ETV Bharat / state

Anubrata Mandal : ঘরে ফিরলেন অনুব্রত, ফুল ছুড়ে 'কেষ্ট বরণ' উচ্ছ্বসিত তৃণমূল কর্মীদের

প্রায় দেড় মাস পর বোলপুরে নিজের বাড়িতে ফিরলেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বাড়ির সামনে মঞ্চ তৈরি করে দুপুর থেকে প্রতীক্ষায় ছিলেন দলের নেতা-কর্মীরা ৷ কর্মী-সমর্থকদের ভিড়ে স্তব্ধ হয়ে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনের রাস্তা ৷ তাঁকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়ে দলের তরফে (anubrata mondal returns birbhum after one and half month) ।

Anubrata Mondal
অনুব্রত মণ্ডলের বাড়ির সামনের রাস্তা
author img

By

Published : May 20, 2022, 6:02 PM IST

Updated : May 20, 2022, 6:51 PM IST

বোলপুর, 20 মে : দেড় মাস পর ঘরে ফিরলেন অনুব্রত মণ্ডল ৷ ঘরে ফিরতেই রাজকীয় সংবর্ধনা পেলেন তিনি ৷ অনুব্রতকে কাছে পেয়ে উচ্ছ্বসিত তৃণমূলের নেতা-কর্মীরা ৷ ঘটা করে প্রিয় কেষ্ট-দাকে সংবর্ধনা দিলেন তাঁরা ৷ ফুলের পাপড়িতে ঢাকল অনুব্রত-র গাড়ি, সামনের রাস্তা ৷ তাঁর নামে উঠল জয়ধ্বনি (anubrata mondal returns birbhum after one and half month) ৷

গরু পাচার কাণ্ডে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই । 6 এপ্রিল নিজাম প্যালেসের হাজিরা দিতে যাওয়ার পথে তাঁর গাড়ি গিয়ে পৌঁছয় এসএসকেএম হাসপাতালে । অসুস্থতা বোধ করায় ভর্তি হন উডবার্ন ওয়ার্ডে । সেই থেকে কখনও হাসপাতাল, কখনও বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি । 19 মে হঠাৎই নিজাম প্যালেসে গিয়ে হাজিরা দেন তিনি । সব নিয়ে প্রায় দেড় মাস কলকাতাতেই ছিলেন অনুব্রত ৷ এতদিন পর বোলপুরে নিজের বাড়িতে ফেরলেন তিনি ৷

আরও পড়ুন : দাদা ভীষণ অসুস্থ, অনুব্রতকে দেখে এসে জানালেন তাঁর আইনজীবী

তাই দলের নেতা-কর্মীদের উন্মাদনা তুঙ্গে ৷ এদিন সকাল থেকেই বাড়ির সামনে রাস্তার উপর তৈরি হয় মঞ্চ ৷ দুপুর থেকে দলীয় ব্যানার, পতাকা নিয়ে বাড়ির সামনে ভিড় জমান কর্মী-সমর্থকরা ৷ অনুব্রত মণ্ডলকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় দলের তরফে । মঞ্চে উঠে তিনি বলেন, "আমি মরিনি, সুস্থ আছি। আপনাদের আশীর্বাদে আর ভালবাসায় আমি ভাল আছি ৷ আপনারাই দলের সম্পদ ।" এই বলে বাড়ির ভেতরে প্রবেশ করেন অনুব্রত মণ্ডল ।

বোলপুর, 20 মে : দেড় মাস পর ঘরে ফিরলেন অনুব্রত মণ্ডল ৷ ঘরে ফিরতেই রাজকীয় সংবর্ধনা পেলেন তিনি ৷ অনুব্রতকে কাছে পেয়ে উচ্ছ্বসিত তৃণমূলের নেতা-কর্মীরা ৷ ঘটা করে প্রিয় কেষ্ট-দাকে সংবর্ধনা দিলেন তাঁরা ৷ ফুলের পাপড়িতে ঢাকল অনুব্রত-র গাড়ি, সামনের রাস্তা ৷ তাঁর নামে উঠল জয়ধ্বনি (anubrata mondal returns birbhum after one and half month) ৷

গরু পাচার কাণ্ডে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই । 6 এপ্রিল নিজাম প্যালেসের হাজিরা দিতে যাওয়ার পথে তাঁর গাড়ি গিয়ে পৌঁছয় এসএসকেএম হাসপাতালে । অসুস্থতা বোধ করায় ভর্তি হন উডবার্ন ওয়ার্ডে । সেই থেকে কখনও হাসপাতাল, কখনও বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি । 19 মে হঠাৎই নিজাম প্যালেসে গিয়ে হাজিরা দেন তিনি । সব নিয়ে প্রায় দেড় মাস কলকাতাতেই ছিলেন অনুব্রত ৷ এতদিন পর বোলপুরে নিজের বাড়িতে ফেরলেন তিনি ৷

আরও পড়ুন : দাদা ভীষণ অসুস্থ, অনুব্রতকে দেখে এসে জানালেন তাঁর আইনজীবী

তাই দলের নেতা-কর্মীদের উন্মাদনা তুঙ্গে ৷ এদিন সকাল থেকেই বাড়ির সামনে রাস্তার উপর তৈরি হয় মঞ্চ ৷ দুপুর থেকে দলীয় ব্যানার, পতাকা নিয়ে বাড়ির সামনে ভিড় জমান কর্মী-সমর্থকরা ৷ অনুব্রত মণ্ডলকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় দলের তরফে । মঞ্চে উঠে তিনি বলেন, "আমি মরিনি, সুস্থ আছি। আপনাদের আশীর্বাদে আর ভালবাসায় আমি ভাল আছি ৷ আপনারাই দলের সম্পদ ।" এই বলে বাড়ির ভেতরে প্রবেশ করেন অনুব্রত মণ্ডল ।

Last Updated : May 20, 2022, 6:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.