ETV Bharat / state

‘‘ভাষণ দিলে হবে না, রেশনও দিন’’, প্রধানমন্ত্রীকে কটাক্ষ অনুব্রতর - janata curfew

প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আজ দেশজুড়ে "জনতা কারফিউ" পালিত হয়েছে । তা নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডল ।

tmc leader anubrata mondal on janata curfew
অনুব্রত মণ্ডল
author img

By

Published : Mar 22, 2020, 5:37 PM IST

বোলপুর, 22 মার্চ : "জনতা কারফিউ" নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷ বলেন, ‘‘শুধু ভাষণ নয়, রেশনও দিন ৷’’ মানুষ নরেন্দ্র মোদির ডাকে নয়, আতঙ্কে জনতা কারফিউ পালন করছে বলেও তাঁর অভিযোগ ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে আজ দেশজুড়ে পালিত হয়েছে "জনতা কারফিউ" ৷ রাস্তায় কাউকে দেখা যায়নি । যা নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ বলেন, ‘‘প্রধানমন্ত্রী যে টাকা দিয়ে মূর্তি তৈরি করেছেন, সেই টাকা দিয়ে হাসপাতাল গড়লে ভালো হত ৷ জনতা কারফিউ জারি করে বলছেন, ঘণ্টা বাজান, কাঁসর বাজান, হাততালি দিন ৷ কিন্তু ঘরে বন্ধ থাকলে মানুষ কী খাবে? সাধারণ মানুষের জন্য কোনও ব্যবস্থা করা হয়নি ৷’’

কোরোনা পরিস্থিতি যে দিকে এগোচ্ছে সেদিকে নজর রেখে দেশের 75টি জেলায় লকডাউনের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 টাকা কেজির চাল বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ সেই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, ‘‘বীরভূমের প্রত্যেক পঞ্চায়েত এলাকার প্রত্যেক বাড়িতে আলু দেওয়ার কথা বলেছি ৷ সঙ্গে চাল-ডাল দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার ৷ প্রধানমন্ত্রীর কথা না শুনে মুখ্যমন্ত্রীর যা বলছেন, সেটা করুন ৷ প্রধানমন্ত্রীকে বলব, ভাষণ দিলেই হবে না ৷ সঙ্গে রেশনও দিন ৷’’

জনতা কারফিউ নিয়ে মোদিকে কটাক্ষ অনুব্রতর

বোলপুর, 22 মার্চ : "জনতা কারফিউ" নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷ বলেন, ‘‘শুধু ভাষণ নয়, রেশনও দিন ৷’’ মানুষ নরেন্দ্র মোদির ডাকে নয়, আতঙ্কে জনতা কারফিউ পালন করছে বলেও তাঁর অভিযোগ ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে আজ দেশজুড়ে পালিত হয়েছে "জনতা কারফিউ" ৷ রাস্তায় কাউকে দেখা যায়নি । যা নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ বলেন, ‘‘প্রধানমন্ত্রী যে টাকা দিয়ে মূর্তি তৈরি করেছেন, সেই টাকা দিয়ে হাসপাতাল গড়লে ভালো হত ৷ জনতা কারফিউ জারি করে বলছেন, ঘণ্টা বাজান, কাঁসর বাজান, হাততালি দিন ৷ কিন্তু ঘরে বন্ধ থাকলে মানুষ কী খাবে? সাধারণ মানুষের জন্য কোনও ব্যবস্থা করা হয়নি ৷’’

কোরোনা পরিস্থিতি যে দিকে এগোচ্ছে সেদিকে নজর রেখে দেশের 75টি জেলায় লকডাউনের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 টাকা কেজির চাল বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ সেই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, ‘‘বীরভূমের প্রত্যেক পঞ্চায়েত এলাকার প্রত্যেক বাড়িতে আলু দেওয়ার কথা বলেছি ৷ সঙ্গে চাল-ডাল দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার ৷ প্রধানমন্ত্রীর কথা না শুনে মুখ্যমন্ত্রীর যা বলছেন, সেটা করুন ৷ প্রধানমন্ত্রীকে বলব, ভাষণ দিলেই হবে না ৷ সঙ্গে রেশনও দিন ৷’’

জনতা কারফিউ নিয়ে মোদিকে কটাক্ষ অনুব্রতর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.