ETV Bharat / state

নকুলদানা প্রসাদ হিসেবে বাড়ি বাড়ি দিন : অনুব্রত - nakuldana

এবার পুজো দিয়ে নকুলদানা বাড়ি বাড়ি দেওয়ার কথা বললেন অনুব্রত মণ্ডল।

অনুব্রত মণ্ডল
author img

By

Published : Mar 30, 2019, 11:42 AM IST

Updated : Mar 30, 2019, 12:20 PM IST

ময়ুরেশ্বর, 30 মার্চ : নির্বাচন কমিশনের শোকজ়ের পরও ফের বিতর্কে অনুব্রত মণ্ডল। শুধু নকুলদানা দেওয়ার বদলে এবার নকুলদানা পুজো দিয়ে লোকের বাড়ি বাড়ি দেওয়ার পরামর্শ দিলেন তিনি। গতকাল ময়ূরেশ্বরে একটি সভায় এই মন্তব্য করেন। বলেন, "এখানে শিব মন্দির আছে। হিন্দু হোক বা মুসলিম, দাতা বাবার কাছে গিয়ে নকুলদানা দিয়ে পুজো করে আনবেন। বাড়ি বাড়ি গিয়ে সবাইকে দেবেন। মন্দিরে গেলে একটু ফল ও নকুলদানা নিয়ে বাড়ি বাড়ি বিলি করবেন। তাতে ভালো হবে। খারাপ কিছু হবে না।" ময়ূরেশ্বরের সভা শেষে মল্লারপুরে যান অনুব্রত।

মল্লারপুরের সভায় মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, "তুমি TV-তে বড় বড় ভাষণ দাও। এমন বল যেন মিজ়াইল তুমি বানিয়েছ। আর মিকচারটা তোমার বাবা দিয়েছে। তুমি একটা ফালতু লোক, দাঙ্গাবাজ।" মিশন শক্তি অপারেশনকে কটাক্ষ করে তিনি আরও বলেন, "মোদি বলছে, মিজ়াইল ছেড়েছি। আচ্ছা মিজ়াইল কার? কোন আমলে তৈরি? ২০০৯ সালে তৈরি। তখন তোমার জন্মও হয়নি। তোমার তো ১৪ সালে জন্ম হয়েছিল। যদি স্যালিউট জানাতে হয় ভারতবর্ষের বৈজ্ঞানিকদের স্যালিউট জানাব। তারাই তো তৈরি করেছে এটা।"

দেখুন ভিডিয়ো

অন্যদিকে, দুই সভাতেই অন্যান্য দল থেকে বেশ কয়েকজন তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন অনুব্রত।

ময়ুরেশ্বর, 30 মার্চ : নির্বাচন কমিশনের শোকজ়ের পরও ফের বিতর্কে অনুব্রত মণ্ডল। শুধু নকুলদানা দেওয়ার বদলে এবার নকুলদানা পুজো দিয়ে লোকের বাড়ি বাড়ি দেওয়ার পরামর্শ দিলেন তিনি। গতকাল ময়ূরেশ্বরে একটি সভায় এই মন্তব্য করেন। বলেন, "এখানে শিব মন্দির আছে। হিন্দু হোক বা মুসলিম, দাতা বাবার কাছে গিয়ে নকুলদানা দিয়ে পুজো করে আনবেন। বাড়ি বাড়ি গিয়ে সবাইকে দেবেন। মন্দিরে গেলে একটু ফল ও নকুলদানা নিয়ে বাড়ি বাড়ি বিলি করবেন। তাতে ভালো হবে। খারাপ কিছু হবে না।" ময়ূরেশ্বরের সভা শেষে মল্লারপুরে যান অনুব্রত।

মল্লারপুরের সভায় মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, "তুমি TV-তে বড় বড় ভাষণ দাও। এমন বল যেন মিজ়াইল তুমি বানিয়েছ। আর মিকচারটা তোমার বাবা দিয়েছে। তুমি একটা ফালতু লোক, দাঙ্গাবাজ।" মিশন শক্তি অপারেশনকে কটাক্ষ করে তিনি আরও বলেন, "মোদি বলছে, মিজ়াইল ছেড়েছি। আচ্ছা মিজ়াইল কার? কোন আমলে তৈরি? ২০০৯ সালে তৈরি। তখন তোমার জন্মও হয়নি। তোমার তো ১৪ সালে জন্ম হয়েছিল। যদি স্যালিউট জানাতে হয় ভারতবর্ষের বৈজ্ঞানিকদের স্যালিউট জানাব। তারাই তো তৈরি করেছে এটা।"

দেখুন ভিডিয়ো

অন্যদিকে, দুই সভাতেই অন্যান্য দল থেকে বেশ কয়েকজন তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন অনুব্রত।

sample description
Last Updated : Mar 30, 2019, 12:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.