ETV Bharat / state

লাভপুরে তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার মণিরুল ইসলামের দাদা - Anarul Islam

গত ৪ জুলাই লাভপুরে খুন হন স্থানীয় এক তৃণমূল নেতা । সেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আনারুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ ।

Anarul islam
আনারুল ইসলাম
author img

By

Published : Aug 20, 2020, 11:10 PM IST

বোলপুর, ২০ অগাস্ট : তৃণমূল নেতা খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার মণিরুল ইসলামের দাদা আনারুল ইসলাম । বোলপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় । গত 4 জুলাই লাভপুরের ভাটরা গ্রামে খুন হন তৃণমূল নেতা সহদেব বাগদি । বোলপুরের কাশিপুর থেকে লাভপুর থানার পুলিশ আনারুলকে গ্রেপ্তার করে ।

লাভপুরের ঠিবা গ্রাম পঞ্চায়েতের ভাটরা গ্রামের বাসিন্দা ছিলেন তৃণমূল নেতা সহদেব বাগদি । গত 4 জুলাই গ্রামের বাইরে তাঁর রক্তাক্ত দেহ পাওয়া যায় । তিনি ঠিবা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য ছিলেন । এই ঘটনায় লাভপুরের বিধায়ক মণিরুল ইসলামের দাদা আনারুল ইসলামের নাম জড়ায় । বৃহস্পতিবার বোলপুরের কাশিপুর থেকে আনারুলকে গ্রেপ্তার করে লাভপুর থানার পুলিশ । 2010 সালে বালির ঘাটের দখলদারিকে কেন্দ্র করে একই পরিবারের তিন ভাইকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছিল । ওই তিন ভাই CPI(M) সমর্থক ছিল বলে পুলিশ সূত্রে খবর । সেই ঘটনায় মণিরুল ইসলাম ও তাঁর দাদার যুক্ত থাকার অভিযোগ ওঠে । একদা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মণিরুল ইসলাম পরে BJP-তে যোগ দেন ।

বোলপুর, ২০ অগাস্ট : তৃণমূল নেতা খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার মণিরুল ইসলামের দাদা আনারুল ইসলাম । বোলপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় । গত 4 জুলাই লাভপুরের ভাটরা গ্রামে খুন হন তৃণমূল নেতা সহদেব বাগদি । বোলপুরের কাশিপুর থেকে লাভপুর থানার পুলিশ আনারুলকে গ্রেপ্তার করে ।

লাভপুরের ঠিবা গ্রাম পঞ্চায়েতের ভাটরা গ্রামের বাসিন্দা ছিলেন তৃণমূল নেতা সহদেব বাগদি । গত 4 জুলাই গ্রামের বাইরে তাঁর রক্তাক্ত দেহ পাওয়া যায় । তিনি ঠিবা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য ছিলেন । এই ঘটনায় লাভপুরের বিধায়ক মণিরুল ইসলামের দাদা আনারুল ইসলামের নাম জড়ায় । বৃহস্পতিবার বোলপুরের কাশিপুর থেকে আনারুলকে গ্রেপ্তার করে লাভপুর থানার পুলিশ । 2010 সালে বালির ঘাটের দখলদারিকে কেন্দ্র করে একই পরিবারের তিন ভাইকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছিল । ওই তিন ভাই CPI(M) সমর্থক ছিল বলে পুলিশ সূত্রে খবর । সেই ঘটনায় মণিরুল ইসলাম ও তাঁর দাদার যুক্ত থাকার অভিযোগ ওঠে । একদা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মণিরুল ইসলাম পরে BJP-তে যোগ দেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.