ETV Bharat / state

নানুরের সাঁতরা গ্রামে উদ্ধার 50টি তাজা বোমা - নানুরের সাঁতরা গ্রামে উদ্ধার 50টি তাজা বোমা

সাঁতরা গ্রাম থেকে উদ্ধার হল 50টি তাজা বোমা । ঘটনাস্থানে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে CID-র বম স্কয়্যাড ৷

তাজা বোমা
author img

By

Published : Sep 13, 2019, 1:44 PM IST

নানুর, 13 সেপ্টেম্বর : BJP কর্মীর মৃত্যু ঘিরে কয়েকদিন ধরেই উত্তপ্ত নানুর ৷ এর মাঝেই সেখানকার সাঁতরা গ্রাম থেকে উদ্ধার হল 50টি তাজা বোমা । ঘটনাস্থানে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে CID-র বম স্কয়্যাড ৷

সোর্স মারফত খবর পেয়ে আজ গ্রামের একটি পরিত্যক্ত পোল্ট্রি ফার্ম থেকে দু'টি ড্রাম ভরতি তাজা বোমা উদ্ধার করে পুলিশ । খবর দেওয়া হয় CID-র বম স্কয়্যাডকে ৷ তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে ৷

কয়েকদিন আগেই নানুরের রামকৃষ্ণপুর গ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় BJP কর্মী স্বরূপ গড়াইয়ের । এই ঘটনায় তৃণমূল পরিচালিত জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । ঘটনার পর থেকেই পুলিশের খাতায় ফেরার কেরিম খান । যদিও, অনুব্রত মণ্ডলের সঙ্গে জেলা কমিটির বৈঠকে তাঁকে দেখা গেছে । আর তিনি যে গ্রামের বাসিন্দা সেখান থেকেই আজ উদ্ধার হল তাজা বোমা ৷

নানুর, 13 সেপ্টেম্বর : BJP কর্মীর মৃত্যু ঘিরে কয়েকদিন ধরেই উত্তপ্ত নানুর ৷ এর মাঝেই সেখানকার সাঁতরা গ্রাম থেকে উদ্ধার হল 50টি তাজা বোমা । ঘটনাস্থানে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে CID-র বম স্কয়্যাড ৷

সোর্স মারফত খবর পেয়ে আজ গ্রামের একটি পরিত্যক্ত পোল্ট্রি ফার্ম থেকে দু'টি ড্রাম ভরতি তাজা বোমা উদ্ধার করে পুলিশ । খবর দেওয়া হয় CID-র বম স্কয়্যাডকে ৷ তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে ৷

কয়েকদিন আগেই নানুরের রামকৃষ্ণপুর গ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় BJP কর্মী স্বরূপ গড়াইয়ের । এই ঘটনায় তৃণমূল পরিচালিত জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । ঘটনার পর থেকেই পুলিশের খাতায় ফেরার কেরিম খান । যদিও, অনুব্রত মণ্ডলের সঙ্গে জেলা কমিটির বৈঠকে তাঁকে দেখা গেছে । আর তিনি যে গ্রামের বাসিন্দা সেখান থেকেই আজ উদ্ধার হল তাজা বোমা ৷

Intro:নানুর, ১৩ সেপ্টেম্বরঃ নানুরের সাঁতরা গ্রাম থেকে উদ্ধার ড্রাম ভর্তি প্রায় ৫০ টি তাজা বোমা। প্রসঙ্গত, নানুরে নিহত বিজেপি কর্মীর খুনে মূল অভিযুক্ত তৃণমূলের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানের গ্রাম থেকে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বোমা গুলি ফাঁটিয়ে নিষ্ক্রিয় করে সিআইডি বম্ব স্কয়ার্ড।

নানুরের থুপসরা গ্রাম পঞ্চায়েতের সাঁতরা গ্রামে একটি পরিত্যক্ত পোল্ট্রি ফার্ম থেকে দুটি প্ল্যাস্টিকের ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। কয়েক দিন আগেই নানুরের রামকৃষ্ণপুর গ্রামে গুলি বিদ্ধ হয়ে খুন হয় বিজেপি কর্মী স্বরূপ গড়াই। এই ঘটনায় তৃণমূলের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান সহ ১১ জনের নামে অভিযোগ দায়ের হয়। ঘটনার পর থেকেই পুলিশের খাতায় ফেরার স্থানীয় নেতা এই কেরিম। যদিও, অনুব্রত মণ্ডলের সঙ্গে জেলা কমিটির বৈঠকে দেখা গিয়েছে তাকে। এবার তারই গ্রামে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামের বাইরে ফাঁকা জায়গায় বোমা গুলি ফাঁটিয়ে নিষ্ক্রিয় করে সি আই ডি বম্ব স্কয়ার্ড।Body:নানুর, ১৩ সেপ্টেম্বরঃ নানুরের সাঁতরা গ্রাম থেকে উদ্ধার ড্রাম ভর্তি প্রায় ৫০ টি তাজা বোমা। প্রসঙ্গত, নানুরে নিহত বিজেপি কর্মীর খুনে মূল অভিযুক্ত তৃণমূলের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানের গ্রাম থেকে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বোমা গুলি ফাঁটিয়ে নিষ্ক্রিয় করে সিআইডি বম্ব স্কয়ার্ড।

নানুরের থুপসরা গ্রাম পঞ্চায়েতের সাঁতরা গ্রামে একটি পরিত্যক্ত পোল্ট্রি ফার্ম থেকে দুটি প্ল্যাস্টিকের ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। কয়েক দিন আগেই নানুরের রামকৃষ্ণপুর গ্রামে গুলি বিদ্ধ হয়ে খুন হয় বিজেপি কর্মী স্বরূপ গড়াই। এই ঘটনায় তৃণমূলের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান সহ ১১ জনের নামে অভিযোগ দায়ের হয়। ঘটনার পর থেকেই পুলিশের খাতায় ফেরার স্থানীয় নেতা এই কেরিম। যদিও, অনুব্রত মণ্ডলের সঙ্গে জেলা কমিটির বৈঠকে দেখা গিয়েছে তাকে। এবার তারই গ্রামে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামের বাইরে ফাঁকা জায়গায় বোমা গুলি ফাঁটিয়ে নিষ্ক্রিয় করে সি আই ডি বম্ব স্কয়ার্ড।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.