মল্লারপুর, 20 নভেম্বর : পুলিশ হেপাজতে কিশোরের মৃত্যুর ঘটনায় ক্লোজ় করা হল বীরভূমের মল্লারপুর থানার দুই অফিসারকে । সরিয়ে দেওয়া হল এক সিভিক ভলান্টিয়ারকেও ৷ SI ধ্রুবজ্যোতি দত্ত ও ASI স্বপন মালকে সিউড়ি পুলিশ লাইনে ক্লোজ় করা হয়েছে । ঘটনার দিন রাতে তাঁরা ডিউটিতে ছিলেন ৷ হাইকোর্টের তরফে ঘটনার রিপোর্ট চাওয়ার পরে পরেই চাপে পড়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
৩০ অক্টোবর বীরভূমের মল্লারপুর থানায় পুলিশ হেপাজতে মৃত্যু হয় শুভ মেহেনা (১৫) নামে এক কিশোরের ৷ পুলিশের তরফে জানানো হয়েছিল, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে ওই কিশোর । ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মল্লারপুর ৷ তদন্তের দাবিতে নিহতের পরিজন ও স্থানীয়রা ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। বিক্ষোভ সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ ৷ BJP-র তরফে ঘটনার প্রেক্ষিতে CBI তদন্ত এবং OC বিকদর সান্যালকে গ্রেপ্তারের দাবি জানানো হয় ৷ এমনকী, শিশু সুরক্ষা কমিশনও ঘটনাস্থল ঘুরে দেখে ।
পুলিশ হেপাজতে কিশোরের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করে কলকাতা হাইকোর্ট । ঘটনার প্রেক্ষিতে পূর্ণাঙ্গ রিপোর্ট পুলিশ সুপারের কাছে চাওয়া হয় হাইকোর্টের তরফে । চাপে পড়ে অবশেষে ঘটনার ২০ দিন পর দুই অফিসারকে ক্লোজ় করা হয়েছে। এক সিভিক ভলিন্টিয়ারকেও সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "ঘটনায় বিভাগীয় তদন্ত চলছে ৷ দুই অফিসাকে ক্লোজ় করা হয়েছে।"