নানুর, 6 জানুয়ারি : ফের নানুরে উদ্ধার হল তাজা বোমা ৷ নানুরের জলুন্দি গ্রামের দক্ষিণ পাড়ার ঘটনা ৷ প্ল্যাস্টিকের ড্রাম ভরতি প্রায় 30টি তাজা বোমা উদ্ধার হয়েছে ৷ বোলপুর থেকে বম্ব স্কোয়াড সদস্যরা গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে ৷
আরও পড়ুন : রামপুরহাটে তৃণমূল কর্মীকে গুলি করে খুন
দক্ষিণ পাড়ার একটি ঝোপে বোমাগুলি দেখতে পান টহলরত সিভিক ভলান্টিয়াররা ৷ এরপর তাঁরাই খবর দেন পুলিশে ৷ খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় নানুর থানার পুলিশ ৷ প্লাস্টিকের ড্রাম ভরতি প্রায় 30টি তাজা বোমা উদ্ধার করে তারা ৷
এরপর খবর দেওয়া হয় বোলপুর বম্ব স্কোয়াডে ৷ তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে ৷ কে বা কারা বোমাগুলি মজুত করেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ ৷