ETV Bharat / state

গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনা

author img

By

Published : Feb 14, 2020, 7:20 PM IST

রাজ্য অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের তরফে গুণীজন সংবর্ধনা দেওয়া হল বোলপুরের গীতাঞ্জলীর প্রেক্ষাগৃহে ৷ দুইজনকে সিধু-কানহো স্মৃতি পুরষ্কার দেওয়া হয় ৷

prpgramme
আদিবাসী গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান

বোলপুর, 14 ফেব্রুয়ারি: গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হল বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে । উপস্থিত ছিলেন, রাজ্যের আদিবাসী অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু, উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা, বীরভূম জেলাশাসক মৌমিতা গোদারা বসু সহ অন্যান্য আধিকারিক ও জন প্রতিনিধিরা ৷ বীরভূমসহ অন্যান্য জেলা থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই অনুষ্ঠানে অংশ নেন ৷

শান্তিনিকেতনের কালাচাঁদ মাহালি ও পশ্চিম মেদিনীপুরের দুর্গাপ্রসাদ হেমব্রমকে সিধু-কানহো স্মৃতি পুরষ্কার দেওয়া হয় রাজ্য অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের তরফে । এছাড়া, আদিবাসী উন্নয়ন মূলক একাধিক কর্মসূচি নেওয়া হয় । রাজ্য বাজেটে আদিবাসী ও তপশিলি জাতি, উপজাতিদের জন্য দু'টি নতুন প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

'নয়া' ও 'জয় জহার' নামে এই দু'টি প্রকল্পের মাধ্যমে 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত আদিবাসী ভাতা পান না তাঁদের মাসিক 1000 টাকা করে দেওয়া হবে ৷ এই প্রকল্পের কাজ শুরু হয় আজ থেকে ৷ স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত ভূমিপুত্র-নেতা জরুরি ভূমিকা পালন করেছেন তাঁদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় আজ ।

বোলপুর, 14 ফেব্রুয়ারি: গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হল বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে । উপস্থিত ছিলেন, রাজ্যের আদিবাসী অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু, উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা, বীরভূম জেলাশাসক মৌমিতা গোদারা বসু সহ অন্যান্য আধিকারিক ও জন প্রতিনিধিরা ৷ বীরভূমসহ অন্যান্য জেলা থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই অনুষ্ঠানে অংশ নেন ৷

শান্তিনিকেতনের কালাচাঁদ মাহালি ও পশ্চিম মেদিনীপুরের দুর্গাপ্রসাদ হেমব্রমকে সিধু-কানহো স্মৃতি পুরষ্কার দেওয়া হয় রাজ্য অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের তরফে । এছাড়া, আদিবাসী উন্নয়ন মূলক একাধিক কর্মসূচি নেওয়া হয় । রাজ্য বাজেটে আদিবাসী ও তপশিলি জাতি, উপজাতিদের জন্য দু'টি নতুন প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

'নয়া' ও 'জয় জহার' নামে এই দু'টি প্রকল্পের মাধ্যমে 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত আদিবাসী ভাতা পান না তাঁদের মাসিক 1000 টাকা করে দেওয়া হবে ৷ এই প্রকল্পের কাজ শুরু হয় আজ থেকে ৷ স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত ভূমিপুত্র-নেতা জরুরি ভূমিকা পালন করেছেন তাঁদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় আজ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.