ETV Bharat / state

আন্ত্রিকে আক্রান্ত 40 ; কাউন্সিলর বলছেন, বিরোধীদের চক্রান্ত

রামপুরহাট শহরের 8 নম্বর ওয়ার্ডে আন্ত্রিকে আক্রান্ত হলেন প্রায় 40 জন । কী ভাবে এমন আন্ত্রিকের প্রকোপ এলাকায় ছড়াল তা বুঝতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে মেডিকেল টিম ।

অসুস্থ ব্যক্তি
author img

By

Published : Apr 28, 2019, 3:16 PM IST

Updated : Apr 28, 2019, 3:26 PM IST

রামপুরহাট, 28 এপ্রিল : আন্ত্রিকে আক্রান্ত হলেন প্রায় 40 জন । ঘটনাটি রামপুরহাট শহরের 8 নম্বর ওয়ার্ডের । আক্রান্তের মধ্যে 26 জনকে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে । আন্ত্রিকের আতঙ্কে আতঙ্কিত সাধারণ মানুষ । কী ভাবে এমন আন্ত্রিকের প্রকোপ এলাকায় ছড়াল তা বুঝতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার শর্মিলা মৌলিক বলেন, "এখনও পর্যন্ত 11 জন পুরুষ, 8 জন মহিলা ও 7 শিশুসহ মোট 26 জন হাসপাতালে ভরতি হয়েছে । কী থেকে আন্ত্রিক হয়েছে তা পরীক্ষা নিরীক্ষা না করে বলতে পারব না । তবে এখন সবাই সুস্থ রয়েছে ।"

রামপুরহাটের পৌরপিতা অশ্বিনী তিওয়ারি বলেন, "সকাল থেকে 4টে জলের ট্যাঙ্ক এলাকায় পাঠানো হয়েছে । ব্লিচিং দেওয়া হচ্ছে । আশা করি আর ছড়াতে পারবে না । আমাদের মেডিকেল টিম বিষয়টি পরীক্ষা করে দেখছে ।"

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, জল থেকেই এই রোগে আক্রন্ত হয়েছেন মানুষ । কিন্তু ভোটের আগের দিন এই ভাবে আন্ত্রিক ছড়ানোকে বিরোধীদের চক্রান্ত হিসেবে দেখছেন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউ । তিনি বলেন, "হঠাৎ কেন আন্ত্রিক ছড়াল । আমার সন্দেহ হচ্ছে । আমি যথাসাধ্য ওয়ার্ড পরিষ্কার রাখি । ড্রেনও পরিষ্কার থাকে । জল থেকে হলে সমস্ত ওযার্ডের বাসিন্দারা আক্রান্ত হত ।"

রামপুরহাট, 28 এপ্রিল : আন্ত্রিকে আক্রান্ত হলেন প্রায় 40 জন । ঘটনাটি রামপুরহাট শহরের 8 নম্বর ওয়ার্ডের । আক্রান্তের মধ্যে 26 জনকে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে । আন্ত্রিকের আতঙ্কে আতঙ্কিত সাধারণ মানুষ । কী ভাবে এমন আন্ত্রিকের প্রকোপ এলাকায় ছড়াল তা বুঝতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার শর্মিলা মৌলিক বলেন, "এখনও পর্যন্ত 11 জন পুরুষ, 8 জন মহিলা ও 7 শিশুসহ মোট 26 জন হাসপাতালে ভরতি হয়েছে । কী থেকে আন্ত্রিক হয়েছে তা পরীক্ষা নিরীক্ষা না করে বলতে পারব না । তবে এখন সবাই সুস্থ রয়েছে ।"

রামপুরহাটের পৌরপিতা অশ্বিনী তিওয়ারি বলেন, "সকাল থেকে 4টে জলের ট্যাঙ্ক এলাকায় পাঠানো হয়েছে । ব্লিচিং দেওয়া হচ্ছে । আশা করি আর ছড়াতে পারবে না । আমাদের মেডিকেল টিম বিষয়টি পরীক্ষা করে দেখছে ।"

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, জল থেকেই এই রোগে আক্রন্ত হয়েছেন মানুষ । কিন্তু ভোটের আগের দিন এই ভাবে আন্ত্রিক ছড়ানোকে বিরোধীদের চক্রান্ত হিসেবে দেখছেন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউ । তিনি বলেন, "হঠাৎ কেন আন্ত্রিক ছড়াল । আমার সন্দেহ হচ্ছে । আমি যথাসাধ্য ওয়ার্ড পরিষ্কার রাখি । ড্রেনও পরিষ্কার থাকে । জল থেকে হলে সমস্ত ওযার্ডের বাসিন্দারা আক্রান্ত হত ।"

sample description
Last Updated : Apr 28, 2019, 3:26 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.