মুরারই , 28 ডিসেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কোনও বুদ্ধি নেই । দাঙ্গা লাগাতে চায় । মুরারইয়ের CAA ও NRC বিরোধী সভায় আজ একথা বললেন অনুব্রত মণ্ডল ।
আজ মুরারাইয়ের এক নম্বর ব্লকের পশুহাট মাঠে তৃণমূল কংগ্রেস NRC ও CAA প্রত্যাহারের দাবিতে জনসভার আয়োজন করা হয়েছিল । সেখানে উপস্থিত ছিলেন বীরভূম তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল । সেই প্রতিবাদ মঞ্চ থেকে BJP-র সর্বভারতীয় তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বুদ্ধিহীন বলে কটাক্ষ করেন তিনি । আজ প্রতিবাদ মঞ্চে অমিত শাহকে উদ্দেশ্য করে অনুব্রত বলেন, "পশ্চিমবঙ্গ ও সারা ভারতে এখন CAA-এর আওয়াজ উঠেছে । সেই আওয়াজ তুলেছে দুই ভদ্রলোক । এক নরেন্দ্র মোদি, দুই অমিত শাহ । মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এখানে CAA কার্যকরী হবে না । পশ্চিমবঙ্গে NRC এবং CAA কার্যকরী হবে না । ঝাড়খণ্ড তোমায় জবাব দিয়েছে । তোমরা বেইমান । " তিনি অমিত শাহ ও নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন, ক্ষমতা নেই দুটো মাথা মোটার, ভয়ংকর মাথা মোটা । কোনও বুদ্ধি নেই । তুমি (অমিত শাহ) যতই চেষ্টা করও দাঙ্গা লাগাতে পারবে না ।
NPR বিষয়ে অনুব্রত মণ্ডল বলেন, "এখন আবার কেন্দ্র সরকার নতুন পদক্ষেপ করেছে । বাড়ি বাড়ি যাবে, সমীক্ষা করবে । কটা গরু আছে? কটা ছাগল আছে? কটা মানুষ আছে? তবে আমরা মানুষ, আমরা গর্জাতে জানি । আমরা ধমকাতে জানি । তুমি যদি আন্দোলন চাও, আমরা আন্দোলন করতে রাজি আছি । তুমি যদি হিংসা চাও, আমরা হিংসা করতে রাজি আছি । "
উত্তরপ্রদেশে বিক্ষোভকারীদের মৃত্যু নিয়েও আজ কথা বলেন অনুব্রত মণ্ডল । তিনি বলেন, "লজ্জ্বা লাগে না তুমি উত্তরপ্রদেশে 160 জনকে মেরে দিলে ? তৃণমূলের প্রতিনিধি দলকে আটকে দিলে । NRC এর নামে ভারতে কত মানুষের প্রাণ গেল । কিন্তু পশ্চিমবঙ্গে একটাও খুন হয়নি । "