ETV Bharat / state

joydev kenduli mela 2022 begins: হাতেগোনা পুণ্যার্থী, শুরু হল 400 বছরের প্রাচীন জয়দেব মেলা - মকরসংক্রান্তি 2022

হাতেগোনা পুণ্যার্থী নিয়েই শুরু হল 400 বছরের প্রাচীন জয়দেবের মেলা (joydev kenduli mela 2022 begins)৷ মকরসংক্রান্তিতে পূণ্যস্নান সারছেন কয়েকজন (400 years old joydev kenduli mela)৷ বাউল-ফকিরের সংখ্য়াও নেই বললেই চলে ৷

400 years old joydev kenduli mela 2022 begins
হাতে গোনা পুণ্যার্থী, শুরু হল 400 বছরের প্রাচীন জয়দেব মেলা
author img

By

Published : Jan 14, 2022, 10:17 AM IST

Updated : Jan 14, 2022, 6:17 PM IST

জয়দেব, 14 জানুয়ারি: শুরু হল প্রায় 400 বছরের প্রাচীন জয়দেব-কেন্দুলির মেলা (joydev kenduli mela 2022 begins) ৷ প্রথা অনুযায়ী মকর সংক্রান্তির (Makar Sankranti 2022 news) দিনে অজয় নদের তীরে পুণ্যস্নান সারছেন পুণ্যার্থীরা । তবে করোনার প্রকোপে একেবারের ভিড় নেই মেলায় ৷ মেলা এবার প্রায় বাউল-ফকির শূন্য বলা যায় ৷ রাধা-বিনোদের মন্দিরে পুজো দেওয়ার লাইন নেই ৷ সব মিলিয়ে বেশ কিছুটা ম্লান জয়দেবের মেলা ।

1683 সালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র বীরভূমের (Birbhum news) অজয় নদের তীরে রাধা-বিনোদের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন । এই স্থানটির সঙ্গে কবি জয়দেবের নাম জড়িয়ে আছে ৷ মন্দিরের গায়ে টেরাকোটার কাজের মাধ্যমে বর্ণিত আছে পৌরাণিক কাহিনীসমূহ । 400 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী জয়দেব-কেন্দুলির মেলা ৷

400 years old joydev kenduli mela 2022 begins
মেলায় সাধু-সন্তরা

2021 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ ছিল এই মেলা । তবে মকর সংক্রান্তির দিন অজয় নদে পুণ্যস্নান সেরেছিলেন পুণ্যার্থীরা । এই বছর মেলা না হওয়ারই কথা ছিল ৷ কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনিক ছাড়পত্র মেলায় এই বছর মেলার আয়োজন করা হয়েছে । বসেছে দোকান-পাট, গুটিকতক আখড়া ।

আরও পড়ুন: কোরোনার কারণে এবার বন্ধ জয়দেব মেলা

সকাল থেকেই চলছে পূণ্যস্নান । তবে একেবারেই ভিড় নেই মেলায় ও স্নানের ঘাটে ৷ প্রতি বছর লক্ষাধিক মানুষের ঢল নামে জয়দেব মেলায় ৷ তিল ধারণের জায়গা থাকে না ৷ করোনার প্রকোপে মেলার দৃশ্যটা সম্পূর্ণ ভিন্ন ৷ রাধা-বিনোদের মন্দিরে পুজোর দীর্ঘ লাইন দেখা যেত ৷ এবছর হাতে গোনা ভক্ত এক এক করে গিয়ে পুজো দিচ্ছেন ৷ সব মিলিয়ে ম্লান কবি জয়দেবের স্মৃতিবিজড়িত এই মেলা ৷

400 years old joydev kenduli mela 2022 begins
হাতে গোনা পুণ্যার্থী, শুরু হল 400 বছরের প্রাচীন জয়দেব মেলা

তবে মেলার নিরাপত্তা ব্যবস্থা যথারীতি আঁটোসাটো করা হয়েছে । প্রায় 2000 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে । নজরদারির জন্য রয়েছে 70টি সিসিটিভি, 7টি ওয়াচ টাওয়ার ৷ ড্রোন ক্যামেরার মাধ্যমেও চলছে নজরদারি । ইভটিজিং, কেপমারি রুখতে সাদা পোশাকের পুলিশ রয়েছে মেলা প্রাঙ্গণে । এছাড়া, স্নানের ঘাটে বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন রয়েছে, রয়েছে লাইফ বোট ৷

400 years old joydev kenduli mela 2022 begins
চলছে পূণ্যস্নান

মেলায় আগত পুণ্যার্থীদের মন খারাপ । তাঁরা বলছেন, "এমন মেলা আগে দেখিনি ৷ এবার একেবারেই ভিড় নেই ৷ অন্যান্য বার পা ফেলার জায়গা থাকে না ৷ এবার কিছুই নেই মেলায় ৷"

হাতেগোনা পুণ্যার্থী, শুরু হল 400 বছরের প্রাচীন জয়দেব মেলা

আরও পড়ুন: Joydev Kenduli Mela 2022 : গঙ্গাসাগরের পর শুরু হচ্ছে জয়দেবের মেলা, অনুমতি দিল প্রশাসন

বোলপুরের এসডিপিও অভিষেক রায় বলেন, "মেলায় লোকজন কম । তবে আমরা নিরাপত্তার দিকটা প্রতিবারের মতোই রেখেছি । সিসিটিভি, ড্রোন, ওয়াচ টাওয়ার আছে । পুলিশ নজরদারি চালাচ্ছে ।"

জয়দেব, 14 জানুয়ারি: শুরু হল প্রায় 400 বছরের প্রাচীন জয়দেব-কেন্দুলির মেলা (joydev kenduli mela 2022 begins) ৷ প্রথা অনুযায়ী মকর সংক্রান্তির (Makar Sankranti 2022 news) দিনে অজয় নদের তীরে পুণ্যস্নান সারছেন পুণ্যার্থীরা । তবে করোনার প্রকোপে একেবারের ভিড় নেই মেলায় ৷ মেলা এবার প্রায় বাউল-ফকির শূন্য বলা যায় ৷ রাধা-বিনোদের মন্দিরে পুজো দেওয়ার লাইন নেই ৷ সব মিলিয়ে বেশ কিছুটা ম্লান জয়দেবের মেলা ।

1683 সালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র বীরভূমের (Birbhum news) অজয় নদের তীরে রাধা-বিনোদের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন । এই স্থানটির সঙ্গে কবি জয়দেবের নাম জড়িয়ে আছে ৷ মন্দিরের গায়ে টেরাকোটার কাজের মাধ্যমে বর্ণিত আছে পৌরাণিক কাহিনীসমূহ । 400 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী জয়দেব-কেন্দুলির মেলা ৷

400 years old joydev kenduli mela 2022 begins
মেলায় সাধু-সন্তরা

2021 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ ছিল এই মেলা । তবে মকর সংক্রান্তির দিন অজয় নদে পুণ্যস্নান সেরেছিলেন পুণ্যার্থীরা । এই বছর মেলা না হওয়ারই কথা ছিল ৷ কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনিক ছাড়পত্র মেলায় এই বছর মেলার আয়োজন করা হয়েছে । বসেছে দোকান-পাট, গুটিকতক আখড়া ।

আরও পড়ুন: কোরোনার কারণে এবার বন্ধ জয়দেব মেলা

সকাল থেকেই চলছে পূণ্যস্নান । তবে একেবারেই ভিড় নেই মেলায় ও স্নানের ঘাটে ৷ প্রতি বছর লক্ষাধিক মানুষের ঢল নামে জয়দেব মেলায় ৷ তিল ধারণের জায়গা থাকে না ৷ করোনার প্রকোপে মেলার দৃশ্যটা সম্পূর্ণ ভিন্ন ৷ রাধা-বিনোদের মন্দিরে পুজোর দীর্ঘ লাইন দেখা যেত ৷ এবছর হাতে গোনা ভক্ত এক এক করে গিয়ে পুজো দিচ্ছেন ৷ সব মিলিয়ে ম্লান কবি জয়দেবের স্মৃতিবিজড়িত এই মেলা ৷

400 years old joydev kenduli mela 2022 begins
হাতে গোনা পুণ্যার্থী, শুরু হল 400 বছরের প্রাচীন জয়দেব মেলা

তবে মেলার নিরাপত্তা ব্যবস্থা যথারীতি আঁটোসাটো করা হয়েছে । প্রায় 2000 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে । নজরদারির জন্য রয়েছে 70টি সিসিটিভি, 7টি ওয়াচ টাওয়ার ৷ ড্রোন ক্যামেরার মাধ্যমেও চলছে নজরদারি । ইভটিজিং, কেপমারি রুখতে সাদা পোশাকের পুলিশ রয়েছে মেলা প্রাঙ্গণে । এছাড়া, স্নানের ঘাটে বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন রয়েছে, রয়েছে লাইফ বোট ৷

400 years old joydev kenduli mela 2022 begins
চলছে পূণ্যস্নান

মেলায় আগত পুণ্যার্থীদের মন খারাপ । তাঁরা বলছেন, "এমন মেলা আগে দেখিনি ৷ এবার একেবারেই ভিড় নেই ৷ অন্যান্য বার পা ফেলার জায়গা থাকে না ৷ এবার কিছুই নেই মেলায় ৷"

হাতেগোনা পুণ্যার্থী, শুরু হল 400 বছরের প্রাচীন জয়দেব মেলা

আরও পড়ুন: Joydev Kenduli Mela 2022 : গঙ্গাসাগরের পর শুরু হচ্ছে জয়দেবের মেলা, অনুমতি দিল প্রশাসন

বোলপুরের এসডিপিও অভিষেক রায় বলেন, "মেলায় লোকজন কম । তবে আমরা নিরাপত্তার দিকটা প্রতিবারের মতোই রেখেছি । সিসিটিভি, ড্রোন, ওয়াচ টাওয়ার আছে । পুলিশ নজরদারি চালাচ্ছে ।"

Last Updated : Jan 14, 2022, 6:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.