ETV Bharat / state

Anubrata Mondal: কাজলের গড়ে দলীয় কার্যালয় থেকে মুছে ফেলা হল অনুব্রতর ছবি, কটাক্ষ বিজেপির - Hosenpur Party office

Anubrata Mondal's Picture Deleted: কাজল শেখের গড় হিসেবে পরিচিত বীরভূমের হোসেনপুরে তৃণমূল কার্যালয় থেকে মুছে ফেলা হল অনুব্রত মণ্ডলের ছবি ৷ এই নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি ৷

Anubrata Mondal's Picture Deleted
মুছে ফেলা হল অনুব্রতর ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 2:14 PM IST

Updated : Sep 29, 2023, 4:20 PM IST

কাজলের গড়ে দলীয় কার্যালয় থেকে মুছে ফেলা হল অনুব্রতর ছবি

নানুর, 29 সেপ্টেম্বর: এ বার দলীয় কার্যালয় থেকে মুছে ফেলা হল এক সময়ের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ছবি ৷ নানুরের হোসেনপুরে দলীয় কার্যালয়ে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, আর অন্যদিকে ছিল বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ছবি ৷ মমতার ছবি অক্ষত রয়েছে, কিন্তু মুছে ফেলা হল অনুব্রতর ছবি ৷

যদিও, নানুর ব্লক তৃণমূল-কংগ্রেস সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, "বিষয়টি জানা নেই আমার । তবে দুর্গাপুজোর আগে প্রতি বছরই তো দলীয় কার্যালয় রং হয় । সেই জন্যই হয়তো মুছে দেওয়া হয়েছে । আবার করা হবে হয়তো ।"

গরু পাচার ও মানি লন্ডারিংয়ের মামলায় গ্রেফতার হয়ে তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডল । কিন্তু, দলনেত্রীর প্রিয় 'কেষ্ট' এখনও দলের সব পদেই বহাল রয়েছেন । এখনও তিনিই তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি । এছাড়াও, রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদ ও রাজ্য স্বনির্ভর যোজনা পর্ষদের সভাপতি পদেও বহাল রয়েছেন একদা দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত । এখনও, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় কেষ্টর নাম ৷

আরও পড়ুন: গরু পাচার মামলায় জামিনের আবেদন অনুব্রতর, সিবিআই-কে জবাব তলব সুপ্রিম কোর্টের

তবে এ বার বীরভূমের নানুরে দলীয় কার্যালয় থেকে সেই অনুব্রতর ছবিই মুছে ফেলা হল । হোসেনপুরে তৃণমূল কার্যালয়ে একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অন্যদিকে অনুব্রত মণ্ডলের ছবি ছিল । এ দিন দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেখানে থাকলেও অনুব্রত মণ্ডলের ছবি মুছে ফেলা হয়েছে ।

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ । একদা এই কাজল শেখ অনুব্রত মণ্ডলের যুযুধান হিসাবে পরিচিত ছিলেন । সেই কাজলের গড়ে দলীয় কার্যালয় থেকে অনুব্রতর ছবি মুছে ফেলায় রীতিমতো জল্পনা তৈরি হয়েছে দলের অন্দরেই । এমনকি অনুব্রত মণ্ডল জিন্দাবাদ লেখাও মুছে দেওয়া হয়েছে ।

এ প্রসঙ্গে বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা বলেন, "নানুরে তৃণমূলের যিনি আছেন তিনি কেষ্টবাবুর অ্যান্টি লবি । এক সময় যখন অনুব্রত পদে ছিলেন, তখন কারও ছবি রাখতে দিতেন না । সেই ফলই পাচ্ছে এখন ।"

কাজলের গড়ে দলীয় কার্যালয় থেকে মুছে ফেলা হল অনুব্রতর ছবি

নানুর, 29 সেপ্টেম্বর: এ বার দলীয় কার্যালয় থেকে মুছে ফেলা হল এক সময়ের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ছবি ৷ নানুরের হোসেনপুরে দলীয় কার্যালয়ে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, আর অন্যদিকে ছিল বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ছবি ৷ মমতার ছবি অক্ষত রয়েছে, কিন্তু মুছে ফেলা হল অনুব্রতর ছবি ৷

যদিও, নানুর ব্লক তৃণমূল-কংগ্রেস সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, "বিষয়টি জানা নেই আমার । তবে দুর্গাপুজোর আগে প্রতি বছরই তো দলীয় কার্যালয় রং হয় । সেই জন্যই হয়তো মুছে দেওয়া হয়েছে । আবার করা হবে হয়তো ।"

গরু পাচার ও মানি লন্ডারিংয়ের মামলায় গ্রেফতার হয়ে তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডল । কিন্তু, দলনেত্রীর প্রিয় 'কেষ্ট' এখনও দলের সব পদেই বহাল রয়েছেন । এখনও তিনিই তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি । এছাড়াও, রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদ ও রাজ্য স্বনির্ভর যোজনা পর্ষদের সভাপতি পদেও বহাল রয়েছেন একদা দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত । এখনও, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় কেষ্টর নাম ৷

আরও পড়ুন: গরু পাচার মামলায় জামিনের আবেদন অনুব্রতর, সিবিআই-কে জবাব তলব সুপ্রিম কোর্টের

তবে এ বার বীরভূমের নানুরে দলীয় কার্যালয় থেকে সেই অনুব্রতর ছবিই মুছে ফেলা হল । হোসেনপুরে তৃণমূল কার্যালয়ে একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অন্যদিকে অনুব্রত মণ্ডলের ছবি ছিল । এ দিন দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেখানে থাকলেও অনুব্রত মণ্ডলের ছবি মুছে ফেলা হয়েছে ।

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ । একদা এই কাজল শেখ অনুব্রত মণ্ডলের যুযুধান হিসাবে পরিচিত ছিলেন । সেই কাজলের গড়ে দলীয় কার্যালয় থেকে অনুব্রতর ছবি মুছে ফেলায় রীতিমতো জল্পনা তৈরি হয়েছে দলের অন্দরেই । এমনকি অনুব্রত মণ্ডল জিন্দাবাদ লেখাও মুছে দেওয়া হয়েছে ।

এ প্রসঙ্গে বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা বলেন, "নানুরে তৃণমূলের যিনি আছেন তিনি কেষ্টবাবুর অ্যান্টি লবি । এক সময় যখন অনুব্রত পদে ছিলেন, তখন কারও ছবি রাখতে দিতেন না । সেই ফলই পাচ্ছে এখন ।"

Last Updated : Sep 29, 2023, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.