রামপুরহাট, 7 এপ্রিল : বগটুই-কাণ্ডে মুম্বই থেকে 4 জনকে গ্রেফতার করল সিবিআই (4 accused arrest from mumbai)। মুম্বইয়ের বরখান্দি থেকে এই চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্তরা লালল শেখের সঙ্গী ৷ বাপ্পা শেখ, সাবু শেখ-সহ 4 অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। এই প্রথম বগটুই ঘটনার তদন্তে নেমে সিবিআই গ্রেফতার হল চারজন। অন্যদিকে, এদিনই হাইকোর্টে বগটুই-কাণ্ডের প্রাথমিক রিপোর্ট জমা দিল সিবিআই। ৷
বগটুই হত্যাকাণ্ডে রামপুরহাট 1 নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেন সহ 23 জনকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ ৷ তদন্তভার হাতে পেয়ে ধৃতদের জেরা করা শুরু করে সিবিআই অফিসারেরা। সূত্রের খবর, ধৃতদের জেরা করে এদিন মুম্বই থেকে চারজনকে গ্রেফতার করে সিবিআই। ধৃত 4 জনই অভিযুক্ত লালন শেখের ঘনিষ্ঠ। এদের মধ্যে অন্যতম বাপ্পা শেখ ও সাবু শেখ। পুলিশের কাছে দায়ের হওয়া অভিযোগপত্রেও এদের নাম রয়েছে। ঘটনার তদন্তে নেমে এই প্রথম সিবিআই পেল সাফল্য ৷ বগটুইয়ে ঘটনার দিন এই 4 জন গ্রামে উপস্থিত থেকে রীতিমতো তাণ্ডব চালিয়েছিল বলে অভিযোগ।
আরও পড়ুন : বগটুই হত্যাকাণ্ডে 8 জনের পলিগ্রাফি টেস্টের আবেদন করল সিবিআই
প্রসঙ্গত, 21 মার্চ তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের পরেই তার অনুগামীরা তাণ্ডব চালায় রামপুরহাটের বগটুই গ্রামে। জ্বালিয়ে দেওয়া হয় কমপক্ষে 10টি বাড়ি। পুড়ে মৃত্যু হয় শিশু, মহিলা-সহ 9 জনের ৷ এই ঘটনার তদন্ত ভার সিবিআইয়ের হাতে দেয় হাইকোর্ট। 7 এপ্রিলের মধ্যে ঘটনার প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷ সেইমতো রিপোর্ট জমা দিয়েছে সিবিআই ৷