বোলপুর, 20 মে : দেড় মাস পর ঘরে ফিরলেন অনুব্রত মণ্ডল ৷ ঘরে ফিরতেই রাজকীয় সংবর্ধনা পেলেন তিনি ৷ অনুব্রতকে কাছে পেয়ে উচ্ছ্বসিত তৃণমূলের নেতা-কর্মীরা ৷ ঘটা করে প্রিয় কেষ্ট-দাকে সংবর্ধনা দিলেন তাঁরা ৷ ফুলের পাপড়িতে ঢাকল অনুব্রত-র গাড়ি, সামনের রাস্তা ৷ তাঁর নামে উঠল জয়ধ্বনি (anubrata mondal returns birbhum after one and half month) ৷
গরু পাচার কাণ্ডে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই । 6 এপ্রিল নিজাম প্যালেসের হাজিরা দিতে যাওয়ার পথে তাঁর গাড়ি গিয়ে পৌঁছয় এসএসকেএম হাসপাতালে । অসুস্থতা বোধ করায় ভর্তি হন উডবার্ন ওয়ার্ডে । সেই থেকে কখনও হাসপাতাল, কখনও বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি । 19 মে হঠাৎই নিজাম প্যালেসে গিয়ে হাজিরা দেন তিনি । সব নিয়ে প্রায় দেড় মাস কলকাতাতেই ছিলেন অনুব্রত ৷ এতদিন পর বোলপুরে নিজের বাড়িতে ফেরলেন তিনি ৷
আরও পড়ুন : দাদা ভীষণ অসুস্থ, অনুব্রতকে দেখে এসে জানালেন তাঁর আইনজীবী
তাই দলের নেতা-কর্মীদের উন্মাদনা তুঙ্গে ৷ এদিন সকাল থেকেই বাড়ির সামনে রাস্তার উপর তৈরি হয় মঞ্চ ৷ দুপুর থেকে দলীয় ব্যানার, পতাকা নিয়ে বাড়ির সামনে ভিড় জমান কর্মী-সমর্থকরা ৷ অনুব্রত মণ্ডলকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় দলের তরফে । মঞ্চে উঠে তিনি বলেন, "আমি মরিনি, সুস্থ আছি। আপনাদের আশীর্বাদে আর ভালবাসায় আমি ভাল আছি ৷ আপনারাই দলের সম্পদ ।" এই বলে বাড়ির ভেতরে প্রবেশ করেন অনুব্রত মণ্ডল ।