ETV Bharat / state

রামপুরহাটে পথ দুর্ঘটনায় মৃত 5 - birbhum Road accident

রামপুরহাটের বিনোদপুরের 60 নম্বর জাতীয় সড়কের উপর চারচাকা গাড়ি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ ৷ মৃত্যু হয়েছে দুই কিশোরসহ পাঁচজনের ৷ মৃতদের মধ্যে রয়েছে একজন গর্ভবতী মহিলাও ৷

birbhum Road accident
হাসপাতালের ছবি
author img

By

Published : Dec 23, 2019, 9:27 PM IST

Updated : Dec 23, 2019, 11:52 PM IST

রামপুরহাট, 23 ডিসেম্বর : রামপুরহাট থানার বিনোদপুরের ৬০ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনা ৷ মৃত্যু হয়েছে দুই কিশোরসহ পাঁচজনের ৷ চারচাকা গাড়ির সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা । আহত 16 জন । তাদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে । মৃতেরা প্রত্যেকে ঝাড়খণ্ডের পলশা এলাকার বাসিন্দা ।


ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যে নাগাদ ৷ এক গর্ভবতী মহিলাকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করার জন্য পলশা থেকে রামপুরহাট নিয়ে যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্ত চারচাকা গাড়িটি ৷ অপর দিক তারাপীঠ থেকে ট্রাক্টরে করে বাড়ি ফিরছিলেন প্রায় 55 জন ৷ তাঁদের প্রত্যেকে পরিহারগ্রামে বাসিন্দা । রামপুরহাট থানার বিনোদপুর গ্রামের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনাটি ৷

দেখুন ভিডিয়ো

অন্য একটি চারচাকা গাড়ি ট্রাক্টরটিকে ওভারটেক করতে যায় । নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর ও দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির মুখোমুখি সংঘর্ষ বাধে । ঘটনাস্থানেই মৃত্যু হয় চারচাকার চালকসহ তিনজনের । রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে মারা যান আরও দুই ব্যক্তি । মৃতদের মধ্যে রয়েছে একজন গর্ভবতী মহিলাও ৷

আহতদের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালুহা পঞ্চায়েতের কড়িহাপুর গ্রাম থেকে একটি ট্রাক্টর করে তারাপীঠ শ্মাশনে শব দাহ করতে গিয়েছিল ৫৫ জন। ফেরার পথে বিনোধপুর মোড়ের কাছে পানাগড়মুখী একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে।

রামপুরহাট, 23 ডিসেম্বর : রামপুরহাট থানার বিনোদপুরের ৬০ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনা ৷ মৃত্যু হয়েছে দুই কিশোরসহ পাঁচজনের ৷ চারচাকা গাড়ির সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা । আহত 16 জন । তাদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে । মৃতেরা প্রত্যেকে ঝাড়খণ্ডের পলশা এলাকার বাসিন্দা ।


ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যে নাগাদ ৷ এক গর্ভবতী মহিলাকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করার জন্য পলশা থেকে রামপুরহাট নিয়ে যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্ত চারচাকা গাড়িটি ৷ অপর দিক তারাপীঠ থেকে ট্রাক্টরে করে বাড়ি ফিরছিলেন প্রায় 55 জন ৷ তাঁদের প্রত্যেকে পরিহারগ্রামে বাসিন্দা । রামপুরহাট থানার বিনোদপুর গ্রামের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনাটি ৷

দেখুন ভিডিয়ো

অন্য একটি চারচাকা গাড়ি ট্রাক্টরটিকে ওভারটেক করতে যায় । নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর ও দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির মুখোমুখি সংঘর্ষ বাধে । ঘটনাস্থানেই মৃত্যু হয় চারচাকার চালকসহ তিনজনের । রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে মারা যান আরও দুই ব্যক্তি । মৃতদের মধ্যে রয়েছে একজন গর্ভবতী মহিলাও ৷

আহতদের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালুহা পঞ্চায়েতের কড়িহাপুর গ্রাম থেকে একটি ট্রাক্টর করে তারাপীঠ শ্মাশনে শব দাহ করতে গিয়েছিল ৫৫ জন। ফেরার পথে বিনোধপুর মোড়ের কাছে পানাগড়মুখী একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে।

Intro:Body:রামপুরহাট, ২৩ ডিসেম্বর: সন্ধ্যে ৬:৩০মিনিট নাগাদ রামপুরহাট থানার বিনোদপুরে ৬০ নং জাতীয় সড়কে টাটা সুমোর সঙ্গে ট্রলিতে যাত্রী বোঝায় ট্রাকটরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। ঘটনা স্থলে একটি বাচ্চাসহ মৃতু ৫ জন, আহত ১৫। আশঙ্কায় জনক অবস্থায় ৫ জন। আহতদের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কালুহা পঞ্চায়েতের কড়িহাপুর গ্রাম থেকে একটি ট্রাকটরে করে তারপীঠ শ্মাশনে শব দাহ করতে গিয়ে ছিল ৫৫ জন। ফেরার পথে বিনোধপুর মোড়ের কাছে পানাগড় মুখি একটি টাটা সুমো নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটরে ধাক্কা মারে। ঘটনাস্থলে ট্রাকটরের দুজন যাত্রী ও টাটাসুমোর একজনের মৃত্যু হয়। ট্রাকটরের যাত্রী অক্ষয় কোনাই জানান, “শব দাহ করে আসার সময় টাটা সুমো এসে আমাদের ট্রাকটরে ধাক্কা মারে। আমাদের গ্রামেরই দুজন মারা যায়” মৃত ব্যাক্তির এখনও নাম ঠিকানা জানা যায় নি। Conclusion:
Last Updated : Dec 23, 2019, 11:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.