ETV Bharat / state

"এ'টা লঘু পাপে গুরুদণ্ড", বলছে বিশ্বভারতীর ঘটনায় ধৃতরা

অচিন্ত্য বাগদি বলেন, "আমাদের এক ছাত্রকে মারা হয়েছিল ৷ আমরা সেখানে গেছিলাম কী হয়েছে জানতে ৷ আর হাসপাতালের মধ্যে মারধরের যে অভিযোগ উঠেছে সেটা ভুল ৷ "

author img

By

Published : Jan 16, 2020, 11:37 PM IST

Updated : Jan 17, 2020, 12:00 AM IST

after arrest reaction of two ABVP supporter who arrested in Visva Bharati incident
ধৃত দুই ABVP সদস্য

শান্তিনিকেতন, 16 জানুয়ারি : বিশ্বভারতীতে পড়ুয়াদের মারধরের ঘটনায় অভিযুক্ত দুই ছাত্র নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ তাঁরা ABVP-র সদস্য বলে অভিযোগ । ধৃতদের নাম অচিন্ত্য বাগদি ও সাবির আলি ৷ যদিও ধৃতদের বক্তব্য তারা তৃণমূল কর্মী ৷ অচিন্ত্য বাগদি বলেন, "এটা লঘু পাপে গুরুদণ্ড ৷ "

অভিযোগ, গতকাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হস্টেলের সামনে পড়ুয়াদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে ABVP সদস্যদের বিরুদ্ধে । সেই ঘটনায় জখম হন বাম ছাত্র সংগঠনের সমর্থক স্বপ্ননীল মুখোপাধ্যায় ও ফাল্গুনী পান । তাঁদের উদ্ধার করে বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে ভরতি করা হয় । অভিযোগ, হামলাকারীরা হাসপাতালেও পৌঁছে যায় । সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনেই স্বপ্ননীল ও ফাল্গুনীদের উপর ফের চড়াও হয় হামলাকারীরা । পরে বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তারক্ষীরা হাসপাতালের গেটে তালা লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । আজ সকাল থেকেই অভিযুক্তদের গ্রেপ্তার ও উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ তারপর আজ হামলার অভিযোগে অচিন্ত্য বাগদি ও সাবির আলিকে গ্রেপ্তার করে পুলিশ ।

বিশ্বভারতীর ঘটনায় ধৃত অচিন্ত্য বাগদি ও সাবির আলি

এই ঘটনায় অচিন্ত্য বলেন, "আমাদের এক ছাত্রকে মারা হয়েছিল ৷ আমরা সেখানে গেছিলাম কী হয়েছে জানতে ৷ আর হাসপাতালের মধ্যে মারধরের যে অভিযোগ উঠেছে সেটা ভুল ৷ " উপাচার্যের নির্দেশে সে এই কাজ করেছে কি না জানতে চাওয়া হলে অচিন্ত্য বলে, "উপাচার্যের নির্দেশে কেন করতে যাব ?" তৃণমূলের তরফে টুইট করে জানানো হয়েছে, ধৃতরা তাদের সংগঠনের সদস্য নয় । সেই প্রসঙ্গে অচ্যিন্ত ও সাবির বলেন, "দল যখন বলছে আমরা তাদের কেউ নই, তাহলে আর কিছু বলার নেই । "

শান্তিনিকেতন, 16 জানুয়ারি : বিশ্বভারতীতে পড়ুয়াদের মারধরের ঘটনায় অভিযুক্ত দুই ছাত্র নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ তাঁরা ABVP-র সদস্য বলে অভিযোগ । ধৃতদের নাম অচিন্ত্য বাগদি ও সাবির আলি ৷ যদিও ধৃতদের বক্তব্য তারা তৃণমূল কর্মী ৷ অচিন্ত্য বাগদি বলেন, "এটা লঘু পাপে গুরুদণ্ড ৷ "

অভিযোগ, গতকাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হস্টেলের সামনে পড়ুয়াদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে ABVP সদস্যদের বিরুদ্ধে । সেই ঘটনায় জখম হন বাম ছাত্র সংগঠনের সমর্থক স্বপ্ননীল মুখোপাধ্যায় ও ফাল্গুনী পান । তাঁদের উদ্ধার করে বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে ভরতি করা হয় । অভিযোগ, হামলাকারীরা হাসপাতালেও পৌঁছে যায় । সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনেই স্বপ্ননীল ও ফাল্গুনীদের উপর ফের চড়াও হয় হামলাকারীরা । পরে বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তারক্ষীরা হাসপাতালের গেটে তালা লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । আজ সকাল থেকেই অভিযুক্তদের গ্রেপ্তার ও উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ তারপর আজ হামলার অভিযোগে অচিন্ত্য বাগদি ও সাবির আলিকে গ্রেপ্তার করে পুলিশ ।

বিশ্বভারতীর ঘটনায় ধৃত অচিন্ত্য বাগদি ও সাবির আলি

এই ঘটনায় অচিন্ত্য বলেন, "আমাদের এক ছাত্রকে মারা হয়েছিল ৷ আমরা সেখানে গেছিলাম কী হয়েছে জানতে ৷ আর হাসপাতালের মধ্যে মারধরের যে অভিযোগ উঠেছে সেটা ভুল ৷ " উপাচার্যের নির্দেশে সে এই কাজ করেছে কি না জানতে চাওয়া হলে অচিন্ত্য বলে, "উপাচার্যের নির্দেশে কেন করতে যাব ?" তৃণমূলের তরফে টুইট করে জানানো হয়েছে, ধৃতরা তাদের সংগঠনের সদস্য নয় । সেই প্রসঙ্গে অচ্যিন্ত ও সাবির বলেন, "দল যখন বলছে আমরা তাদের কেউ নই, তাহলে আর কিছু বলার নেই । "

Intro:মামলার সরকারি আইনজীবী ফিরোজ কুমার পাল Body:বাইট, স্টিল Conclusion:
Last Updated : Jan 17, 2020, 12:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.