনুপম হাজরার দু'টি পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা । যদিও একটি পোস্ট ডিলিট করে দিয়েছেন তিনি ।

অনুপম হাজরা
author img

By

Published : May 29, 2019, 1:26 AM IST

Updated : May 29, 2019, 7:20 AM IST

বোলপুর, 29 মে : লোকসভা ভোটের আগেই তৃণমূল থেকে BJP-তে যোগ দিয়েছিলেন বেশ কয়েকজন । আর ভোটের ফলপ্রকাশের পর পরই BJP-তে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে । যোগ দিয়েছেন তিন বিধায়ক ও একাধিক কাউন্সিলর । এরই মধ্যে মুনমুন সেন ও তাঁর মেয়ে রিয়া সেনের সঙ্গে ছবি পোস্ট করে অনুপম হাজরা ফেসবুকে লিখলেন, BJP-র জন্য আরও ভালো খবর অপেক্ষা করছে । অনেকেই যখন এই পোস্টের ইঙ্গিত বোঝার চেষ্টা করছেন তখনই তা ডিলিট করে দেন অনুপমবাবু । তবে তার বেশ কয়েক ঘণ্টা পর আরও একটি পোস্ট করেন তিনি ।

তাঁর দ্বিতীয় পোস্টটিতে অনুপম হাজরা লেখেন, কমপক্ষে দুই প্রাক্তন সাংসদ, সাত বিধায়ক, 30 তৃণমূল কাউন্সিলর ও টলিউডের 6 সেলেব্রিটি আগামী এক মাসের মধ্যে BJP-তে যোগ দেবেন ।

তাঁর এই দু'টি পোস্টের পরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে । তাহলে কি মুনমুন সেন BJP-তে যোগ দিচ্ছেন ? কিন্তু, অনুপমবাবু যদি সেই দিকে ইঙ্গিত করে থাকেন তাহলে তা মুছেই বা দিলেন কেন ?

এনিয়ে অনুপম হাজরা ও মুনমুন সেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

বোলপুর, 29 মে : লোকসভা ভোটের আগেই তৃণমূল থেকে BJP-তে যোগ দিয়েছিলেন বেশ কয়েকজন । আর ভোটের ফলপ্রকাশের পর পরই BJP-তে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে । যোগ দিয়েছেন তিন বিধায়ক ও একাধিক কাউন্সিলর । এরই মধ্যে মুনমুন সেন ও তাঁর মেয়ে রিয়া সেনের সঙ্গে ছবি পোস্ট করে অনুপম হাজরা ফেসবুকে লিখলেন, BJP-র জন্য আরও ভালো খবর অপেক্ষা করছে । অনেকেই যখন এই পোস্টের ইঙ্গিত বোঝার চেষ্টা করছেন তখনই তা ডিলিট করে দেন অনুপমবাবু । তবে তার বেশ কয়েক ঘণ্টা পর আরও একটি পোস্ট করেন তিনি ।

তাঁর দ্বিতীয় পোস্টটিতে অনুপম হাজরা লেখেন, কমপক্ষে দুই প্রাক্তন সাংসদ, সাত বিধায়ক, 30 তৃণমূল কাউন্সিলর ও টলিউডের 6 সেলেব্রিটি আগামী এক মাসের মধ্যে BJP-তে যোগ দেবেন ।

তাঁর এই দু'টি পোস্টের পরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে । তাহলে কি মুনমুন সেন BJP-তে যোগ দিচ্ছেন ? কিন্তু, অনুপমবাবু যদি সেই দিকে ইঙ্গিত করে থাকেন তাহলে তা মুছেই বা দিলেন কেন ?

এনিয়ে অনুপম হাজরা ও মুনমুন সেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

sample description
Last Updated : May 29, 2019, 7:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.