দুবরাজপুর, 27 মার্চ : ফের বোমা উদ্ধার বীরভূমে। এবার দুবরাজপুর থানার সেকেন্দারপুর থেকে উদ্ধার প্রায় ৩০টি বোমা ৷ বোমাগুলি নিষ্ক্রিয় করে সিআইডি বম্ব স্কোয়াড।
বগটুই হত্যাকাণ্ডের আগুন এখনও জ্বলছে রামপরহাটে ৷ এই গ্রামে এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নির্দেশ দিয়েছিলেন রাজ্যজুড়ে সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করতে ৷ এরপরেই নজরে আসে পুলিশি তৎপরতা ৷ বিগত কয়েকদিনে পুলিশি অভিযানে একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে ৷ রবিবার দুবরাজপুর থেকে উদ্ধার হল 30টি বোমা (Bomb Recover From Dubrajpur) ৷
আরও পড়ুন : Dubrajpur TMC Clash : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র দুবরাজপুর, চলল গুলি-বোমা
পুলিশ সূত্রে খবর, রবিবার দুবরাজপুর থানার সেকেন্দারপুর গ্রামের একটি ফুটবল মাঠের পাশ থেকে উদ্ধার হয়েছে বোমাগুলি ৷ মাঠের পাশে একটি প্লাস্টিকের ব্যাগে মধ্যে রাখা ছিল বোমাগুলি ৷ উদ্ধারের পরেই দ্রুত বোমাগুলি বম্ব স্কোয়াডের কর্মীরা নিস্ক্রিয় করে দেন ৷ এর আগে ২৫ মার্চ মাড়গ্রাম থানা এলাকা থেকে প্রায় ২০০টি বোমা উদ্ধার হয়েছিল ৷