ETV Bharat / state

Lightning death : নলহাটিতে বজ্রাঘাতে মৃত 3 - লক্ষ্মীডাঙা গ্রাম

চাষের কাজে মাঠে গিয়েছিলেন ৷ ঘন ঘন বাজ পড়ছিল ৷ বাঁচতে আশ্রয় নিয়েছিলেন একটা ফাঁকা বাড়িতে ৷ তাও শেষরক্ষা হল না ৷

বজ্রাঘাতে মৃত্যু
বজ্রাঘাতে মৃত্যু
author img

By

Published : Aug 3, 2021, 9:57 AM IST

নলহাটি, 3 অগস্ট : বজ্রাঘাতে মৃত্যু হল স্বামী স্ত্রী-সহ 3 জনের ৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার হরিদাসপুর পঞ্চায়েতের লক্ষ্মীডাঙা গ্রামের মাঠে ।

মৃতদের নাম জগন্নাথ টুডু (34), সুমি টুডু (32) ও দিলু হেমব্রম (17) । তাঁরা লক্ষ্মীডাঙায় মাঠে চাষের কাজ করছিলেন । গতকাল ভারী বৃষ্টি না হলেও খুব কম সময়ের ব্যবধানে অনেকগুলি বাজ পড়েছিল ওই এলাকায় ৷ বিকেলে কাজ শেষ করে বাড়ি ফেরার উদ্যোগ নিচ্ছিলেন সবাই ৷ ঘন ঘন বাজ পড়ায় তাঁরা কাছের একটি ফাঁকা বাড়িতে আশ্রয় নেন ৷ বাড়ির ছাদটি আকারে ছোট ছিল, চারদিক খোলা ছিল ৷

আরও পড়ুন : Ghatal Flood : জলমগ্ন ঘাটালে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করে মানবিকতার নজির পুলিশের

আনুমানিক বিকেল সাড়ে 5টা নাগাদ, বাড়িতে বাজ পড়ে ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় ওই 3 জনের । তাঁদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে নলহাটি থানার পুলিশ ।

নলহাটি, 3 অগস্ট : বজ্রাঘাতে মৃত্যু হল স্বামী স্ত্রী-সহ 3 জনের ৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার হরিদাসপুর পঞ্চায়েতের লক্ষ্মীডাঙা গ্রামের মাঠে ।

মৃতদের নাম জগন্নাথ টুডু (34), সুমি টুডু (32) ও দিলু হেমব্রম (17) । তাঁরা লক্ষ্মীডাঙায় মাঠে চাষের কাজ করছিলেন । গতকাল ভারী বৃষ্টি না হলেও খুব কম সময়ের ব্যবধানে অনেকগুলি বাজ পড়েছিল ওই এলাকায় ৷ বিকেলে কাজ শেষ করে বাড়ি ফেরার উদ্যোগ নিচ্ছিলেন সবাই ৷ ঘন ঘন বাজ পড়ায় তাঁরা কাছের একটি ফাঁকা বাড়িতে আশ্রয় নেন ৷ বাড়ির ছাদটি আকারে ছোট ছিল, চারদিক খোলা ছিল ৷

আরও পড়ুন : Ghatal Flood : জলমগ্ন ঘাটালে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করে মানবিকতার নজির পুলিশের

আনুমানিক বিকেল সাড়ে 5টা নাগাদ, বাড়িতে বাজ পড়ে ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় ওই 3 জনের । তাঁদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে নলহাটি থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.