দুবরাজপুর, 27 জানুয়ারি : "বাড়ি থেকে বের হতে দেব না, মেরে পা-হাত ভেঙে দেব ৷ " ফের বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । মঙ্গলকোটে দলীয় কর্মী খুনের ঘটনার পর এদিন কড়া ভাষায় বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তিনি। তিনি বলেন, " ছাড়ব না, কোনও কর্মীর গায়ে যদি হাত পড়লে ছাড়ব না ।"
মঙ্গলবার দুপুরে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে সঞ্জিত ঘোষ নামে এক তৃণমূল নেতাকে বাইক থেকে ফেলে লাঠি-রড দিয়ে বেধড়ক মারধর করা হয় । তাঁকে উদ্ধার করে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতাল ও পরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় । গতকাল রাতে তাঁর মৃত্যু হয় । তৃণমূলের অভিযোগ, বিজেপি এই ঘটনার পিছনে রয়েছে ৷ ওই ব্যক্তি মঙ্গলকোটের নিগন গ্রামের 197 নম্বর বুথের সভাপতি ছিলেন ।
এদিন বীরভূমে দুবরাজপুরে সভা থেকে মঙ্গলকোটের ঘটনার প্রেক্ষিতে বিজেপিকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হুঁশিয়ারি দিলেন অনুব্রত মণ্ডল । তিনি বলেন, "যদি কোনও বিজেপি কর্মী ভেবে নেন, যে আমরা এই ধরনের কাজ করব তাঁদের বাড়ি থেকে বের হতে দেব না । মেরে পা-হাত ভেঙে দেব । পারলে কিছু করে নাও।"
আরও পড়ুন, পুলিশ সরে গেলে অনুব্রত মণ্ডল হার্ট অ্যাটাক করবে, অনুব্রতকে পালটা আক্রমণ অর্জুনের
তিনি আরও বলেন, "হুঁশিয়ার দিলাম । আমি অনুব্রত মণ্ডল । মৃত্যুর ভয় করি না। আমার কোনও কর্মীর গায়ে যদি হাত পরে এক বিন্দু ছাড়ব না । মেরে পগার পার করে দেব ৷ "