ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বীরভূমে 4 আইসোলেশন সেন্টার - বীরভূমে চারটি আইসোলেশন সেন্টার

বীরভূমের এই চারটি সেন্টারে মোট 150 জনকে আইসোলেশন রাখা সম্ভব হবে বলে জানাল জেলা প্রশাসন ।

4 Isolation Centers in Birbhum
বীরভূম
author img

By

Published : Mar 31, 2020, 4:43 PM IST

বীরভূম, 31 মার্চ: মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর কোরোনা মোকাবিলার প্রস্তুতি নিতে শুরু করল বীরভূম জেলা প্রশাসন । আপাতত জেলায় 150 শয্যার চারটি আইসোলেশন সেন্টার গড়ে তোলা হয়েছে ৷

দেশে কোরোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে । ইতিমধ্যে রাজ্যে 3 জনের মৃত্যু হয়েছে । এই সংক্রমণ আরও বাড়তে পারে, এমনই আশঙ্কা করা হচ্ছে । তাই আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন । এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই জেলায় চারটি আইসোলেশন সেন্টার গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় । বোলপুর, সিউড়ি, রামপুরহাট ও তারাপীঠে এই চারটি আইসোলেশন সেন্টার গড়ে তোলা হল । চারটি সেন্টারে মোট 150 জনকে আইসোলেশন রাখা সম্ভব হবে ।

এদিন বীরভূমের জেলা শাসক মৌমিতা গোদারা বসু, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) শিবপ্রসাদ পাত্র, SDPO (বোলপুর) অভিষেক রায়, মহকুমা শাসক অভ্র অধিকারি প্রমূখ ঘুরে দেখেন আইসোলেশন সেন্টারগুলি ।

জেলা শাসক মৌমিতা গোদারা বলেন, "সমস্ত রকম আগাম ব্যবস্থা নিয়ে রাখা হচ্ছে । জেলায় চারটি আইসোলেশন সেন্টার করা হচ্ছে । আমরা মানুষকে সচেতন করছি ।"

বীরভূম, 31 মার্চ: মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর কোরোনা মোকাবিলার প্রস্তুতি নিতে শুরু করল বীরভূম জেলা প্রশাসন । আপাতত জেলায় 150 শয্যার চারটি আইসোলেশন সেন্টার গড়ে তোলা হয়েছে ৷

দেশে কোরোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে । ইতিমধ্যে রাজ্যে 3 জনের মৃত্যু হয়েছে । এই সংক্রমণ আরও বাড়তে পারে, এমনই আশঙ্কা করা হচ্ছে । তাই আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন । এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই জেলায় চারটি আইসোলেশন সেন্টার গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় । বোলপুর, সিউড়ি, রামপুরহাট ও তারাপীঠে এই চারটি আইসোলেশন সেন্টার গড়ে তোলা হল । চারটি সেন্টারে মোট 150 জনকে আইসোলেশন রাখা সম্ভব হবে ।

এদিন বীরভূমের জেলা শাসক মৌমিতা গোদারা বসু, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) শিবপ্রসাদ পাত্র, SDPO (বোলপুর) অভিষেক রায়, মহকুমা শাসক অভ্র অধিকারি প্রমূখ ঘুরে দেখেন আইসোলেশন সেন্টারগুলি ।

জেলা শাসক মৌমিতা গোদারা বলেন, "সমস্ত রকম আগাম ব্যবস্থা নিয়ে রাখা হচ্ছে । জেলায় চারটি আইসোলেশন সেন্টার করা হচ্ছে । আমরা মানুষকে সচেতন করছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.