পাইকর, 29 ডিসেম্বর : জাতীয় জনসংখ্যা পঞ্জি (NPR)-র জন্য সমীক্ষা করতে লোকজন এলে ঝাঁটার বাড়ি মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার নিদান দিলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল ৷ আজ জাতীয় নাগরিক পঞ্জি (NRC) ও নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ইশুতে মুরারইয়ের 1 ব্লকের পাইকরে একথা বলেন অনুব্রত ৷
অনুব্রত বলেন, "আমাদের শরীরে যতদিন রক্ত থাকবে আমরা পশ্চিমবঙ্গে NRC এবং CAA করতে দেব না ৷ হিন্দু, মুসলিম পশ্চিমবঙ্গে একসঙ্গে থাকবে ৷ চ্যালেঞ্জ করলাম পারলে করে দেখাও ৷" তিনি আরও বলেন, " সার্ভের নাম করে, জিজ্ঞেস করবে ক'টা গরু? ক'টা ছাগল? তারপর জিজ্ঞেস করবে ক'টা মানুষ? কখন এসেছেন? কত সালে এসেছেন? '71 সালের দলিল দেখান ৷ তখনই ঝাঁটার বাড়ি মেরে বের করে দেবেন বাড়ি থেকে ৷ চিন্তা নেই মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আপনাদের পাশে ৷ ভয় পাবেন না ৷ আপনারা ভারতের মানুষ, আপনারা পশ্চিম বাংলার মানুষ ৷ আপনাদের তাড়ানোর অধিকার কারও নেই ৷ "
ঝাড়খণ্ডের 11তম মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথগ্রহণ করেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন ৷ তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ এ প্রসঙ্গে অনুব্রত বলেন, " BJP দলটা ভারতের পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকর ৷ তারা মানুষকে ভালোবাসে না ৷ ভারতবর্ষকে ভালোবাসে না ৷ দু'টো মাথামোটা ৷ একটা মাথামোটা অমিত শাহ ৷ আরেকটা মাথামোটা মোদি ৷ এই দু'টো মাথামোটা ভারতবর্ষকে শেষ করে দিল ৷ একটা বদমাস দলকে তাড়িয়ে আজ শিবু সোরেনের ছেলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হল ৷ "