ETV Bharat / state

Poush Mela 2021 : বোলপুর ডাকবাংলো মাঠে বিকল্প পৌষমেলা, আয়োজনে বাংলা সংস্কৃতি মঞ্চ - বোলপুরে পৌষমেলার বিকল্প মেলা

ঐতিহ্যবাহী পৌষমেলা (Poush Mela 2021 News) না হলেও দুধের স্বাদ ঘোলে মেটাতে বোলপুরে ডাকবাংলোর মাঠে হতে চলেছে বিকল্প মেলা ৷ নাম অবশ্য পৌষমেলায় থাকছে ৷ বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে বোলপুর ব্যবসায়ী সমিতি ও বোলপুর পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠিত হতে চলেছে এই মেলা (Poush Mela 2021 by Bangla Sanskriti Mancha) ৷

Poush Mela
বোলপুর ডাকবাংলো মাঠ
author img

By

Published : Dec 14, 2021, 10:43 PM IST

বোলপুর, 14 ডিসেম্বর : বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে করোনা পরিস্থিতির জন্য এবারও বন্ধ থাকবে বইমেলা ৷ তাই গতবারের মতো বিকল্প হিসাবে বোলপুর ডাকবাংলো মাঠে বোলপুর ব্যবসায়ী সমিতি ও বোলপুর পৌরসভার সহযোগিতায় পৌষমেলা করতে চলেছে বাংলা সংস্কৃতি মঞ্চ ৷ মেলা করার জন্য জেলা পরিষদের কাছ থেকে অনুমতিও পেয়েছে বাংলা সংস্কৃতি মঞ্চ (Poush Mela 2021 by Bangla Sanskriti Mancha) ৷

2020 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ ছিল ঐতিহ্যবাহী পৌষমেলা । এবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় অনেকে মনে করেছিলেন ছোট করে হলেও পৌষমেলা হবে ৷ কিন্তু এবারেও পৌষমেলা হবে না বলে জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । অথচ এই পৌষমেলার উপর সাংস্কৃতিক মেলবন্ধনের পাশাপাশি নির্ভর করে বোলপুর-শান্তিনিকেতন ও তৎসংলগ্ন এলাকার আর্থ-সামাজিক ব্যবস্থা ।

বোলপুর ডাকবাংলোর মাঠে বসতে চলেছে পৌষমেলার বিকল্প মেলা

তাই বিকল্প হিসাবে বোলপুর ডাকবাংলো মাঠে পৌষমেলা করার উদ্যোগ নিল বাংলা সংস্কৃতি মঞ্চ ৷ মঙ্গলবার বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্য ও বোলপুর ব্যবসায়ী সমিতির সদস্যরা ডাকবাংলো মাঠ ঘুরে দেখে জানান, যেভাবে 23 ডিসেম্বর থেকে শান্তিনিকেতনে পৌষমেলা হত, সেভাবেই একই দিনে ডাকবাংলো মাঠে মেলা হবে ৷ থাকবে বিভিন্ন দোকান ৷ এমনকি মেলার মাঠে পৌষমেলার আদলে একটি মঞ্চ তৈরি করে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ।

আরও পড়ুন : Poush Mela 2021 Cancel : এবারেও বাতিল পৌষমেলা, জানিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ

বোলপুর, 14 ডিসেম্বর : বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে করোনা পরিস্থিতির জন্য এবারও বন্ধ থাকবে বইমেলা ৷ তাই গতবারের মতো বিকল্প হিসাবে বোলপুর ডাকবাংলো মাঠে বোলপুর ব্যবসায়ী সমিতি ও বোলপুর পৌরসভার সহযোগিতায় পৌষমেলা করতে চলেছে বাংলা সংস্কৃতি মঞ্চ ৷ মেলা করার জন্য জেলা পরিষদের কাছ থেকে অনুমতিও পেয়েছে বাংলা সংস্কৃতি মঞ্চ (Poush Mela 2021 by Bangla Sanskriti Mancha) ৷

2020 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ ছিল ঐতিহ্যবাহী পৌষমেলা । এবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় অনেকে মনে করেছিলেন ছোট করে হলেও পৌষমেলা হবে ৷ কিন্তু এবারেও পৌষমেলা হবে না বলে জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । অথচ এই পৌষমেলার উপর সাংস্কৃতিক মেলবন্ধনের পাশাপাশি নির্ভর করে বোলপুর-শান্তিনিকেতন ও তৎসংলগ্ন এলাকার আর্থ-সামাজিক ব্যবস্থা ।

বোলপুর ডাকবাংলোর মাঠে বসতে চলেছে পৌষমেলার বিকল্প মেলা

তাই বিকল্প হিসাবে বোলপুর ডাকবাংলো মাঠে পৌষমেলা করার উদ্যোগ নিল বাংলা সংস্কৃতি মঞ্চ ৷ মঙ্গলবার বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্য ও বোলপুর ব্যবসায়ী সমিতির সদস্যরা ডাকবাংলো মাঠ ঘুরে দেখে জানান, যেভাবে 23 ডিসেম্বর থেকে শান্তিনিকেতনে পৌষমেলা হত, সেভাবেই একই দিনে ডাকবাংলো মাঠে মেলা হবে ৷ থাকবে বিভিন্ন দোকান ৷ এমনকি মেলার মাঠে পৌষমেলার আদলে একটি মঞ্চ তৈরি করে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ।

আরও পড়ুন : Poush Mela 2021 Cancel : এবারেও বাতিল পৌষমেলা, জানিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.