ETV Bharat / state

Bombs Recover From Sadaipur : বীরভূমের সদাইপুরে 40টি বোমা উদ্ধার

বীরভূমের সদাইপুর থেকে উদ্ধার 40টি বোমা ৷ উদ্ধারের পরেই বোমাগুলি নিষ্ক্রিয় করে সিআইডির বম্ব স্কোয়াড (Bombs Recover From Sadaipur ) ৷

bomb
bomb
author img

By

Published : Mar 28, 2022, 4:40 PM IST

সদাইপুর (বীরভূম), 28 মার্চ : ফের বোমা উদ্ধার বীরভূমে । এবার সদাইপুরের সাহাপুর থেকে 40টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ (Bombs Recover From Sadaipur) । পরে বোমাগুলি নিষ্ক্রিয় করে সিআইডির বম্ব স্কোয়াড ।

বগটুই হত্যাকাণ্ডের আঁচ ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে ৷ এই গ্রামে এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নির্দেশ দিয়েছিলেন রাজ্যজুড়ে সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করতে ৷ এরপরেই নজরে আসে পুলিশি তৎপরতা ৷ বিগত কয়েকদিনে পুলিশি অভিযানে একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে ৷

আরও পড়ুন : Bugtui Massacre Eyewitness In Rampurhat Hospital: দোষীদের ফাঁসি চায় বগটুই হত্যাকাণ্ডের নাবালক প্রত্য়ক্ষদর্শী

এদিন সদাইপুর থানার সাহাপুর থেকে উদ্ধার হল 40টি বোমা ৷ পুলিশ সূত্রে খবর, প্ল্যাস্টিকের জারে মজুত ছিল বোমাগুলি ৷ বোমাগুলি গ্রামের বাইরে ফাঁকা মাঠে ফাটিয়ে নিষ্ক্রিয় করে সিআইডির বম্ব স্কোয়াড (Bomb Defused by Bomb Squad) ।

প্রসঙ্গত, এর আগে মাড়গ্রাম থেকে 200টি বোমা ও দুবরাজপুর থেকে 30টি বোমা উদ্ধার করেছে পুলিশ । এখনও জেলার বিভিন্ন থানায় অস্ত্র ও বোমা উদ্ধারে পুলিশি অভিযান চলছে ।

সদাইপুর (বীরভূম), 28 মার্চ : ফের বোমা উদ্ধার বীরভূমে । এবার সদাইপুরের সাহাপুর থেকে 40টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ (Bombs Recover From Sadaipur) । পরে বোমাগুলি নিষ্ক্রিয় করে সিআইডির বম্ব স্কোয়াড ।

বগটুই হত্যাকাণ্ডের আঁচ ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে ৷ এই গ্রামে এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নির্দেশ দিয়েছিলেন রাজ্যজুড়ে সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করতে ৷ এরপরেই নজরে আসে পুলিশি তৎপরতা ৷ বিগত কয়েকদিনে পুলিশি অভিযানে একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে ৷

আরও পড়ুন : Bugtui Massacre Eyewitness In Rampurhat Hospital: দোষীদের ফাঁসি চায় বগটুই হত্যাকাণ্ডের নাবালক প্রত্য়ক্ষদর্শী

এদিন সদাইপুর থানার সাহাপুর থেকে উদ্ধার হল 40টি বোমা ৷ পুলিশ সূত্রে খবর, প্ল্যাস্টিকের জারে মজুত ছিল বোমাগুলি ৷ বোমাগুলি গ্রামের বাইরে ফাঁকা মাঠে ফাটিয়ে নিষ্ক্রিয় করে সিআইডির বম্ব স্কোয়াড (Bomb Defused by Bomb Squad) ।

প্রসঙ্গত, এর আগে মাড়গ্রাম থেকে 200টি বোমা ও দুবরাজপুর থেকে 30টি বোমা উদ্ধার করেছে পুলিশ । এখনও জেলার বিভিন্ন থানায় অস্ত্র ও বোমা উদ্ধারে পুলিশি অভিযান চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.