ETV Bharat / state

Amit Shah: রাঙামাটির দেশে কবি জয়দেব-চণ্ডীদাসকে স্মরণ শাহর, ভুললেন বিশ্বকবিকে

বীরভূমের সিউড়িতে শুক্রবার সভা করেন অমিত শাহ ৷ কিন্তু এদিন তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উল্লেখ করতেই ভুলে যান ৷

ETV Bharat
রবি ঠাকুরের নাম উল্লেখ করতে ভুলে গেলেন অমিত শাহ
author img

By

Published : Apr 14, 2023, 9:31 PM IST

অমিত শাহের বক্তব্য

সিউড়ি, 14 এপ্রিল: সিউড়িতে এসে কবি চণ্ডীদাস থেকে শুরু করে কবি জয়দেব, বাউল-কীর্তনিয়া-কবিয়ালদের স্মরণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । কিন্তু, রাঙামাটির দেশে দাঁড়িয়ে তিনি বেমালুম ভুলেই গেলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ।

শুক্রবার বীরভূমের সিউড়িতে জনসভা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ৷ এমনকী, ভীমরাও আম্বেদকরের জন্মদিবস উপলক্ষে এদিন তাঁকেও স্মরণ করেন অমিত শাহ ৷ তবে এদিন বীরভূমে দাঁড়িয়ে কবিগুরু রবি ঠাকুরের নাম নিতেই ভুলে গেলেন তিনি ৷ যা এখন রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ।

এদিন সিউড়ির বেণীমাধব উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা করেন বিজেপির চাণক্য অমিত শাহ ৷ সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রমুখ ৷

সভায় বক্তব্য রাখতে গিয়ে এদিন প্রথমেই বঙ্গবাসীকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । পাশাপাশি তিনি বগটুই গণহত্যার নিহতদের শ্রদ্ধাও জানান । এরপরেই তিনি বলেন,"এখানে যখন এসেছি গীতগোবিন্দের রচয়িতা কবি জয়দেব, কবি চণ্ডীদাসকে স্মরণ করতে চাই ৷ বীরভূমের বাউলদের প্রণাম জানাই, এখানকার কবিয়াল, কীর্তনীয়া, লোক সংগীতের শিল্পীদের প্রণাম করে আমার বক্তব্য শুরু করছি ।" তিনি আরও বলেন,"আজ 14 এপ্রিল । আম্বেদকর জয়ন্তী ৷ তাঁকেও প্রণাম জানাই ৷ আম্বেদকরের 5 তীর্থভূমি বানিয়েছেন মোদিজী ।"

আরও পড়ুন: কালীঘাটে পুজো দিয়ে নববর্ষের শুভেচ্ছা মমতার, দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে 35 আসন জয়ের শাহী হুঙ্কার

অর্থাৎ, নানুরের কবি চণ্ডীদাস থেকে শুরু করে ইলামবাজারে কবি জয়দেবকে স্মরণের পাশাপাশি, জেলার বাউল, কীর্তনীয়া, লোক সঙ্গীত শিল্পী, কবিয়ালদের কথাও এদিন উঠে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় ৷ কিন্তু, রাঙামাটির দেশে এসে তিনি ভুললেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ৷ শান্তিনিকেতন থেকে মাত্র 35 কিলোমিটার দূরে সভা করলেন শাহ ৷ তবুও গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটি বাক্যও শোনা গেল না তাঁর কণ্ঠে ৷ যা এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷ এদিন অবশ্য শান্তিনিকেতনের আর এক কৃতী নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনেরও নাম নেননি অমিত শাহ ৷ মনে করা হচ্ছে, বিজেপি'র অন্যতম সমালোচক বলে পরিচিত অমর্ত্য সেনের নাম এদিন ইচ্ছে করেই এড়িয়ে গিয়েছেন তিনি ৷

অমিত শাহের বক্তব্য

সিউড়ি, 14 এপ্রিল: সিউড়িতে এসে কবি চণ্ডীদাস থেকে শুরু করে কবি জয়দেব, বাউল-কীর্তনিয়া-কবিয়ালদের স্মরণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । কিন্তু, রাঙামাটির দেশে দাঁড়িয়ে তিনি বেমালুম ভুলেই গেলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ।

শুক্রবার বীরভূমের সিউড়িতে জনসভা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ৷ এমনকী, ভীমরাও আম্বেদকরের জন্মদিবস উপলক্ষে এদিন তাঁকেও স্মরণ করেন অমিত শাহ ৷ তবে এদিন বীরভূমে দাঁড়িয়ে কবিগুরু রবি ঠাকুরের নাম নিতেই ভুলে গেলেন তিনি ৷ যা এখন রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ।

এদিন সিউড়ির বেণীমাধব উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা করেন বিজেপির চাণক্য অমিত শাহ ৷ সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রমুখ ৷

সভায় বক্তব্য রাখতে গিয়ে এদিন প্রথমেই বঙ্গবাসীকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । পাশাপাশি তিনি বগটুই গণহত্যার নিহতদের শ্রদ্ধাও জানান । এরপরেই তিনি বলেন,"এখানে যখন এসেছি গীতগোবিন্দের রচয়িতা কবি জয়দেব, কবি চণ্ডীদাসকে স্মরণ করতে চাই ৷ বীরভূমের বাউলদের প্রণাম জানাই, এখানকার কবিয়াল, কীর্তনীয়া, লোক সংগীতের শিল্পীদের প্রণাম করে আমার বক্তব্য শুরু করছি ।" তিনি আরও বলেন,"আজ 14 এপ্রিল । আম্বেদকর জয়ন্তী ৷ তাঁকেও প্রণাম জানাই ৷ আম্বেদকরের 5 তীর্থভূমি বানিয়েছেন মোদিজী ।"

আরও পড়ুন: কালীঘাটে পুজো দিয়ে নববর্ষের শুভেচ্ছা মমতার, দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে 35 আসন জয়ের শাহী হুঙ্কার

অর্থাৎ, নানুরের কবি চণ্ডীদাস থেকে শুরু করে ইলামবাজারে কবি জয়দেবকে স্মরণের পাশাপাশি, জেলার বাউল, কীর্তনীয়া, লোক সঙ্গীত শিল্পী, কবিয়ালদের কথাও এদিন উঠে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় ৷ কিন্তু, রাঙামাটির দেশে এসে তিনি ভুললেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ৷ শান্তিনিকেতন থেকে মাত্র 35 কিলোমিটার দূরে সভা করলেন শাহ ৷ তবুও গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটি বাক্যও শোনা গেল না তাঁর কণ্ঠে ৷ যা এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷ এদিন অবশ্য শান্তিনিকেতনের আর এক কৃতী নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনেরও নাম নেননি অমিত শাহ ৷ মনে করা হচ্ছে, বিজেপি'র অন্যতম সমালোচক বলে পরিচিত অমর্ত্য সেনের নাম এদিন ইচ্ছে করেই এড়িয়ে গিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.