ETV Bharat / state

Tarapith : চারতলা থেকে ঝাঁপ যুবকের, হাসপাতালে ভর্তি না করে চোর সন্দেহে পেটাল স্থানীয়রা - তারাপীঠে চোর সন্দেহে বেঁধে মার

তারাপীঠে চোর সন্দেহে এক যুবককে বেঁধে রেখে মারধর করে স্থানীয়রা ৷ মাথা, পা ফেটে রক্ত বেরোলেও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি ৷

Tarapith
Tarapith
author img

By

Published : Aug 12, 2021, 7:31 AM IST

তারাপীঠ, 11 অগস্ট : মারের ভয়ে চারতলা থেকে ঝাঁপ দিয়েছিলেন ৷ কিন্তু তাতেও রেহাই মিলল না ৷ অত উঁচু থেকে নিচে পড়ার পর হাসপাতালে না নিয়ে গিয়ে চোর সন্দেহে বেঁধে রেখে গণধোলাই দিল এলাকাবাসী ৷ বীরভূমের তারাপীঠে এমনই অমানবিক ছবি দেখা গিয়েছে ৷

জানা গিয়েছে, বুধবার বিকেলে তারাপীঠের একটি হোটেলে ঢুকে পড়ে এক যুবক । চোর সন্দেহে তাঁকে ঘিরে ফেলেন হোটেল কর্মীরা । ভয়ে পালাতে গিয়ে চারতলা থেকে ঝাঁপ দেয় ওই যুবক । গুরুতর জখম অবস্থায় নর্দমার মধ্যে পড়েছিলেন তিনি ৷ মাথার পিছনে আঘাত রয়েছে ৷ পায়ের আঙুলও জখম হয়েছে ৷ স্থানীয়রা তা দেখে চোর সন্দেহে তাঁকে ঘিরে ধরে । গুরুতর জখম ওই যুবককে হাসপাতাল না নিয়ে গিয়ে, চোর সন্দেহে হাত পা বেঁধে ফেলে রাখে এলাকার লোকজন । চলে উত্তম মধ্যম ৷

আরও পড়ুন : Cyber Crime : সোশ্যাল মিডিয়ায় যুবতির বিকৃত ছবি পোস্ট, গ্রেফতার ব্যবসায়ী

খবর পেয়ে তারাপীঠ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে । তাঁর পরিচয় জানা যায়নি । শুধুমাত্র মারের ভয়ে এত উঁচু থেকে ঝাঁপ দিতে গেল কেন তাও স্পষ্ট নয় । রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবককে ভর্তি করা হয়েছে ।

তারাপীঠ, 11 অগস্ট : মারের ভয়ে চারতলা থেকে ঝাঁপ দিয়েছিলেন ৷ কিন্তু তাতেও রেহাই মিলল না ৷ অত উঁচু থেকে নিচে পড়ার পর হাসপাতালে না নিয়ে গিয়ে চোর সন্দেহে বেঁধে রেখে গণধোলাই দিল এলাকাবাসী ৷ বীরভূমের তারাপীঠে এমনই অমানবিক ছবি দেখা গিয়েছে ৷

জানা গিয়েছে, বুধবার বিকেলে তারাপীঠের একটি হোটেলে ঢুকে পড়ে এক যুবক । চোর সন্দেহে তাঁকে ঘিরে ফেলেন হোটেল কর্মীরা । ভয়ে পালাতে গিয়ে চারতলা থেকে ঝাঁপ দেয় ওই যুবক । গুরুতর জখম অবস্থায় নর্দমার মধ্যে পড়েছিলেন তিনি ৷ মাথার পিছনে আঘাত রয়েছে ৷ পায়ের আঙুলও জখম হয়েছে ৷ স্থানীয়রা তা দেখে চোর সন্দেহে তাঁকে ঘিরে ধরে । গুরুতর জখম ওই যুবককে হাসপাতাল না নিয়ে গিয়ে, চোর সন্দেহে হাত পা বেঁধে ফেলে রাখে এলাকার লোকজন । চলে উত্তম মধ্যম ৷

আরও পড়ুন : Cyber Crime : সোশ্যাল মিডিয়ায় যুবতির বিকৃত ছবি পোস্ট, গ্রেফতার ব্যবসায়ী

খবর পেয়ে তারাপীঠ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে । তাঁর পরিচয় জানা যায়নি । শুধুমাত্র মারের ভয়ে এত উঁচু থেকে ঝাঁপ দিতে গেল কেন তাও স্পষ্ট নয় । রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবককে ভর্তি করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.