ETV Bharat / state

অমিত শাহ মাথামোটা, কটাক্ষ অনুব্রতর - বীরভূম তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল

অমিত শাহ ও নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে অনুব্রত বলেন, ক্ষমতা নেই দুটো মাথা মোটার, ভয়ংকর মাথা মোটা । কোনও বুদ্ধি নেই । তুমি (অমিত শাহ) যতই চেষ্টা করো দাঙ্গা লাগাতে পারবে না  ।

anubrata
anubrata
author img

By

Published : Dec 28, 2019, 7:55 PM IST

Updated : Dec 28, 2019, 9:26 PM IST

মুরারই , 28 ডিসেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কোনও বুদ্ধি নেই । দাঙ্গা লাগাতে চায় । মুরারইয়ের CAA ও NRC বিরোধী সভায় আজ একথা বললেন অনুব্রত মণ্ডল ।

আজ মুরারাইয়ের এক নম্বর ব্লকের পশুহাট মাঠে তৃণমূল কংগ্রেস NRC ও CAA প্রত্যাহারের দাবিতে জনসভার আয়োজন করা হয়েছিল । সেখানে উপস্থিত ছিলেন বীরভূম তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল । সেই প্রতিবাদ মঞ্চ থেকে BJP-র সর্বভারতীয় তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বুদ্ধিহীন বলে কটাক্ষ করেন তিনি । আজ প্রতিবাদ মঞ্চে অমিত শাহকে উদ্দেশ্য করে অনুব্রত বলেন, "পশ্চিমবঙ্গ ও সারা ভারতে এখন CAA-এর আওয়াজ উঠেছে । সেই আওয়াজ তুলেছে দুই ভদ্রলোক । এক নরেন্দ্র মোদি, দুই অমিত শাহ । মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এখানে CAA কার্যকরী হবে না । পশ্চিমবঙ্গে NRC এবং CAA কার্যকরী হবে না । ঝাড়খণ্ড তোমায় জবাব দিয়েছে । তোমরা বেইমান । " তিনি অমিত শাহ ও নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন, ক্ষমতা নেই দুটো মাথা মোটার, ভয়ংকর মাথা মোটা । কোনও বুদ্ধি নেই । তুমি (অমিত শাহ) যতই চেষ্টা করও দাঙ্গা লাগাতে পারবে না ।

NPR বিষয়ে অনুব্রত মণ্ডল বলেন, "এখন আবার কেন্দ্র সরকার নতুন পদক্ষেপ করেছে । বাড়ি বাড়ি যাবে, সমীক্ষা করবে । কটা গরু আছে? কটা ছাগল আছে? কটা মানুষ আছে? তবে আমরা মানুষ, আমরা গর্জাতে জানি । আমরা ধমকাতে জানি । তুমি যদি আন্দোলন চাও, আমরা আন্দোলন করতে রাজি আছি । তুমি যদি হিংসা চাও, আমরা হিংসা করতে রাজি আছি । "

কী বললেন অনুব্রত, দেখুন ভিডিয়োয়

উত্তরপ্রদেশে বিক্ষোভকারীদের মৃত্যু নিয়েও আজ কথা বলেন অনুব্রত মণ্ডল । তিনি বলেন, "লজ্জ্বা লাগে না তুমি উত্তরপ্রদেশে 160 জনকে মেরে দিলে ? তৃণমূলের প্রতিনিধি দলকে আটকে দিলে । NRC এর নামে ভারতে কত মানুষের প্রাণ গেল । কিন্তু পশ্চিমবঙ্গে একটাও খুন হয়নি । "

মুরারই , 28 ডিসেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কোনও বুদ্ধি নেই । দাঙ্গা লাগাতে চায় । মুরারইয়ের CAA ও NRC বিরোধী সভায় আজ একথা বললেন অনুব্রত মণ্ডল ।

আজ মুরারাইয়ের এক নম্বর ব্লকের পশুহাট মাঠে তৃণমূল কংগ্রেস NRC ও CAA প্রত্যাহারের দাবিতে জনসভার আয়োজন করা হয়েছিল । সেখানে উপস্থিত ছিলেন বীরভূম তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল । সেই প্রতিবাদ মঞ্চ থেকে BJP-র সর্বভারতীয় তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বুদ্ধিহীন বলে কটাক্ষ করেন তিনি । আজ প্রতিবাদ মঞ্চে অমিত শাহকে উদ্দেশ্য করে অনুব্রত বলেন, "পশ্চিমবঙ্গ ও সারা ভারতে এখন CAA-এর আওয়াজ উঠেছে । সেই আওয়াজ তুলেছে দুই ভদ্রলোক । এক নরেন্দ্র মোদি, দুই অমিত শাহ । মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এখানে CAA কার্যকরী হবে না । পশ্চিমবঙ্গে NRC এবং CAA কার্যকরী হবে না । ঝাড়খণ্ড তোমায় জবাব দিয়েছে । তোমরা বেইমান । " তিনি অমিত শাহ ও নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন, ক্ষমতা নেই দুটো মাথা মোটার, ভয়ংকর মাথা মোটা । কোনও বুদ্ধি নেই । তুমি (অমিত শাহ) যতই চেষ্টা করও দাঙ্গা লাগাতে পারবে না ।

NPR বিষয়ে অনুব্রত মণ্ডল বলেন, "এখন আবার কেন্দ্র সরকার নতুন পদক্ষেপ করেছে । বাড়ি বাড়ি যাবে, সমীক্ষা করবে । কটা গরু আছে? কটা ছাগল আছে? কটা মানুষ আছে? তবে আমরা মানুষ, আমরা গর্জাতে জানি । আমরা ধমকাতে জানি । তুমি যদি আন্দোলন চাও, আমরা আন্দোলন করতে রাজি আছি । তুমি যদি হিংসা চাও, আমরা হিংসা করতে রাজি আছি । "

কী বললেন অনুব্রত, দেখুন ভিডিয়োয়

উত্তরপ্রদেশে বিক্ষোভকারীদের মৃত্যু নিয়েও আজ কথা বলেন অনুব্রত মণ্ডল । তিনি বলেন, "লজ্জ্বা লাগে না তুমি উত্তরপ্রদেশে 160 জনকে মেরে দিলে ? তৃণমূলের প্রতিনিধি দলকে আটকে দিলে । NRC এর নামে ভারতে কত মানুষের প্রাণ গেল । কিন্তু পশ্চিমবঙ্গে একটাও খুন হয়নি । "

Intro:Body:মুরারই, 28 ডিসেম্বর: "দুটো মাথা মোটা, ভয়ংকর মাথা মোটাl একজন তো এমন মাথা মোটা কোনো বুদ্ধি নাইl তুমি (অমিত শাহ) যতই চেষ্টা কোরো দাঙ্গা লাগাতে পারবে না মাথামোটাl" আজ মুরারাইয়ের এক নং ব্লকের পশু হাট মাঠে তৃণমূল কংগ্রেসের NRC ও CAA প্রত্যাহারের দাবিতে একটা জনসভায় সর্ব ভারতীয় বিজেপি সভাপতি তথা দেশের গৃহ মন্ত্রী কে মাথা মোটা বলে কটাক্ষ করেন বীরভূম তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডলl তিনি মঞ্চে বক্তব্য দিতে গিয়ে বলেন "পশ্চিমবঙ্গ ও সারা ভারত বর্ষে এখন কা কা আওয়াজ উঠেছেl আর সেই আওয়াজ তুলেছে দুই ভদ্র লোকl এক নরেন্দ্র মোদী, দুই অমিত শাহl কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছে এখানে কা কা হবে নাl মমতা ব্যানার্জীর পেটে লাথি মেরেছিলো সি পি এম, তবুও তাকে আন্দোলন থেকে সরাতে পারেনিl পশ্চিমবঙ্গে NRC আর কা কা হবে নাl ঝাড়খন্ড তোমাকে জবাব দিয়েছেl তোমরা বেইমানl NPR নিয়ে অনুব্রত মন্ডল বলেন, "এখন আবার কেন্দ্র সরকার নতুন নিয়ম করেছেl বাড়ি বাড়ি যাবে, সার্ভে করবেl কটা গরু আছে? কটা ছাগল আছে? কটা মানুষ আছে? আর আমরা ভেড়ার দল নইl আমরা মানুষ, আমরা গর্জাতে জানি l আমরা ধমকাতে জানি l তুমি যদি আন্দোলন চাও, আমরা আন্দোলন করতে রাজি আছি l তুমি যদি হিংসা চাও, আমরা হিংসা করতে রাজি আছি l"
তিনি আরও বলেন " টিভি তে দেখাচ্ছে মমতা ব্যানার্জী নামাজ পড়ে l মমতা ব্যানার্জী যদি নামাজ পড়ে, তোমাদের গায়ে জ্বর এসে কেন? তোমাদের তো গায়ে জ্বর আসার দরকার নাই l আমি তো পাথরচাপুরি যায়, দোয়া চাই, সালাম করিl তুমি কেন গিয়েছিলে, মোদী বাবু তুমিও তো গিয়েছিলেl তুমি কি মুসলমান? তুমি গেলে দোষ নাই, মমতা ব্যানার্জী গেলে দোষl হাই ভগবান একি লীলাl উত্তর প্রদেশের NRC ও CAA প্রতিবাদ নিয়ে বীরভূম তৃণমূল সভাপতি বলেন" লজ্জ্বা লাগে না, তুমি UP তে 160 জন কে মেরে দিলেl তৃণমূলের প্রতিনিধি দল কে আটকে দিলেl কই মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এলো মমতা ব্যানার্জী তো আটকায় নিl NRC এর নাম করে কত মানুষ মরলো ভারত বর্ষে পশ্চিম বঙ্গে একটাও খুন হয় নিl UP তে মেরেছো 160 জন কে "Conclusion:
Last Updated : Dec 28, 2019, 9:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.