ETV Bharat / state

এসটিএফ ও বীরভূম পুলিশের যৌথ অভিযানে উদ্ধার পিস্তল-গুলি-বিস্ফোরক - recovered pistols-bullets-explosives

সিউড়ি লাগোয়া 60 নম্বর জাতীয় সড়কে আগে থেকেই উপস্থিত ছিল স্পেশাল টাস্ক ফোর্স (STF) ও বীরভূম পুলিশের বিশেষ দল ৷ সেই সময় পাচারের জন্য একটি ট্রাকে করে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল । সেই ট্রাকটিকে আটক করে পুলিশ ৷

এসটিএফ ও বীরভূম পুলিশের যৌথ অভিযান উদ্ধার পিস্তল-গুলি-বিস্ফোরক
এসটিএফ ও বীরভূম পুলিশের যৌথ অভিযান উদ্ধার পিস্তল-গুলি-বিস্ফোরক
author img

By

Published : Jun 6, 2021, 8:09 PM IST

সিউড়ি, 6 জুন : স্পেশাল টাস্ক ফোর্স ও বীরভূম জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করল পিস্তল, গুলি এবং বিস্ফোরক । এদিন একটি প্রেস বিবৃতি দিয়ে জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী এই বিষয়ে জানিয়েছেন ।

জানা গিয়েছে, সিউড়ি লাগোয়া 60 নম্বর জাতীয় সড়কে আগে থেকেই উপস্থিত ছিল স্পেশাল টাস্ক ফোর্স (STF) ও বীরভূম পুলিশের বিশেষ দল ৷ সেই সময় পাচারের জন্য একটি ট্রাকে করে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল । সেই ট্রাকটিকে আটক করে 5টি আধুনিক মানের 7এম এম পিস্তল, 10টি ম্যাগাজিন, 30 রাউণ্ড গুলি, 20 কেজি বিস্ফোরক উদ্ধার হয় ।

বিহার থেকে বীরভূমের রামপুরহাটের দিকে যাচ্ছিল ট্রাকটি । ঘটনায় দু‘জনকে গ্রেফতার করেছে পুলিশ । প্রথমে পুলিশকে দেখে ট্রাকটিকে নিয়ে পালানোর চেষ্টা চালায় দুষ্কৃতীরা । কিছুটা ধাওয়া করেই তাদের ধরে ফেলে পুলিশ । এই ঘটনায় সিউড়ি থানার পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে । এদিন একটি প্রেস বিবৃতি দিয়েছেন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী । সেখানে উল্লেখ রয়েছে, যৌথ অপারেশন চালিয়েই এই সফলতা পুলিশের ।

আরও পড়ুন : লাভজনক, তাই সূর্যমুখী চাষে ঝোঁক বাড়ছে বীরভূমের চাষিদের

সিউড়ি, 6 জুন : স্পেশাল টাস্ক ফোর্স ও বীরভূম জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করল পিস্তল, গুলি এবং বিস্ফোরক । এদিন একটি প্রেস বিবৃতি দিয়ে জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী এই বিষয়ে জানিয়েছেন ।

জানা গিয়েছে, সিউড়ি লাগোয়া 60 নম্বর জাতীয় সড়কে আগে থেকেই উপস্থিত ছিল স্পেশাল টাস্ক ফোর্স (STF) ও বীরভূম পুলিশের বিশেষ দল ৷ সেই সময় পাচারের জন্য একটি ট্রাকে করে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল । সেই ট্রাকটিকে আটক করে 5টি আধুনিক মানের 7এম এম পিস্তল, 10টি ম্যাগাজিন, 30 রাউণ্ড গুলি, 20 কেজি বিস্ফোরক উদ্ধার হয় ।

বিহার থেকে বীরভূমের রামপুরহাটের দিকে যাচ্ছিল ট্রাকটি । ঘটনায় দু‘জনকে গ্রেফতার করেছে পুলিশ । প্রথমে পুলিশকে দেখে ট্রাকটিকে নিয়ে পালানোর চেষ্টা চালায় দুষ্কৃতীরা । কিছুটা ধাওয়া করেই তাদের ধরে ফেলে পুলিশ । এই ঘটনায় সিউড়ি থানার পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে । এদিন একটি প্রেস বিবৃতি দিয়েছেন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী । সেখানে উল্লেখ রয়েছে, যৌথ অপারেশন চালিয়েই এই সফলতা পুলিশের ।

আরও পড়ুন : লাভজনক, তাই সূর্যমুখী চাষে ঝোঁক বাড়ছে বীরভূমের চাষিদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.