ETV Bharat / state

Amartya Sen Land Controversy: বিশ্বভারতী ও অমর্ত্য সেনের আইনজীবীর জোর সওয়াল, কাটল না জমি জট - অমর্ত্য সেনের জমি

বিশ্বভারতী ও অমর্ত্য সেনের (Amartya Sen Land Controversy) আইনজীবীর জোর সওয়াল-জবাবের পরও কাটল না জমি জট ৷ জট কাটাতে ফের শুনানি হতে পারে ৷

Amartya Sen ETV Bharat
অমর্ত্য সেনের জমি জট
author img

By

Published : Feb 20, 2023, 3:42 PM IST

Updated : Feb 20, 2023, 5:35 PM IST

অমর্ত্য সেনের জমি জট কাটল না

বোলপুর, 20 ফেব্রুয়ারি: বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দফতরে দীর্ঘ সওয়াল-জবাবের পরেও অমর্ত্য সেনের জমি জট কাটল না (Birbhum News)। একদিকে, অমর্ত্য সেনের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী প্রয়াত আশুতোষ সেনের একটি উইল জমা দেন । পালটা হিসেবে নথি দিয়ে মুখ্যমন্ত্রী অমর্ত্য সেনের (Amartya Sen Land Controversy) জমি নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস ৷ অর্থাৎ জমি জট কাটাতে পরবর্তী শুনানি হতে পারে ৷

উল্লেখ্য, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen News) 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন । এ হেন অভিযোগ তুলে জমি ফিরিয়ে দেওয়ার জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ 3টি চিঠি দিয়েছে ভারতরত্নকে । যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে । এরপরেই এক এক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও সিপিআইএম অমর্ত্য সেনের (Amartya Sen Land Issue) পাশে এসে দাঁড়িয়েছেন ।

Amartya Sen ETV Bharat
অমর্ত্য সেনের জমি নিয়ে শুনানি

কারণ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিভিন্ন সময় অমর্ত্য সেন সম্পর্কে তীর্যক ভাষায় মন্তব্য করেছেন । যদিও এই সবের মাঝে অমর্ত্য সেন বারবার দাবি করেছেন জমি তাঁরই । এমনকী, বিশ্বভারতী কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হবে এই মর্মে আইনজীবী মারফত নোটিশও পাঠিয়েছেন অধ্যাপক সেন ।

বিশ্বভারতীর দাবি, অমর্ত্য সেনের প্রাপ্য 1.25 ডেসিমেল জমি । অমর্ত্য সেনের আইনজীবীর দাবি, অধ্যাপক সেনের পিতা আশুতোষ সেনের নামে 1.38 ডেসিমেল জমি রয়েছে । তাই সম্পূর্ণ জমি মিউটেশনের জন্য বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দফতরে আবেদন করেছিলেন অমর্ত্য সেনের আইনজীবী গোড়াচাঁদ চক্রবর্তী । সেই মতো এ দিন বোলপুর ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সঞ্জয় দাসের তত্ত্বাবধানে অমর্ত্য সেনের আইনজীবী গোড়াচাঁদ চক্রবর্তী ও বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস, ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো জমি সংক্রান্ত শুনানিতে আসেন ।

আরও পড়ুন: জমি বিতর্কে ক্ষমা না-চাইলে বিশ্বভারতীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অমর্ত্য সেনের আইনজীবীর

বিএলএলআরও দফতরে বসা শুনানিতে দীর্ঘক্ষণ দুপক্ষের আইনজীবীর মধ্যে জোর সওয়ার জবাব চলে । জানা গিয়েছে, সোমবার ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের সামনে প্রয়াত আশুতোষ সেনের একটি উইল জমা দেন অমর্ত্য সেনের আইনজীবী । যুক্তি হল, উত্তরাধিকার সূত্রে আশুতোষ সেনের জমি তাঁর ছেলে অমর্ত্য সেনের নামেই মিউটেশন হওয়া উচিত । পালটা জমি সংক্রান্ত যাবতীয় নথি জমা দেন বিশ্বভারতীর আইনজীবী । দুপক্ষের দীর্ঘ সাওয়াল-জবাবের পরেও কাটেনি অমর্ত্য সেনের জমি জট ৷

অমর্ত্য সেনের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী বলেন, "প্রয়াত আশুতোষ সেনের একটি উইল আমরা জমা দিয়েছি উত্তরাধিকার সূত্র বোঝাতে ৷ জমি দখলের কোনও প্রশ্নই ওঠে না ৷ এই অভিযোগ করা দুঃখজনক । আজ বিশ্বভারতীর আইনজীবী নানা কাগজপত্র ও ভুল যুক্তি এনে জমি দখল প্রমাণ করতে চাইলেন ৷ পরবর্তী শুনানির দিন এখনও ঠিক হয়নি ।"

পালটা বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস বলেন, "মুখ্যমন্ত্রী এসে রাজনীতি করছেন ৷ বিশ্বভারতীর জমি এ ভাবে দখল করা যায় না ৷ 1.25 ডেসিমেল জমি অমর্ত্য সেনের ৷ বাকিটা দখল করে রাখা হয়েছে । পরবর্তী শুনানি কবে হবে জানাবে ।"

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত বলেন, তাঁদের পক্ষ থেকে সব কথা বলা হয়েছে ৷ এ বিষয়ে তাঁদের আইনজীবী সব কথা বলবেন বলে জানান তিনি ৷

অমর্ত্য সেনের জমি জট কাটল না

বোলপুর, 20 ফেব্রুয়ারি: বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দফতরে দীর্ঘ সওয়াল-জবাবের পরেও অমর্ত্য সেনের জমি জট কাটল না (Birbhum News)। একদিকে, অমর্ত্য সেনের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী প্রয়াত আশুতোষ সেনের একটি উইল জমা দেন । পালটা হিসেবে নথি দিয়ে মুখ্যমন্ত্রী অমর্ত্য সেনের (Amartya Sen Land Controversy) জমি নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস ৷ অর্থাৎ জমি জট কাটাতে পরবর্তী শুনানি হতে পারে ৷

উল্লেখ্য, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen News) 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন । এ হেন অভিযোগ তুলে জমি ফিরিয়ে দেওয়ার জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ 3টি চিঠি দিয়েছে ভারতরত্নকে । যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে । এরপরেই এক এক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও সিপিআইএম অমর্ত্য সেনের (Amartya Sen Land Issue) পাশে এসে দাঁড়িয়েছেন ।

Amartya Sen ETV Bharat
অমর্ত্য সেনের জমি নিয়ে শুনানি

কারণ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিভিন্ন সময় অমর্ত্য সেন সম্পর্কে তীর্যক ভাষায় মন্তব্য করেছেন । যদিও এই সবের মাঝে অমর্ত্য সেন বারবার দাবি করেছেন জমি তাঁরই । এমনকী, বিশ্বভারতী কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হবে এই মর্মে আইনজীবী মারফত নোটিশও পাঠিয়েছেন অধ্যাপক সেন ।

বিশ্বভারতীর দাবি, অমর্ত্য সেনের প্রাপ্য 1.25 ডেসিমেল জমি । অমর্ত্য সেনের আইনজীবীর দাবি, অধ্যাপক সেনের পিতা আশুতোষ সেনের নামে 1.38 ডেসিমেল জমি রয়েছে । তাই সম্পূর্ণ জমি মিউটেশনের জন্য বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দফতরে আবেদন করেছিলেন অমর্ত্য সেনের আইনজীবী গোড়াচাঁদ চক্রবর্তী । সেই মতো এ দিন বোলপুর ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সঞ্জয় দাসের তত্ত্বাবধানে অমর্ত্য সেনের আইনজীবী গোড়াচাঁদ চক্রবর্তী ও বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস, ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো জমি সংক্রান্ত শুনানিতে আসেন ।

আরও পড়ুন: জমি বিতর্কে ক্ষমা না-চাইলে বিশ্বভারতীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অমর্ত্য সেনের আইনজীবীর

বিএলএলআরও দফতরে বসা শুনানিতে দীর্ঘক্ষণ দুপক্ষের আইনজীবীর মধ্যে জোর সওয়ার জবাব চলে । জানা গিয়েছে, সোমবার ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের সামনে প্রয়াত আশুতোষ সেনের একটি উইল জমা দেন অমর্ত্য সেনের আইনজীবী । যুক্তি হল, উত্তরাধিকার সূত্রে আশুতোষ সেনের জমি তাঁর ছেলে অমর্ত্য সেনের নামেই মিউটেশন হওয়া উচিত । পালটা জমি সংক্রান্ত যাবতীয় নথি জমা দেন বিশ্বভারতীর আইনজীবী । দুপক্ষের দীর্ঘ সাওয়াল-জবাবের পরেও কাটেনি অমর্ত্য সেনের জমি জট ৷

অমর্ত্য সেনের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী বলেন, "প্রয়াত আশুতোষ সেনের একটি উইল আমরা জমা দিয়েছি উত্তরাধিকার সূত্র বোঝাতে ৷ জমি দখলের কোনও প্রশ্নই ওঠে না ৷ এই অভিযোগ করা দুঃখজনক । আজ বিশ্বভারতীর আইনজীবী নানা কাগজপত্র ও ভুল যুক্তি এনে জমি দখল প্রমাণ করতে চাইলেন ৷ পরবর্তী শুনানির দিন এখনও ঠিক হয়নি ।"

পালটা বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস বলেন, "মুখ্যমন্ত্রী এসে রাজনীতি করছেন ৷ বিশ্বভারতীর জমি এ ভাবে দখল করা যায় না ৷ 1.25 ডেসিমেল জমি অমর্ত্য সেনের ৷ বাকিটা দখল করে রাখা হয়েছে । পরবর্তী শুনানি কবে হবে জানাবে ।"

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত বলেন, তাঁদের পক্ষ থেকে সব কথা বলা হয়েছে ৷ এ বিষয়ে তাঁদের আইনজীবী সব কথা বলবেন বলে জানান তিনি ৷

Last Updated : Feb 20, 2023, 5:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.