দুবরাজপুর, 14 অগাস্ট : দুবরাজপুর থানায় বিস্ফোরণ। থানায় মালখানায় বিস্ফোরণে আহত এক আসামি । হাতে আঘাত লাগে এক সিভিক ভলেন্টিয়ারের । জানা গিয়েছে, আসামিকে বর্ধমানের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। দুবরাজপুর থানার OC মাধবচন্দ্র মণ্ডল বলেন, "একজন আহত হয়েছে। সে এখন ভালো আছে।"
জানা গিয়েছে, মজুত বারুদ অসাবধানতা বশত বিস্ফোরণ হয় । যদিও, পুলিশের দাবি, ব্যাটারি বিস্ফোরণ হয়েছে । মালখানায় বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হয় এক আসামি। তাকে বর্ধমান জেলার এক বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা করানো হচ্ছে । হাতে আঘাত লাগে এক সিভিক ভলেন্টিয়ারের । ঠিক কীভাবে বিস্ফোরণ ঘটেছে সঠিক জানা যাচ্ছে না।
থানার ভিতরে বিস্ফোরণ নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে । প্রসঙ্গত, এই কয়েক দিনে বীরভূমের নানুর, পাড়ুই, ইলামবাজার প্রভৃতি জায়গা থেকে বোমা উদ্ধার করে পুলিশ, বিস্ফোরণের ঘটনাও ঘটে। যা নিয়ে শান্তিনিকেতনের হলকর্ষণ অনুষ্ঠানে এসে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনকড়।