সিউড়ি, ২৩ ফেব্রুয়ারি : আদিবাসীদের আন্দোলনে সকাল থেকে স্তব্ধ সিউড়ি শহরের সমস্ত বাস চলাচল। গতকাল রাতে বাসের ধাক্কায় মৃত্যু হয় রামেশ্বর মুর্মু নামে এক ব্যক্তির। এই ঘটনার প্রতিবাদে আজ সকালে হাতে তির-ধনুক, বাঁশ নিয়ে সিউড়ি বাসস্ট্যান্ড অবরুদ্ধ করে দেন কয়েকশো আদিবাসী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
গতকাল সন্ধ্যায় দুবরাজপুর থেকে সিউড়ি ঢোকার মুখে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রামেশ্বর মুর্মু নামে এক ব্যক্তিকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার মৃত্যু হয়। এর মাঝে চম্পট দেয় বাসচালক ও খালাসি। আদিবাসীদের নেতৃত্ব দিতে গিয়ে রবীন সোরেন, ঘাতক বাসের মালিককে আলোচনায় বসার কথা বলেন। কিন্তু, তাঁর অভিযোগ, মালিকরা আলোচনায় না বসে রামেশ্বরের পরিবারকে হুমকি দেয়।
এর প্রতিবাদে ক্ষুব্ধ আদিবাসীরা আজ হাতে তির-ধনুক, বাঁশ নিয়ে সকাল থেকে সিউড়ি বাসস্ট্যান্ড অবরোধ করেন। বন্ধ হয়ে যায় সিউড়ি থেকে সমস্ত রুটের বাস চলাচল। সরকারি বাস চলাচলেও বাধা দেয় আন্দোলনকারীরা। একটি বাস বেরোতে গেলে তাতে অল্প ভাঙচুর চালিয়ে চালককে মারধর করে নামিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থানে আসে সিউড়ি থানার পুলিশ। পরে অবরোধ উঠে যায়।
![undefined](https://s3.amazonaws.com/saranyu-test/etv-bharath-assests/images/ad.png)