ETV Bharat / state

NPR-এর জন্য সার্ভে করতে এলে ঝাঁটার বাড়ি দিয়ে বের করে দিন : অনুব্রত - NPR-এর জন্য সার্ভে করতে এলে ঝাঁটার বাড়ি দিয়ে বের করে দিন

আজ মুরারইয়ের পাইকরের সভামঞ্চ থেকে অনুব্রত মণ্ডলের চ্যালেঞ্জ, "আমাদের শরীরে যতদিন রক্ত থাকবে আমরা পশ্চিমবঙ্গে NRC এবং CAA করতে দেব না ৷ হিন্দু ও মুসলিম পশ্চিমবঙ্গে একসঙ্গে থাকবে ৷ চ্যালেঞ্জ করলাম পারলে করে দেখাও ৷"

Anubrata Mondal attacks Central government on NPR, NRC and CAA issues
অনুব্রত মণ্ডল
author img

By

Published : Dec 29, 2019, 10:30 PM IST

পাইকর, 29 ডিসেম্বর : জাতীয় জনসংখ্যা পঞ্জি (NPR)-র জন্য সমীক্ষা করতে লোকজন এলে ঝাঁটার বাড়ি মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার নিদান দিলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল ৷ আজ জাতীয় নাগরিক পঞ্জি (NRC) ও নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ইশুতে মুরারইয়ের 1 ব্লকের পাইকরে একথা বলেন অনুব্রত ৷

অনুব্রত বলেন, "আমাদের শরীরে যতদিন রক্ত থাকবে আমরা পশ্চিমবঙ্গে NRC এবং CAA করতে দেব না ৷ হিন্দু, মুসলিম পশ্চিমবঙ্গে একসঙ্গে থাকবে ৷ চ্যালেঞ্জ করলাম পারলে করে দেখাও ৷" তিনি আরও বলেন, " সার্ভের নাম করে, জিজ্ঞেস করবে ক'টা গরু? ক'টা ছাগল? তারপর জিজ্ঞেস করবে ক'টা মানুষ? কখন এসেছেন? কত সালে এসেছেন? '71 সালের দলিল দেখান ৷ তখনই ঝাঁটার বাড়ি মেরে বের করে দেবেন বাড়ি থেকে ৷ চিন্তা নেই মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আপনাদের পাশে ৷ ভয় পাবেন না ৷ আপনারা ভারতের মানুষ, আপনারা পশ্চিম বাংলার মানুষ ৷ আপনাদের তাড়ানোর অধিকার কারও নেই ৷ "

দেখুন ভিডিয়ো...

ঝাড়খণ্ডের 11তম মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথগ্রহণ করেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন ৷ তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ এ প্রসঙ্গে অনুব্রত বলেন, " BJP দলটা ভারতের পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকর ৷ তারা মানুষকে ভালোবাসে না ৷ ভারতবর্ষকে ভালোবাসে না ৷ দু'টো মাথামোটা ৷ একটা মাথামোটা অমিত শাহ ৷ আরেকটা মাথামোটা মোদি ৷ এই দু'টো মাথামোটা ভারতবর্ষকে শেষ করে দিল ৷ একটা বদমাস দলকে তাড়িয়ে আজ শিবু সোরেনের ছেলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হল ৷ "

পাইকর, 29 ডিসেম্বর : জাতীয় জনসংখ্যা পঞ্জি (NPR)-র জন্য সমীক্ষা করতে লোকজন এলে ঝাঁটার বাড়ি মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার নিদান দিলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল ৷ আজ জাতীয় নাগরিক পঞ্জি (NRC) ও নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ইশুতে মুরারইয়ের 1 ব্লকের পাইকরে একথা বলেন অনুব্রত ৷

অনুব্রত বলেন, "আমাদের শরীরে যতদিন রক্ত থাকবে আমরা পশ্চিমবঙ্গে NRC এবং CAA করতে দেব না ৷ হিন্দু, মুসলিম পশ্চিমবঙ্গে একসঙ্গে থাকবে ৷ চ্যালেঞ্জ করলাম পারলে করে দেখাও ৷" তিনি আরও বলেন, " সার্ভের নাম করে, জিজ্ঞেস করবে ক'টা গরু? ক'টা ছাগল? তারপর জিজ্ঞেস করবে ক'টা মানুষ? কখন এসেছেন? কত সালে এসেছেন? '71 সালের দলিল দেখান ৷ তখনই ঝাঁটার বাড়ি মেরে বের করে দেবেন বাড়ি থেকে ৷ চিন্তা নেই মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আপনাদের পাশে ৷ ভয় পাবেন না ৷ আপনারা ভারতের মানুষ, আপনারা পশ্চিম বাংলার মানুষ ৷ আপনাদের তাড়ানোর অধিকার কারও নেই ৷ "

দেখুন ভিডিয়ো...

ঝাড়খণ্ডের 11তম মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথগ্রহণ করেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন ৷ তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ এ প্রসঙ্গে অনুব্রত বলেন, " BJP দলটা ভারতের পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকর ৷ তারা মানুষকে ভালোবাসে না ৷ ভারতবর্ষকে ভালোবাসে না ৷ দু'টো মাথামোটা ৷ একটা মাথামোটা অমিত শাহ ৷ আরেকটা মাথামোটা মোদি ৷ এই দু'টো মাথামোটা ভারতবর্ষকে শেষ করে দিল ৷ একটা বদমাস দলকে তাড়িয়ে আজ শিবু সোরেনের ছেলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হল ৷ "

Intro:Body:পাইকর, 29 ডিসেম্বর: NPR এর সার্ভে করতে এলে ঝাঁটার বাড়ি দেওয়ার নতুন নিদান দিলেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডলl আজ NRC ও CAA প্রত্যাহারের দাবিতে মুরারই এক নং ব্লকের পাইকরের হাজরা মাঠে সভায় বক্তব্য রাখতে গিয়ে এমন ই মন্তব্য করেন বীরভূমের তৃণমূলের সভাপতিl তিনি ঝাড়খণ্ডের JMM জোটের আজ মুখ্যমন্ত্রী শপথ সভায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত নিয়ে বলেন, "আজ ঝাড়খণ্ডে মমতা ব্যানার্জী গিয়েছিলো, সেখানে মুখ্যমন্ত্রী তৈরী হলl একটা শয়তান, বব্বরের দল তাকে তাড়িয়ে আজকে শিবু সরেনের ছেলে আজকে মন্ত্রী হলl যে দলটা ভারত বর্ষের বুকের ওপরে ভয়ঙ্কর ক্ষতি করl তারা মানুষ কে ভালো বাসেনাl ভারতবর্ষ কে ভালো বাসে না l দুটো মাথা মোটা, একটা মাথা মোটা অমিত শাহ আরেক টা মাথা মোটা মোদীl এই দুটো মাথা মোটা ভারত বর্ষ কে শেষ করে দিলো"l আজ সভা থেকে অনুব্রত বাবু চ্যালেঞ্জ করে বলেন" পশ্চিমবাংলায় কি হিন্দু কি মুসলিম একসঙ্গে থাকবে, শরীরে এক বিন্দু রক্ত থাকতে NRC আর ক্যা ক্যা করতে দেবো নাl চ্যালেঞ্জ করলাম ক্ষমতা থাকলে NRC করে দেখিয়ে দাও "l তিনি আরও বলেন, " সার্ভের নাম করে, জিজ্ঞেস করবে কটা গরু? কটা ছাগল? কটা মানুষ? কখন এসেছেন? কত সালে এসেছেন? একাত্ত্বর সালের দলিল দেখানl তখনই ঝাঁটার বাড়িতে বার করে দেবেন বাড়ি থেকেl চিন্তা নাই মমতা ব্যানার্জী আছে আপনাদের পাশে"l ভয় পাবেন নাl আপনারা ভারত বর্ষের মানুষ, আপনারা পশ্চিম বাংলার মানুষl"Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.