বোলপুর, 28 মে : বোলপুরে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত এক যুবক । ধৃতের কাছ থেকে একটি দেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ ।
অভিযোগ, বোলপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মিশন কম্পাউন্ডে তৃণমূল কার্যালয়ের সামনে পিস্তল হাতে ঘোরাঘুরি করছিল সচিন চন্দ্র নামের স্থানীয় ওই যুবক ৷ সে এলাকায় বিজেপি কর্মী হিসাবে পরিচিত ।
আরও পড়ুন : যশের অভিঘাতে ডুবল মালদা শহর, রেহাই নেই জেলাশাসক ভবনেরও
স্থানীয় তৃণমূল কর্মী পায়েল ভট্টাচার্য জানান, যশ-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ, সামলানোর জন্য এলাকায় কাজ করছিলেন তারা ৷ সেখানে ওই যুবক এসে তাঁদের সঙ্গে কথা বলতে শুরু করে ৷ উপস্থিত তৃণমূল কর্মীদের একজন খেয়াল করেন যে ওই যুবকের কাছে বন্দুক রয়েছে ৷ তারা ওই যুবক ধরে মারধর করে ৷ পরে পুলিশে খবর দেওয়া হয় ৷ বোলপুর থানার পুলিশ এসে ওই যুবককে থানায় নিয়ে যায় ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷
মহিলা তৃণমূল কর্মীর অভিযোগ, "ওই ছেলেটি বিজেপি কর্মী । আমি ও আরেকজন তৃণমূলের তরফে পাড়ার দায়িত্বে রয়েছি । মনে হয় আমাদের মারতে এসেছিল । তাই আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি ৷ পুলিশ তদন্ত করে দেখুক ।"