মল্লারপুর, 5 জানুয়ারি : মহিলার উপর অ্যাসিড হামলা ৷ বীরভূমের মল্লারপুর থানার জমুনি গ্রামের ঘটনা ৷ জখম মহিলাকে রামপুরহাট জেলা স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে ৷
আক্রান্ত মহিলার নাম রেশমি বিবি ৷ জানান, গতরাতে খাওয়ার পর তিনি ঘুমিয়ে পড়েছিলেন ৷ ঘরের জানালা খোলা ছিল ৷ ঘুমন্ত অবস্থায় তাঁর উপর অ্যাসিড হামলা করা হয় ৷ কে বা কারা, কী কারণে হামলা চালিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ৷ আক্রান্ত মহিলা রামপুরহাট জেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন ৷ তাঁর স্বামী শেখ সিরাজুল মুম্বইয়ে কর্মরত ৷
পুলিশ সূত্রে খবর, কার্বোলিক অ্যাসিড ছোড়া হয়েছে ৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷