ETV Bharat / state

Anubrata Mandal Appeals in Division Bench :গরু পাচার মামলায় ডিভিশন বেঞ্চে আপিল অনুব্রতর - Anubrata Mandal Appeals in Division Bench

সিবিআইয়ের গ্রেফতারি এড়াতে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন কেষ্ট ৷ রক্ষাকবচ চেয়েছিলেন হাইকোর্টে ৷ যদিও অনুব্রতকে রক্ষাকবচ দিতে রাজি হননি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ৷ তাই ডিভিশন বেঞ্চে আপিল অনুব্রত মণ্ডলের(Anubrata Mandal Appeals in Division Bench) ৷

HC On Anubrata Mandal
গরু পাচার মামলায় ডিভিশন বেঞ্চে আপিল অনুব্রতর
author img

By

Published : Mar 14, 2022, 1:00 PM IST

কলকাতো, 14 মার্চ: গরু পাচার মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল অনুব্রত মণ্ডলের। শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থা অনুব্রত মণ্ডলের আবেদন খারিজ করে দেন। এই নির্দেশে তিনি জানান, 'সিবিআই কোনও ড্রাগন নয় যে অনুব্রত মণ্ডলকে গিলে নেবে' , সিবিআই পাঠানো সমনে তিনি হস্তক্ষেপ করবেন না ৷ এই মামলায় তাঁকে কোনও রক্ষাকবচও দেয়নি হাইকোর্ট (HC dismissed Anubrata Mandal appeal) ৷

আজ সকালে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয় অনুব্রত মণ্ডলের তরফে ৷ প্রধান বিচারপতি আগামী বুধবার বিষয়টি শুনবেন বলে জানিয়েছেন ৷ উল্লেখ্য 15 মার্চ অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সমন পাঠিয়েছিল সিবিআই ৷ এর আগে 27 এপ্রিল 2021-এ তাঁকে ডাকা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। তারপর সিবিআই চুপচাপ ছিল। তারপর ভোট পরবর্তী হিংসার ঘটনাতেও সমন পাঠানো হয়েছিল তাঁকে। কোনওবারই সিবিআইয়ের মুখোমুখি হননি কেষ্ট ৷ গরু পাচার মামলায় সিবিআই তাঁকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়ায় হাইকোর্টের শরণাপন্ন হন অনুব্রত ৷ সিঙ্গল বেঞ্চ তাঁকে ফেরালে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি ৷

আরও পড়ুন: হাইকোর্টে ধাক্কা অনুব্রতের, গরু পাচার মামলায় রক্ষাকবচের আবেদন খারিজ

এখন দেখার, ডিভিশন বেঞ্চ অনুব্রতকে কোনও স্বস্তি দিতে পারে কি না ৷

কলকাতো, 14 মার্চ: গরু পাচার মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল অনুব্রত মণ্ডলের। শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থা অনুব্রত মণ্ডলের আবেদন খারিজ করে দেন। এই নির্দেশে তিনি জানান, 'সিবিআই কোনও ড্রাগন নয় যে অনুব্রত মণ্ডলকে গিলে নেবে' , সিবিআই পাঠানো সমনে তিনি হস্তক্ষেপ করবেন না ৷ এই মামলায় তাঁকে কোনও রক্ষাকবচও দেয়নি হাইকোর্ট (HC dismissed Anubrata Mandal appeal) ৷

আজ সকালে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয় অনুব্রত মণ্ডলের তরফে ৷ প্রধান বিচারপতি আগামী বুধবার বিষয়টি শুনবেন বলে জানিয়েছেন ৷ উল্লেখ্য 15 মার্চ অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সমন পাঠিয়েছিল সিবিআই ৷ এর আগে 27 এপ্রিল 2021-এ তাঁকে ডাকা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। তারপর সিবিআই চুপচাপ ছিল। তারপর ভোট পরবর্তী হিংসার ঘটনাতেও সমন পাঠানো হয়েছিল তাঁকে। কোনওবারই সিবিআইয়ের মুখোমুখি হননি কেষ্ট ৷ গরু পাচার মামলায় সিবিআই তাঁকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়ায় হাইকোর্টের শরণাপন্ন হন অনুব্রত ৷ সিঙ্গল বেঞ্চ তাঁকে ফেরালে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি ৷

আরও পড়ুন: হাইকোর্টে ধাক্কা অনুব্রতের, গরু পাচার মামলায় রক্ষাকবচের আবেদন খারিজ

এখন দেখার, ডিভিশন বেঞ্চ অনুব্রতকে কোনও স্বস্তি দিতে পারে কি না ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.