ETV Bharat / state

Anubrata Mandal Bodyguard : 17 জুন পর্যন্ত সিবিআই হেফাজত অনুব্রতর দেহরক্ষী সাইগল হোসেনের

অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনের গরু পাচার মামলায় শুনানি শুরু হল। আগামী 17 জুন পর্যন্ত সাইগল হোসেনকে সিবিআই হেফাজতের নির্দেশ দিলেন আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী (Anubrata mandals bodyguard saigal hossain in CBI custody)। তবে সাইগেল হোসেনের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতার দাবি সাইগল হোসেনের গ্রেফতারী বেআইনি।

Anubrata Mandal
সিবিআই হেফাজত অনুব্রতর দেহরক্ষী সাইগল হোসেনের
author img

By

Published : Jun 10, 2022, 9:09 PM IST

আসানসোল, 10 জুন : বৃহস্পতিবার নিজাম প্যালেসে দীর্ঘ জেরার পর গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনকে। শুক্রবার গরু পাচার মামলায় দেহরক্ষী সাইগল হোসেনকে 17 জুন পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হল (Anubrata mandals bodyguard saigal hossain in CBI custody) ৷

দুপুর পৌনে একটা নাগাদ সাইগল হোসেনকে আসানসোল সিবিআই আদালতে নিয়ে আসা হয়। কিন্তু আসানসোল কোর্টে আইনজীবীদের কর্মবিরতি থাকায় আসানসোল বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিচারককে আবেদন জানানো হয় ৷ শুক্রবার শুনানি না করার জন্য। জটিলতার সৃষ্টি হওয়ায় আটকে যায় শুনানি। প্রায় 2 ঘণ্টা ধরে আটকে থাকে শুনানি। এরপর সাইগল নিজে লিখিতভাবে বার অ্যাসোসিয়েশনকে অনুরোধ করেন বিশেষভাবে এই কেসের জন্য শুনানি করতে সহায়তা করার জন্য। এরপর বার অ্যাসোসিয়েশন আপত্তি তুলে নেওয়ার রেজুলেশন জমা দেয় কোর্টে। তারপর প্রায় 2 ঘণ্টা পর শুনানি শুরু হয়। শেষ পর্যন্ত দীর্ঘ শুনানির পর আগামী 17 জুন পর্যন্ত সাইগল হোসেনকে সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী।

সাইগল হোসেনের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা বলেন, "আমরা আবেদন করি এই গ্রেফতার বেআইনি। কারণ ভারতের সংবিধান অনুযায়ী 7 বছর পর্যন্ত যে সমস্ত মামলায় সাজা হয়, সেই মামলায় 41 এ একটি নোটিশ ইশু করতেই হবে গ্রেফতারির জন্য। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। আমরা তাই জামিনের আবেদন করি। সিবিআইয়ের কাছেও আদালত জানতে চান কেন এই আইন মানা হয়নি।"

17 জুন পর্যন্ত সিবিআই হেফাজত

আরও পড়ুন : গরু পাচার কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন

পাশাপাশি তিনি আরও বলেন, "এই মামলার তদন্তকারী অফিসারকে কারণ দর্শাতেও বলেছেন বিচারক। তবে অভিযুক্তের কাছ থেকে প্রচুর পরিমাণে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলির পরীক্ষানিরিক্ষার জন্য সিবিআইয়ের তরফে 15 দিনের হেফাজত চাওয়া হয়েছিল। বিচারক আগামী 17 জুন পর্যন্ত সিবিআই হেফাজত মঞ্জুর করেছেন। পাশাপাশি আমরা আবেদন করি, অভিযুক্তকে জেরা করার সময় তার আইনজীবীরা উপস্থিত থাকবেন। বিচারক সেই আবেদন মঞ্জুর করেন।"

আসানসোল, 10 জুন : বৃহস্পতিবার নিজাম প্যালেসে দীর্ঘ জেরার পর গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনকে। শুক্রবার গরু পাচার মামলায় দেহরক্ষী সাইগল হোসেনকে 17 জুন পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হল (Anubrata mandals bodyguard saigal hossain in CBI custody) ৷

দুপুর পৌনে একটা নাগাদ সাইগল হোসেনকে আসানসোল সিবিআই আদালতে নিয়ে আসা হয়। কিন্তু আসানসোল কোর্টে আইনজীবীদের কর্মবিরতি থাকায় আসানসোল বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিচারককে আবেদন জানানো হয় ৷ শুক্রবার শুনানি না করার জন্য। জটিলতার সৃষ্টি হওয়ায় আটকে যায় শুনানি। প্রায় 2 ঘণ্টা ধরে আটকে থাকে শুনানি। এরপর সাইগল নিজে লিখিতভাবে বার অ্যাসোসিয়েশনকে অনুরোধ করেন বিশেষভাবে এই কেসের জন্য শুনানি করতে সহায়তা করার জন্য। এরপর বার অ্যাসোসিয়েশন আপত্তি তুলে নেওয়ার রেজুলেশন জমা দেয় কোর্টে। তারপর প্রায় 2 ঘণ্টা পর শুনানি শুরু হয়। শেষ পর্যন্ত দীর্ঘ শুনানির পর আগামী 17 জুন পর্যন্ত সাইগল হোসেনকে সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী।

সাইগল হোসেনের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা বলেন, "আমরা আবেদন করি এই গ্রেফতার বেআইনি। কারণ ভারতের সংবিধান অনুযায়ী 7 বছর পর্যন্ত যে সমস্ত মামলায় সাজা হয়, সেই মামলায় 41 এ একটি নোটিশ ইশু করতেই হবে গ্রেফতারির জন্য। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। আমরা তাই জামিনের আবেদন করি। সিবিআইয়ের কাছেও আদালত জানতে চান কেন এই আইন মানা হয়নি।"

17 জুন পর্যন্ত সিবিআই হেফাজত

আরও পড়ুন : গরু পাচার কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন

পাশাপাশি তিনি আরও বলেন, "এই মামলার তদন্তকারী অফিসারকে কারণ দর্শাতেও বলেছেন বিচারক। তবে অভিযুক্তের কাছ থেকে প্রচুর পরিমাণে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলির পরীক্ষানিরিক্ষার জন্য সিবিআইয়ের তরফে 15 দিনের হেফাজত চাওয়া হয়েছিল। বিচারক আগামী 17 জুন পর্যন্ত সিবিআই হেফাজত মঞ্জুর করেছেন। পাশাপাশি আমরা আবেদন করি, অভিযুক্তকে জেরা করার সময় তার আইনজীবীরা উপস্থিত থাকবেন। বিচারক সেই আবেদন মঞ্জুর করেন।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.