বোলপুর, 25 ফেব্রুয়ারি : দ্বিতীয়বারও সিবিআইয়ের ডাক এড়ালেন অনুব্রত মণ্ডল । এদিন বোলপুর মহকুমা হাসপাতালে নিজের চিকিৎসা করান বোলপুর তৃণমূলের জেলা সভাপতি ৷ এর আগেও সিবিআইয়ের সমন পেয়েই অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি ৷
গরু পাচার কাণ্ডে এদিন অনুব্রত মণ্ডলকে নোটিশ দিয়ে হাজিরার নির্দেশ দিয়েছিল সিবিআই ৷ কিন্তু, এদিনও সিবিআই দফতরে হাজিরা এড়ালেন অনুব্রত । তৃণমূল নেতার বদলে সিবিআই দফতরে তাঁর আইনজীবী সঞ্জীবকুমার দাঁ হাজিরা দেন ।
আরও পড়ুন : ফের হাজিরা এড়ালেন 'অসুস্থ' অনুব্রত, আবার নোটিশ সিবিআইয়ের
আজ অসুস্থ অবস্থায় অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে । সেখানে হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মুর নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা করেন ৷ শ্বাসকষ্ট-সহ একাধিক সমস্যা রয়েছে অনুব্রতর । প্রায় দু'ঘণ্টা চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর ।