ETV Bharat / state

Anubrata Mandal taken to SSKM hospital: সিবিআইয়ের নোটিস পেয়েই অসুস্থ অনুব্রত, ভর্তি এসএসকেএম-এ - অসুস্থ অনুব্রত মণ্ডল

সিবিআইয়ের নোটিস পেয়েই অসুস্থ হয়ে পড়লেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal taken to SSKM hospital)৷ তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে (Anubrata Mandal feeling sick after getting cbi notice)৷

Anubrata Mandal taken to sskm hospital when he is feeling sick after getting cbi notice
সিবিআইয়ের নোটিস পেয়েই অসুস্থ অনুব্রত, আনা হল এসএসকেএম-এ
author img

By

Published : Feb 2, 2022, 2:58 PM IST

Updated : Feb 2, 2022, 3:08 PM IST

বীরভূম, 2 ফেব্রুয়ারি: সিবিআই-এর নোটিস পাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েছেন ৷ রক্ষাকবচ পেতে গিয়েছেন হাইকোর্টের দ্বারে ৷ সেই আবেদনের শুনানির আগে এ বার অসুস্থ অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal taken to SSKM hospital) কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তৃণমূলের বীরভূম জেলা সভাপতির চিকিৎসায় বসছে মেডিক্যাল বোর্ড ৷

ইলামবাজারের গোপালনগরে বিজেপি কর্মী গৌরব সরকার খুনের ঘটনায় অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই । বিধানসভা ভোট-পরবর্তী হিংসার ঘটনায় খুন হয়েছিলেন বিজেপি কর্মী গৌরব সরকার । কলকাতা হাইকোর্টের নির্দেশে খুন ও ধর্ষণের মামলার তদন্ত করছে সিবিআই (Anubrata Mandal feeling sick after getting cbi notice)। সম্প্রতি গৌরব সরকার খুনের ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই । তাতেই অনুব্রত মণ্ডলের নাম উঠে এসেছে বলে সিবিআই আধিকারিকদের দাবি ৷

আরও পড়ুন: Post Poll Violence : সিবিআইয়ে গ্রেফতারির আশঙ্কা এড়াতে হাইকোর্টের দুয়ারে অনুব্রত

সেই ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য গত সপ্তাহে সিবিআই (CBI notice to Anubrata Mandal) তাদের ইলামবাজারের অফিসে ডেকে পাঠিয়েছিল অনুব্রত মণ্ডলকে । কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি সেখানে হাজির হতে পারেননি বলে জানান ।

সিবিআইয়ের নোটিস পেয়েই অসুস্থ অনুব্রত, ভর্তি এসএসকেএম-এ

প্রায়ই শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপজনিত নানা শারীরিক সমস্যায় ভোগেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল । সিবিআই-এর তলবের পর তিনি ফের অসুস্থ বোধ করায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

আরও পড়ুন: CBI Summons Anubrata Mandal : বিজেপি কর্মী খুনের ঘটনায় অনুব্রত মণ্ডলকে ফের তলব সিবিআইয়ের

এ দিকে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাত থেকে রক্ষাকবচ পেতে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন অনুব্রত ৷ তিনি তদন্তে সবরকম সাহায্য করতে প্রস্তুত বলে জানিয়েছেন ৷ তবে তাঁর বিরুদ্ধে যেন কোনও কড়া পদক্ষেপ না করা হয়, আদালতের কাছে সেই আবেদনই জানিয়েছেন তিনি । বৃহস্পতিবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টে ।

বীরভূম, 2 ফেব্রুয়ারি: সিবিআই-এর নোটিস পাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েছেন ৷ রক্ষাকবচ পেতে গিয়েছেন হাইকোর্টের দ্বারে ৷ সেই আবেদনের শুনানির আগে এ বার অসুস্থ অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal taken to SSKM hospital) কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তৃণমূলের বীরভূম জেলা সভাপতির চিকিৎসায় বসছে মেডিক্যাল বোর্ড ৷

ইলামবাজারের গোপালনগরে বিজেপি কর্মী গৌরব সরকার খুনের ঘটনায় অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই । বিধানসভা ভোট-পরবর্তী হিংসার ঘটনায় খুন হয়েছিলেন বিজেপি কর্মী গৌরব সরকার । কলকাতা হাইকোর্টের নির্দেশে খুন ও ধর্ষণের মামলার তদন্ত করছে সিবিআই (Anubrata Mandal feeling sick after getting cbi notice)। সম্প্রতি গৌরব সরকার খুনের ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই । তাতেই অনুব্রত মণ্ডলের নাম উঠে এসেছে বলে সিবিআই আধিকারিকদের দাবি ৷

আরও পড়ুন: Post Poll Violence : সিবিআইয়ে গ্রেফতারির আশঙ্কা এড়াতে হাইকোর্টের দুয়ারে অনুব্রত

সেই ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য গত সপ্তাহে সিবিআই (CBI notice to Anubrata Mandal) তাদের ইলামবাজারের অফিসে ডেকে পাঠিয়েছিল অনুব্রত মণ্ডলকে । কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি সেখানে হাজির হতে পারেননি বলে জানান ।

সিবিআইয়ের নোটিস পেয়েই অসুস্থ অনুব্রত, ভর্তি এসএসকেএম-এ

প্রায়ই শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপজনিত নানা শারীরিক সমস্যায় ভোগেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল । সিবিআই-এর তলবের পর তিনি ফের অসুস্থ বোধ করায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

আরও পড়ুন: CBI Summons Anubrata Mandal : বিজেপি কর্মী খুনের ঘটনায় অনুব্রত মণ্ডলকে ফের তলব সিবিআইয়ের

এ দিকে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাত থেকে রক্ষাকবচ পেতে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন অনুব্রত ৷ তিনি তদন্তে সবরকম সাহায্য করতে প্রস্তুত বলে জানিয়েছেন ৷ তবে তাঁর বিরুদ্ধে যেন কোনও কড়া পদক্ষেপ না করা হয়, আদালতের কাছে সেই আবেদনই জানিয়েছেন তিনি । বৃহস্পতিবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টে ।

Last Updated : Feb 2, 2022, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.