ETV Bharat / state

Deucha Pachami Coal Block : দেউচা-পাচামিতে সুজনদের কালো পতাকা দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - Deucha Pachami Coal Block

বীরভূমের দেউচা-পাচামিতে সিপিআইএম নেতৃত্বকে কালো পতাকা দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে (allegation of showing black flag to cpim leaders at deucha pachami against tmc)

Deucha Pachami
দেউচা-পাচামিতে সুজনদের কালো পতাকা দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
author img

By

Published : Dec 10, 2021, 10:22 PM IST

বোলপুর, ১০ ডিসেম্বর : বীরভূমের দেউচা-পাচামি অঞ্চলের মানুষের সঙ্গে শুক্রবার কথা বলতে গিয়েছিল সিপিআইএম নেতৃত্ব ৷ অভিযোগ, সুজন চক্রবর্তীর নেতৃত্বে সিপিএম নেতারা এদিন যখন এলাকায় যাচ্ছিলেন তখন তাঁদের কালো পতাকা দেখানো হয় ৷ সিপিএম নেতার অভিযোগ, তৃণমূলের লোকজন এই কাজ করেছে ৷ (allegation of showing black flag to cpim leaders at deucha pachami against tmc)

এবিষয়ে সুজন চক্রবর্তী বলেন, "আমরা গ্রামের মানুষদের সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম, তখন আমাদের কালো পতাকা দেখানো হয়েছে। আসলে তৃণমূল এটাকে নিজেদের জমিদারি ভাবে ৷ যা ইচ্ছা তাই করবে ভাবে ৷ কিন্তু এতে আমাদের থামানো যায়নি, আমরা এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি ৷" তিনি আরও বলেন, "এই এলাকার মানুষজন চাইছেন না জমি দিতে ৷ তাঁরা বলছেন, কোথায় যাবেন জীবন-জীবিকা ছেড়ে? কী কাজ পাবেন তারও তো ঠিক নেই ৷ তাই জমি দিতে নারাজ তাঁরা।" এদিন দেউচা-পাচামির দেওয়ানগঞ্জ, হরিণসিঙ্গা প্রভৃতি গ্রামে যান সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, রামচন্দ্র ডোম প্রমুখ ৷

দেউচা-পাচামিতে সুজনদের কালো পতাকা দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আরও পড়ুন : Deucha Pachami Coal Block : দেউচা-পাচামির জমি অধিগ্রহণ নিয়ে শ্বেতপত্র প্রকাশ রাজ্যের

সরকারি পরিকল্পনা অনুয়ায়ী, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও এশিয়া মহাদেশের বৃহত্তম কয়লা খনি হতে চলেছে বীরভূমের দেউচা-পাচামি। ইতিমধ্যে এই প্রকল্পের জন্য রাজ্য সরকার 35 হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। তবে এই প্রকল্পকে সম্পূর্ণ বাস্তবরূপ দিতে প্রায় 20টি গ্রাম থেকে বাসিন্দাদের সরাতে হবে ৷ প্রায় 21 হাজার মানুষের বাস এই এলাকায় ৷ এলাকাবাসীর আশঙ্কা এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু বসতি নয়, বনাঞ্চল, জলাভূমিও ধ্বংস হয়ে যাবে ৷ তাই আদিবাসী অধ্যুষিত এই এলাকার গ্রামবাসীরা জমি দিতে নারাজ ৷

বোলপুর, ১০ ডিসেম্বর : বীরভূমের দেউচা-পাচামি অঞ্চলের মানুষের সঙ্গে শুক্রবার কথা বলতে গিয়েছিল সিপিআইএম নেতৃত্ব ৷ অভিযোগ, সুজন চক্রবর্তীর নেতৃত্বে সিপিএম নেতারা এদিন যখন এলাকায় যাচ্ছিলেন তখন তাঁদের কালো পতাকা দেখানো হয় ৷ সিপিএম নেতার অভিযোগ, তৃণমূলের লোকজন এই কাজ করেছে ৷ (allegation of showing black flag to cpim leaders at deucha pachami against tmc)

এবিষয়ে সুজন চক্রবর্তী বলেন, "আমরা গ্রামের মানুষদের সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম, তখন আমাদের কালো পতাকা দেখানো হয়েছে। আসলে তৃণমূল এটাকে নিজেদের জমিদারি ভাবে ৷ যা ইচ্ছা তাই করবে ভাবে ৷ কিন্তু এতে আমাদের থামানো যায়নি, আমরা এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি ৷" তিনি আরও বলেন, "এই এলাকার মানুষজন চাইছেন না জমি দিতে ৷ তাঁরা বলছেন, কোথায় যাবেন জীবন-জীবিকা ছেড়ে? কী কাজ পাবেন তারও তো ঠিক নেই ৷ তাই জমি দিতে নারাজ তাঁরা।" এদিন দেউচা-পাচামির দেওয়ানগঞ্জ, হরিণসিঙ্গা প্রভৃতি গ্রামে যান সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, রামচন্দ্র ডোম প্রমুখ ৷

দেউচা-পাচামিতে সুজনদের কালো পতাকা দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আরও পড়ুন : Deucha Pachami Coal Block : দেউচা-পাচামির জমি অধিগ্রহণ নিয়ে শ্বেতপত্র প্রকাশ রাজ্যের

সরকারি পরিকল্পনা অনুয়ায়ী, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও এশিয়া মহাদেশের বৃহত্তম কয়লা খনি হতে চলেছে বীরভূমের দেউচা-পাচামি। ইতিমধ্যে এই প্রকল্পের জন্য রাজ্য সরকার 35 হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। তবে এই প্রকল্পকে সম্পূর্ণ বাস্তবরূপ দিতে প্রায় 20টি গ্রাম থেকে বাসিন্দাদের সরাতে হবে ৷ প্রায় 21 হাজার মানুষের বাস এই এলাকায় ৷ এলাকাবাসীর আশঙ্কা এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু বসতি নয়, বনাঞ্চল, জলাভূমিও ধ্বংস হয়ে যাবে ৷ তাই আদিবাসী অধ্যুষিত এই এলাকার গ্রামবাসীরা জমি দিতে নারাজ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.