কলকাতা, 17 ডিসেম্বর : পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেডের সভাপতি পদে যোগ দিয়েই প্রথম বৈঠক সেরে ফেললেন অনুব্রত মণ্ডল (Anubrata mondal does a meeting with the officials WBSCL)। এদিন দফতরের কলকাতা অফিসে গিয়ে আধিকারিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি । পরে সংশ্লিষ্ট দফতরের কাজকর্ম নিয়ে একটি বৈঠকও করেন আধিকারিকদের সঙ্গে । বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য হিসাবেই পরিচিত বীরভূমের দাপুটে তৃণমূল সভাপতি । যদিও মন্ত্রী, বিধায়কের পদে তাঁকে কখনও দেখা যায়নি, কিন্তু তাঁর উপস্থিতি অনেকের থেকেই অনেক বেশি গুরুত্বপূর্ণ ৷
তবে মন্ত্রী, বিধায়ক না হলেও দলের বিভিন্ন দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে বহুক্ষেত্রেই ৷ বিশেষ করে যে কোনও নির্বাচনের আগেই বাড়তি দায়িত্ব দেওয়া হয় দিদির প্রিয় কেষ্টকে ৷ এর পাশাপাশি অনুব্রত মণ্ডলকে সরকারি পদও প্রথম থেকেই দিয়ে এসেছে মমতার সরকার ৷ এত দিন পশ্চিমবঙ্গ গ্রামোন্নয়ন পর্ষদের সভাপতি ছিলেন অনুব্রত ৷
আরও পড়ুন : বোলপুর স্টেশনে ট্রেন থামতেই মুখ্যমন্ত্রীর হাতে চপ-মুড়ি তুলে দিলেন অনুব্রত
সেই পদের মেয়াদ শেষ হওয়ায় এবার অনুব্রতর হাতে দেওয়া হল পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেডের সভাপতির দায়িত্ব ৷ এদিন, এই দফতরের কলকাতা অফিসে গিয়ে নিজের দায়িত্ব বুঝে নেন তিনি ৷ পরে দফতরের আধিকারিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি ৷ প্রথামতো পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয় তাঁকে ৷ এরপর সংশ্লিষ্ট দফতরের কাজকর্ম সংক্রান্ত বিষয় নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন অনুব্রত মণ্ডল ৷